Class 2 Bengali Hatir Ma By Lila Majumdar | আমার বই দ্বিতীয় শ্রেণী বাংলা হাতির মা লীলা মজুমদার সকল প্রশ্নের উত্তর

হাতির মা লীলা মজুমদার
হাতির মা লীলা মজুমদার 



আমার বই দ্বিতীয় শ্রেণী বাংলা হাতির মা লীলা মজুমদার সকল প্রশ্নের উত্তর

WBBPE Amar Boi Bengali Class 2 Hatir Ma Lila Majumdar 

Hatir Maa By Lila Majumdar

হাতির মা, লীলা মজুমদার 

হাতেকলমে

১. নীচের প্রশ্নগুলির উত্তর লিখি :

১.১ বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়?

উত্তরঃ নদী বা পুকুরের ধারে এসে জল খায়। 

১.২ কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয়?

উত্তরঃ যাতে দিনের আলোয় জল খেতে আসতে না হয়, কারণ দিনের আলোয় শত্রুদের ভয় থাকে। 

১.৩ কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়?

উত্তরঃ ভোরবেলা এবং সন্ধ্যাবেলা। 

১.৪ শরীরে নুনের চাহিদা জন্তুরা কীভাবে মেটায় ?

উত্তরঃ নোনা পাথরে জিভ দিয়ে চেটে নুনের চাহিদা মেটায়। 

১.৫ ক্যামেরাম্যানের শখটি কী?

উত্তরঃ কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। 

১.৬ বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন?

উত্তরঃ জল খাওয়ার জন্য। 

১.৭ হাতিদের কাণ্ডকারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিলেন?

উত্তরঃ গাছে উঠে বসেছিল। 

২. গল্পটি থেকে যুক্তব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি। সেই যুক্তব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি।

উত্তরঃসন্ধ্যা - ন্ধ - অন্ধ।

জঙ্গল - ঙ্গ - মঙ্গল। 

শত্রু - ত্রু - মিত্র। 

৩. ‘ঙ্গ' বসিয়ে লিখি :


জ  ঙ্গ  ল,


দ ঙ্গ ল,


অ ঙ্গ ন,


প্রা ঙ্গ  ণ।


৪. বিপরীত অর্থের শব্দ লিখি :


উপযুক্ত = অনুপযুক্ত। 


পিছনে = সামনে। 


বুড়ো = জোয়ান। 


তফাত = কাছে।  


৫. বাক্য রচনা করি : 

হাতি = হাতি বড়ো জন্তু।

মা = প্রত্যেক মা- ই স্নেহপ্রবন। 

প্রকাণ্ড = প্রকাণ্ড বট গাছের তলায় বুড়ি বাস করত। 

মুহূর্ত = প্রতিটি মুহূর্ত দামী। 

গর্ত = জঙ্গলে বড়ো গর্ত খোঁড়া হয়েছিল। 

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post