পদত্যাগ পত্র লেখার নমুনা কপি বাংলায় |
পদত্যাগ পত্র লেখার নমুনা কপি বাংলায়
পদত্যাগ পত্র লেখার নিয়ম
পদত্যাগ পত্র
ইস্তফা পত্র
Resignation Letter sample in Bengali
Resignation Letter
পদত্যাগ পত্র এর জন্য আবেদন পত্র
To
The Principal
Goldmine Child Academy
Rampurhat, Birbhum
(বিষয়- চাকুরী হইতে পদত্যাগ এর জন্য আবেদন পত্র)
$ads={1}
মহাশয়/মহাশয়া,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নে স্বাক্ষরকারী রিজুয়ান হোসেন (নিজের নাম লিখবেন) দীর্ঘদিন যাবৎ আপনার প্রতিষ্ঠানে একজন সহ-শিক্ষক (মহিলারা সহ- শিক্ষিকা লিখবেন) হিসাবে কর্মরত আছি, কিন্তু বর্তমানে পারিবারিক বা ব্যাক্তিগত সমস্যার কারণে (অন্য কারণ থাকলে লিখবেন) এখন আমার আর কাজ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সজ্ঞানে, আপন ইচ্ছায় আগামী শিক্ষাবর্ষে/আগামী বর্ষে আর আপনার প্রতিষ্ঠানে কাজ করতে পারছি না, তাই পদত্যাগ করতে চাই।
অতএব, মহাশয়/মহাশয়ার প্রতি আমার আকুল আবেদন আমার পদত্যাগ পত্র গ্রহণ করিয়া উক্ত পদ হইতে অব্যাহতি দিলে চির-কৃতজ্ঞ থাকিব।
তারিখঃ
মোবাইল নংঃ
ইতি
ধন্যবাদান্তে
(নিজ নাম সহি করিবেন)
$ads={2}
To
The Principal
Goldmine Child Academy
Rampurhat, Birbhum
[Subject- Application for Resignation from Service]
Sir / Madam
With due respect, I the undersigned Rijuan Hossain (write my name) have been working as a co-teacher (women write co-teacher) in your institution for a long time, but at present due to family or personal problems (if any other reason please write ) Now I can't work anymore. In such a situation, I am not able to work in your institution for the next academic year/next year, knowingly, voluntarily, so I want to resign.
Therefore, I would be eternally grateful if you accept my resignation letter and release me from the post.
Sincerely
Rijuan Hossain