Model Activity Task Life Science Class 10 Part 7 |
Model Activity Task Life Science Class 10 Part 7
Class 10 Part 7 Life Science
মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবনবিজ্ঞান দশম শ্রেণি পার্ট ৭
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে : ১ X ৩ = ৩
১.১ পতঙ্গের সাহায্যে পরাগযােগ হয় যে উদ্ভিদে তা নির্বাচন করাে —
(খ) আম
(গ) ধান
(ঘ) শিমুল
উত্তর: (খ) আম
১.২ মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি, তা শনাক্ত করাে –
(খ) রােলার জিভ
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) হিমােফিলিয়া
উত্তর:-(ঘ) হিমােফিলিয়া
১.৩ YyRr জিনােটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নিরূপণ করাে –
(ক) এক ধরনের
(খ) দুই ধরনের
(গ) তিন ধরনের
(ঘ) চার ধরনের।
উত্তর: (ঘ) চার ধরনের
২। 'A' স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে 'B' স্তম্ভ দেওয়া সর্বপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জল পুনরায় লেখঃ
'A' স্তম্ভ | |
২.৪ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য | (d)মোটরের কুঞ্চিত বীজ |
উত্তর:
'A' স্তম্ভ | |
(d) খন্ডিভবন | |
(c)মোটরের বেগুনি বর্ণের ফুল | |
(a) স্টক এবং সিয়ন | |
২.৪ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য | (e)মোটরের কুঞ্চিত বীজ |
৩. দুই-তিনটি বাক্যে উত্তর দাও : ২ × ৪ = ৮
৩.১ ইতর পরাগযোগের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ লেখো।
উত্তর: সুবিধা: ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদের উৎপন্ন ঘটে।
অসুবিধা: ইতর পরাগযোগে বাহকের অভাবে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় না।
৩.২ শাখাকলমের সাহায্যে কীভাবে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করো।
উদা:- জবা, গোলাপ প্রভৃতি।
৩.৩ মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।
বৈশিষ্ট্য-
i) এই সময় পুরুষ ও নারী দেহে ক্ষয়পূরণজনিত বৃদ্ধি ছাড়া অন্য কোনো বৃদ্ধি ঘটে না।
ii) অস্থি ও পেশির ক্ষয় হয়, শরীর দুর্বল হয়ে পড়ে, ত্বক কুঁচকে যায়। মেলানিন কমে যায় ফলে চুল সাদা ও বিবর্ণ হয়ে পড়ে।
৩.৪ মেন্ডেল কিভাবে মটর ফুলে ইতর পরাগযোগ ঘটান তা আলোচনা করো।
উত্তর: সংকরায়নের পরীক্ষায় মেন্ডেল উভয়লিঙ্গ মটর গাছের ফুলের পুংকেশরগুলিকে অতি সতর্কতার সঙ্গে কেটে ফেলেন| এই পদ্ধতিকে বলা হয় ইমাসকুলেশন| ইমাসকুলেশনের পর তিনি স্ত্রী ফুলগুলিকে কাগজের থলি দিয়ে বদ্ধ করে রাখেন যাতে জনিতৃ চারা অন্য কোনো মটর ফুলের পরাগরেণু দ্বারা ইতর পরাগযোগ না ঘটে| এরপর স্ত্রী ফুলের থলিটি সরিয়ে কৃত্তিমভাবে নির্বাচিত জনিতৃ উদ্ভিদের ফুলের পরাগরেণু সংগ্রহ করে সুক্ষ্ম তুলির সাহায্যে ঐ স্ত্রী ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরিত করে ইতর পরাগ সংযোগ ঘটান|
৪.১."সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান" —একটি ক্রশের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো।
উত্তর: সন্তান নির্ধারণে পিতার ভূমিকা:- পুত্র ও কন্যা সন্তান জন্ম হওয়ার পিছনে পিতার ভূমিকাই প্রধান। কারণ, পিতার ক্রোমোজোম X ও Y। যেহেতু মাতার ক্রোমোজোম XX প্রকারের তাই তাদের XX ধরনের গ্যামেট উৎপন্ন হয়। অপরপক্ষে পিতার XY দুই প্রকারের গ্যামেট উৎপন্ন হয়। যখন পিতার X গ্যামেটের সঙ্গে মাতার X গ্যামেটের মিলন হয় তখন কন্যা সন্তান হয়। আবার পিতার Y গ্যামেট যখন মাতার X গ্যামেটের সঙ্গে মিলিত হয় তখন পুত্র সন্তান হয়। তাই বলা যায় পুত্র ও কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকাই প্রধান।
"থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়" − এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো। ৩ + ২ = ৫
উত্তর: থ্যালাসেমিয়া রোগীর দেহে হিমোগ্লোবিনের গঠন ত্রুটিপূর্ণ হওয়ায় RBC (Red blood corpulse) অর্থাৎ লোহিত রক্তকণিকার আয়ু কমে যায়। ফলে RBC তাড়াতড়ি ভেঙে যায় ও রক্তাল্পতার সৃষ্টি হয়। এর ফলে দেহে অক্সিজেন পরিবহণ কমে যায় এবং রোগীর দেহে নানা সমস্যা দেখা যায়। এই সমস্যা সমাধানের জন্য থ্যালাসেমিয়া রোগীকে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয় ।
Link For All Subject