![]() |
Application |
সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা প্রায়শই দরখাস্ত লিখতে হিমশিম খাই এবং অন্যের সাহায্যের প্রত্যাশা করি, কিন্তু আমরা সেই সমস্যার সমাধানের জন্য
বিভিন্ন রকম পত্ররচনার সম্ভার নিয়ে
তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা “অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের
কাছে আবেদন পত্র" এর (Leave application in Bengali) নমুনা কপি নিয়ে উপস্থিত হয়েছি। চলো আর দেরি না করে পত্র লেখা শিখি।
$ads={2}
মাননীয় প্রধান শিক্ষক মহাশয়,
আয়াস হাই স্কুল (উঃ মাঃ)
আয়াস, বীরভূম(পঃ বঃ)
[ বিষয়: ছুটি মঞ্জুরের জন্য আবেদন পত্র ]
মহাশয়/মহাশয়া,
অধীনের বিনীত নিবেদন এই যে, আমি ইরফান হাবিব আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর “ক” বিভাগের ছাত্র। আমি গত এগারো দিন যাবৎ শারীরিক অসুস্থতায়(টাই ফয়েড) ভুগেছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার কিছুদিন বিশ্রামের প্রয়োজন ছিল। তাই গত ৯ ই এপ্রিল থেকে ১৯ই এপ্রিল পর্যন্ত মোট ১১ দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি।
তাই আপনার প্রতি আমার একান্ত অনুরোধ এই যে, আপনি দয়া করে আমার উক্ত ওই দিন গুলির ছুটি মঞ্জুর করিলে সদয় মার্জি হয়।
$ads={1}
ইতি
আপনার একান্ত অনুগত ছাত্র
ইরফান হাবিব
শ্রেণী: সপ্তম
বিভাগ: “ক”
রোল নং-৫
যদি তোমরা কোনো প্রতিষ্ঠানে
আবেদন পত্র লিখতে গিয়ে সমস্যার সম্মুখীন হও তবে আমাদের Inbox-এ comment করে
জানাতে পারো। আমরা তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর প্রদানে সদা তৎপর থাকব।
$ads={2}
আমাদের Article ভালো লাগলে লাইক, শেয়ার ও Subscribe করতে পারো। যাতে তোমাদের অনুপ্রেরনাকে পাথেয় করে আরো নিত্যনতুন বিষয়ের উপর সহজতর, বোধগম্য ও চিত্তাকর্ষক লেখনী নিয়ে হাজির হতে পারি। ততক্ষন তোমরা সুস্থ থাকো, ভালো থেকো এবং এভাবেই পড়তে থাকো।
ধন্যবাদ
Thank
ReplyDeleteপা ভাঙ্গার কারণে কলেজ যেতে না পারায় exam এর খাতা আমার বন্ধুকে দিয়ে পাঠালাম জমা নেয়ার জন্য একটা application বলে দাও
ReplyDelete