Model Activity Task Mathematics Class 4 Part 7 Oct 2021 |
Model Activity Task Mathematics Class 4 Part 7 Oct 2021
Class 4 Model Activity Task Mathematics Part 7 Oct 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত চতুর্থ শ্রেণি পার্ট ৭
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭
গণিত
চতুর্থ শ্রেণি
নিচের প্রশ্নগুলির উত্তর লেখো:
১. বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন(MCQ)
(ক) ১/৪ রং করা অংশটির চিত্রটি হল-
(খ) লব ও হরের পার্থক্য তিন এমন ভগ্নাংশ টি হল-
(a) 3
(b) 6
(c) 7/3
(d) 4/7
উত্তর- (c)
(গ) ঠিক সম্পর্ক টি হল
(a) ১৫ মিলিমি > ২ সেমি
(b) ১৫ মিলিমি = ২ সেমি
(c) ১৫ মিলিমি < ২ সেমি
(d) ১৫ মিলিমি ২ সেমি থেকে ১৩ সেমি
উত্তর-(c) (c) ১৫ মিলিমি < ২ সেমি
২. সত্য মিথ্যা লেখ(T/F)
(ক)৩/৪ভগ্নাংশটির হার১ কমলে ভগ্নাংশটি হয় সম্পূর্ণ ১অংশ।
উত্তর- ৩/৪ভগ্নাংশটির হার১ কমলে ভগ্নাংশটি হয় সম্পূর্ণ ১অংশ। ( সত্য বা T)
(খ)
উত্তর-চিত্রে ৬ টি বোতাম এর মধ্যে ১ টি বোতাম কম আছে। তাই বোতাম কম আছে ১/৫ অংশ।( মিথ্যা বা F)
৩. নিচের সংখ্যাগুলো দিয়ে ফাঁকা ঘর পূরণ করো-
০.৩, ৫/১০, ৩/৪ + ১/৪
উত্তর-
|
|
|
|
|
|
৪. (ক) রান্নার জন্য দুই বালতি জল এনেছিলেন। একটি.৩ লিটার ৩০০ মিলিলিটার এবং অন্য বালতিতে ২ লিটার ৪০০ মিলিলিটার জল আছে। রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে?
উত্তর -
মায়ের কাছে প্রথম বালতিতে জল আছে = ৩ লিটার ৩০০ মিলি লিটার
মায়ের কাছে দ্বিতীয় বালতিতে জল আছে = ২ লিটার ৪০০ মিলি লিটার
মায়ের রান্নার জন্য মোট জল আছে = ৫ লিটার ৭০০ মিলি লিটারলিটার।
(খ) তিথি বাজার ১ কিগ্রা ৭০০ গ্রাম থেকে কিংরা ও গ্রাম কুল কিনে এনেছে, এবার সে সব কুল একটি ঝুড়িতে ঢেলে রাখল। এমন কুলসমেত ওজন ২ কিগ্রা ৪০০গ্রাম হলে, ঝুড়ির ওজন নির্ণয় করো।
উত্তর- আমরা দেখতে পাচ্ছি যে ঝুড়ির ওজন অর্থাৎ কুলসুমের ঝড়ের ওজন বেশি তাই সেটিকে আগে লিখব,
অর্থাৎ,
কুল সমেত ঝুড়ির ওজন = ২ কিগ্রা ৪০০গ্রাম
কিনেআনা কুলের ওজন= ১ কিগ্রা ৭০০গ্রাম
কেবলমাত্র ঝুড়ির ওজন = ০ কিগ্রা ৭০০গ্রাম ।
Link For All Subject