![]() |
Class 8 Ganit Prabha Mathematics |
Digital Porasona ওয়েবসাইটে তোমরা তোমাদের স্নেহের, আদরের ভাই বোন এবং শ্রদ্ধেয় দাদা, দিদি এবং বন্ধু-বান্ধবদের অর্থাৎ নার্সারি, হইতে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, সহজ-সরল, যথোপযুক্ত, মার্জনীয় ভাষায় উত্তর পাবে এখানে।
তাহলে চলো আর দেরি না করে বিষয়বস্তুটা অর্থাৎ ক্লাস সেভেন টেক্সটবুক মাথামেটিকস Class 8 Ganit Prabha Mathematics এর সমাধান করি। আজকে প্রথম অধ্যায়ের পূর্বপাঠ আলোচনা, প্রথম পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব।
Class 8 Ganit Prabha Mathematics | গণিত অষ্টম শ্রেণীর গণিতপ্রভা
Class 8 Ganit Prabha Mathematics Part 1
Mathematics Part 1 Class 8
আমি ও তথাগত প্রথম শ্রেণীর ঘর মেরামত করতে কত খরচ পড়বে হিসাব করি।
1.মেপে দেখি প্রথম শ্রেণীর ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। প্রতি বর্গমিটারে 55 টাকা হিসেবে ওই ঘরের মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি।
প্রথম শ্রেণীর ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে দেখি।
ওই ঘরের মেঝের ক্ষেত্রফল (________ ×_______) বর্গমিটার
= _______বর্গমিটার।
=( দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার
=(5 × 4) বর্গমিটার
= 20 বর্গমিটার।
অতএব, ওই ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে (_______ × ______) টাকা
= _______টাকা।
উত্তর-
ওই ঘরের মেঝে 1 বর্গমিটার সিমেন্ট করতে খরচ হয় 55 টাকা
তাহলে, ওই ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে= (20 × 55) টাকা
= 1100 টাকা
2. ওই প্রথম শ্রেণীর ঘরে 2 মিটার × 1.4 মিটার মাপের একটি দরজা এবং 1.3 মিটার × 1.2 মিটার মাপের দুটি জানালা আছে। প্রতি বর্গমিটারে 42 টাকা হিসাবে ওই ঘরের 2 টি জানালা ও ওই একটি দরজা রং করতে কত খরচ পড়বে দেখি।
প্রথমে ওই ঘরের একটি দরজা ও একটি জানালার ক্ষেত্রফল হিসাব করি।
ওই ঘরের দরজার ক্ষেত্রফল 2 মিটার × 1.4 মিটার =2.8 বর্গমিটার।
ওই ঘরের একটি জানালার ক্ষেত্রফল 1.3 মিটার × 1.2 মিটার
= _________ বর্গমিটার।
উত্তর- ওই ঘরের একটি জানালার ক্ষেত্রফল=( 1.3 মিটার × 1.2 মিটার) বর্গমিটার
= 1.56 বর্গমিটার।
দুটি জানালার ক্ষেত্রফল 2 ×1.56 বর্গ মিটার=3.12 বর্গমিটার।
একটি দরজা ও 2 টি জানালার মোট ক্ষেত্রফল=(2.8 × 3.12) বর্গ মিটার
=5.92 বর্গমিটার।
প্রতি বর্গমিটারে 42 টাকা হিসাবে দরজা ও জানালা গুলি রং করতে মোট খরচ হবে=_______ × ______
টাকা
=________ টাকা।
উত্তর-ওই ঘরের দরজা ও জানালা গুলি রং করতে মোট খরচ হবে =(মোট ক্ষেত্রফল × 42) টাকা
= (5.92 × 42) টাকা
= 248.64 টাকা।
Link