![]() |
Class 10 Ganit Prakash | Math | Akchol Bishisshtio Dbighat Somikoron |
Class 10 । Ganit Prakash | Math | Akchol Bishisshtio Dbighat Somikoron | দশম শ্রেণি | গণিত প্রকাশ । একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং তার সমাধান
Class 10 । Ganit Prakash | Math | Akchol Bishisshtio Dbighat Somikoron
Math Class 10
Akchol Bishisshtio Dbighat Somikoron
Gonit Class 10
একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ
একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ:
আজকে আমরা শিখব একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? আর এই সমীকরণের সমাধান কিভাবে করতে হয়?
Answer- এক চল এই কথাটির অর্থ হচ্ছে জাতি বা প্রকরণ একপ্রকার।
দ্বিঘাত শব্দটির অর্থ হচ্ছে যে চোয়াল বা প্রকরণের ঘাত দুই।
ইংরেজিতে এই ঘাতকে বলা হয় Power.
যেমন- x2, Y2, a2
আবার অন্যভাবে বলা চলে:
যে সমীকরণকে ax2 + bx + c = 0 আকারে লেখা যায়, যেখানে a, b,c বাস্তব সংখ্যা এবং a তাকে একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়।
যেমন পাঠ্য বইয়ে দেওয়া রয়েছে-
(1)ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পারা হয়েছে। ধ্রুবদের বাগান থেকে মোট 132 নারকেল পাড়া হলো। কিন্তু ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল কিভাবে পাব?
উত্তর- উপরে দেওয়া আছে নারকেল এবং নারকেল মোট সংখ্যা অথচ সেখানে নারকেলের গাছ ছিল সেটি দেওয়া নেই তাই আমাদেরকে অংকের ভাষায় চিঠি সমাধান করতে হবে।
ধরি, ধ্রুবদের বাগানে x টি নারকেল গাছ ছিল।
প্রতিটি গাছ থেকে নারকেল পারা হয়েছে (x+1)টি ।
মোট নারকেলের সংখ্যা = x(x+1)টি
শর্তানুসারে,
অতএব, x(x+1) =132
Link All Subject
বাংলা
ইতিহাস
ভূগোল
প্রাণী হরমোন | Animal Hormone
Fable Question Answer | Class X English | English For Madhyamik WBBSE
The Environment and its Components | পরিবেশ ও ইহার উপাদান
Link For Another Class
Class 8 Ganit Prabha Mathematics | গণিত অষ্টম শ্রেণীর গণিতপ্রভা
Class 9 Math Ganit Prakash | গণিত নবম শ্রেণীর গণিত-প্রকাশ
Class 11 English | Meeting at Night | কবিতার বাংলা অর্থসহ সমস্ত প্রশ্নের উত্তর
Shall i compare thee to a summer’s day? Question Answer | Class 12 English | English For Higher Secondary
আমরা পরবর্তী পাঠ অর্থাৎ দ্বিতীয় পাঠ তোমাদের জন্য নিয়ে আসব এই পূর্বপাঠ আলোচনার পরবর্তী অংশ ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাইটের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখ ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমাদের সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে থাকে।