Model Activity Task Geography Class 10 Part 7 |
Model Activity Task Geography Class 10 Part 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল দশম শ্রেণি পার্ট ৭
Class 10 Part 7 Model Activity Task Geography
Model activity task Part 7
Class 10
Geography
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১.১ মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হলো-
ক) প্লায়াখ) হামাদা
গ) মরুদ্যান
ঘ) ওয়াদি
উত্তর: -ঘ) ওয়াদি।
১.২. যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হলো-
ক) অবঘর্ষখ) অপসারণ
গ) ঘর্ষণ
ঘ) দ্রবণ
উত্তর:- খ) অপসারণ।
১.৩ উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ করা যায়–
ক) শীতকালেখ) গ্রীষ্মকালে
গ) বর্ষাকালে
ঘ) শরৎকালে
উত্তর: - ক) শীতকালে।
১.৪ ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো-
ক) কলকাতাখ) হায়দ্রাবাদ
গ) বেঙ্গালুরু
ঘ) চেন্নাই
উত্তর: গ) বেঙ্গালুরু।
২. একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১ × ৪ = ৪
২.১ বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়ি কি নাম পরিচিত ?
উত্তর:- বার্খান বালিয়াড়ি।২.২ হিমবাহের উৎপাটন প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো।
উত্তর: - করি বা সার্ক।২.৩ ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তুপ পর্বতের নাম লেখো।
উত্তর: - সাতপুরা পর্বত।২.৪ ভারতের কোন মৃত্তিকা কার্পাস চার্ষের পক্ষে আদর্শ?
উত্তর: - কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা।৩. সংক্ষিপ্ত উত্তর দাও: ২×২=৪
৩.১ বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো।
উত্তর: - বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্য গুলি হল–১) এই পরিকল্পনার ফলে শুষ্ক খরা প্রবণ অঞ্চলে জলসেচ এর মাধ্যমে চাষাবাদ করা সম্ভব হয়।
২) নদীর উপরে বাঁধ করে তার ওপর বৃক্ষ রোপন করার ফলে ভূমিক্ষয় প্রতিরোধ হয়।
৩) নদী উপত্যকায় বন্যা প্লাবনের সম্ভাবনা অনেকখানি কম হয়।
৩.২ ভারতীয় কৃষির সমস্যা সমাধানের যে কোনো দুটি উপায় উল্লেখ করো।
উত্তর: - ভারতীয় কৃষি ব্যবস্থার সমস্যা সমাধানের উপায়গুলি হলো-১) ফসলের উৎপাদন চাহিদা অনুপাতে বৃদ্ধির জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করা।
২) ধাপ চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ, উন্নত কৃষি ব্যাবস্থার প্রয়োগ করলে ফসল উৎপাদনের হার বৃদ্ধি পায়।
৩) বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত রাসায়নিক সারের ও কীটনাশকের ব্যবহার একান্ত প্রয়োজন।৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ × ১ = ৩
৪.১ 'ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়কপথের গুরুত্ব অপরিসীম' - বক্তব্যটির যথার্থতা বিচার করো ।
উত্তরঃ - পরিবহন ব্যবস্থার অন্যতম প্রধান পরিবহন মাধ্যম হল সড়কপথ। ভারতে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে সড়কপথের ভূমিকা অনস্বীকার্য ।
i) দ্রুততর মাধ্যম: সড়ক পথের মাধ্যমে যেকোনো পণ্য সামগ্রী অতি সহজে কম সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া যায়।
ii) কাঁচামালের যোগান : সড়কপথের সাহায্যে সহজেই কৃষিজ কাঁচামাল ও খনিজ কাঁচামাল খনি থেকে সংগ্রহ করে শিল্প কেন্দ্রে পাঠানো সম্ভব হয়।
iii) পার্বত্য যোগাযোগে সড়ক পথ : ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল গুলিতে রেলপথ নির্মাণ অসম্ভব ফলে এই ক্ষেত্রে সড়ক পথই উপযুক্ত মাধ্যম ।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫ × ১ = ৫
৫.১ ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো ।
উত্তরঃ - ভারতের জনবন্টনের তারতম্যের পেছনে প্রাকৃতিক কারণগুলি হলো −
ভূ প্রকৃতি - গঙ্গা-সিন্ধু-ব্রহ্মপুত্র অববাহিকা সংলগ্ন সমভূমি অঞ্চলের ভূমি সমতল ও মৃত্তিকা উর্বর ফলে কৃষি, শিল্প, পরিবহণ ব্যবস্থা উন্নত । তাই জনসংখ্যা বেশি ।
নদনদী -
ভারতের নদী সংলগ্ন অববাহিকা গুলি যথেষ্ট উর্বর, এখানে জলসেচের সুযোগ সুবিধা বেশি, পানীয় জলের জোগানের সুবিধা হেতু এখানে জনসংখ্যা অধিক বেশি ।
জলবায়ু -
জনসংখ্যার বণ্টনে জলবায়ুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ । উপকূলীয় অঞ্চলের জলবায়ু সুন্দর ও মনোরম হওয়ায় জনবসতি বেশি।
মৃত্তিকা-
মৃত্তিকার উর্বরতার ওপর ভিত্তি করে জনসংখ্যার তারতম্য ঘটে থাকে । গঙ্গা অববাহিকায়, উপকূলে, ডেকানট্র্যাপ অঞ্চলে উর্বর মৃত্তিকার কারণে চাষাবাদ ভালো হয় ফলে জনবসতি বেশি ।
Link For All Subject