Model Activity Task History Class 10 Part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস দশম শ্রেণি পার্ট ৭

Model Activity Task History Class 10 Part 7
Model Activity Task History Class 10 Part 7

Model Activity Task History Class 10 Part 7

Class 10 Part 7

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস দশম শ্রেণি পার্ট ৭  

১.ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও:

 ক স্তম্ভ

  খ স্তম্ভ

 ক্যালকাটা স্কুল বুক সোসাইটি

 ) ১৭৮৪ খ্রিঃ  

 কলকাতা বিশ্ববিদ্যালয়

 ) ১৮১৭ খ্রিঃ

 এশিয়াটিক সোসাইটি

 ) ১৯১৭খ্রিঃ

 বসু বিজ্ঞান মন্দির

 ) ১৮৫৭খ্রিঃ

 উত্তর-

 ক স্তম্ভ

  খ স্তম্ভ

 ক্যালকাটা স্কুল বুক সোসাইটি

  ১৮১৭ খ্রিঃ

 কলকাতা বিশ্ববিদ্যালয়

  ১৮৫৭খ্রিঃ

 এশিয়াটিক সোসাইটি

 ১৭৮৪ খ্রিঃ 

 বসু বিজ্ঞান মন্দির

 গ১৯১৭ খ্রিঃ  


2. সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো

প্রতিষ্ঠান   

 প্রতিষ্ঠাতা    

 প্রতিষ্ঠা তার উদ্দেশ্যে একটি বাক্য

 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 

 

 

 বিষ্ণু বিজ্ঞান মন্দির

 

 

 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স

 


 জাতীয় শিক্ষা পরিষদ

 

  


 উত্তর-

 প্রতিষ্ঠান   

 প্রতিষ্ঠাতা    

 প্রতিষ্ঠা তার উদ্দেশ্যে একটি বাক্য

 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 

 তারকনাথ পালিত

 ভারতে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো 

 বিষ্ণু বিজ্ঞান মন্দির

 জগদীশচন্দ্র বসু

 বৈজ্ঞানিক গবেষণা ও আধুনিক বিজ্ঞান চর্চার প্রসার ঘটানো

 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স

 ডক্টর মহেন্দ্রলাল সরকার

 পদার্থ ও রসায়ন বিজ্ঞানের গবেষণা আলোচনার প্রসার

 জাতীয় শিক্ষা পরিষদ

 সত্যেন্দ্রনাথ ঠাকুর

  সাহিত্য কারিগরি বিজ্ঞান বিষয়ে স্বদেশী শিক্ষার প্রসার ঘটানো


৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাওঃ 

৩.১ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়?

উত্তর- উপেন্দ্রকিশোর রায়চৌরী ছিলেন একজন সাহিত্যিক ও প্রকাশক। তাঁর  লেখা প্রথম বই হল ‘ছেলেদের রামায়ণ’। এই বইটি যোগীন্দ্রনাম সরকারের সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত হয়।উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ১৮৮৫ খ্রিস্টাব্দে কলকাতার শিব নারায়ণ দাস লেনে আধুনিক ছাপাখানার প্রতিষ্ঠা করেন।

৩.২ কাকে ‘বাংলা মুদ্রণশিল্পের জনক বলা হয় এবং কেন?

উত্তর- চার্লস উইলকিনসকে ‘বাংলা মুদ্রণশিল্পের জনক’ বলা হয় |
 কারণ তিনি ভারতে প্রথম সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করেন। তিনি চুঁচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করে হ্যালহেডের বাংলা ব্যাকরণ গ্রন্থ ‘এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’ এ প্রকাশ করেন | তাই চার্লস উইলকিনসকে বাংলার ছাপাখানার জনক বলা হয়।
৪. সাত-আটটি বাক্যে উত্তর দাও :  ৪ × ১ = ৪

ছাপাবই -এর সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা কর। 

উত্তর : উনিশ শতকের শেষার্ধে  বাংলা ছাপাখানা ও বাংলা বইয়ের ইতিহাসে এক উজ্জ্বলতম অধ্যায়।  দশ বছরের মধ্যে শ্রীরামপুরে বেশ কয়েকটি ছাপাখানা গড়ে ওঠে । ইতিমধ্যে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছে, আত্মীয় সভা, হিন্দু কলেজ, স্কুল বুক সোসাইটি , হেয়ার স্কুল, কলকাতা স্কুল বুক সোসাইটি  এবং সংস্কৃত কলেজ । অন্যদিকে শ্রীরামপুর থেকে প্রকাশিত হয় দিগদর্শন মাসিক পত্রিকা এবং সমাচার দর্পণ নামে সাপ্তাহিক পত্রিকা । গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রকাশ করেন বেঙ্গল গেজেটি । বাংলার গ্রামে গঞ্জে প্রতিষ্ঠিত হয় শত শত বিদ্যালয় । তখন ছাত্রদের জন্য পাঠ্যবই প্রয়োজন হয়ে পড়ে । একমাত্র ছাপাখানা তখন শিক্ষা বিস্তারের হাতিয়ার। ধর্মীয় আন্দোলনের জন্যও দরকার ছাপাখানার।  সারা কলকাতা, বাংলা এমনকি পূর্ব বাংলা জুড়ে  প্রতিষ্ঠিত হয় ছাপাখানা । সেখানে ছাপা হয় নানা ধরনের বাংলা বই,নানা চিত্র ও বিজ্ঞাপন, পঞ্জিকা, আইন আদালত, ধর্ম, নীতিকথা, ইতিহাস, সঙ্গীত, কৃষিকাজ, ঘরোয়া চিকিৎসা প্রভৃতি নানা বিষয়ের বই । পাঠ্য পুস্তকের সম্ভার ও সেদিন কম আকর্ষনীয় নয়। ইতিহাস, বিজ্ঞান, গণিত, ভূগোল, চিকিৎসা বিজ্ঞান,  নীতিকথা, সঙ্গীত, ভাষাশিক্ষা, চিত্রকলা, মানচিত্র, এমনকি ছাত্রদের জন্য নোটবই প্রকাশিত হয় । ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত হয় মেডিকেল কলেজ, ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত হয় প্রেসিডেন্সি, ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। বিদ্যালয় গুলি স্থাপনের মধ্য দিয়ে একে একে উচ্চশিক্ষার দরজা খুলে যেতে থাকে ।  সর্বোপরি ছাপাখানার বিস্তারের সঙ্গে সঙ্গে বাংলায় স্কুল কলেজ ও শিক্ষার বিস্তার গভীরভাবে ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়ে।

 Link For All Subject l
Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post