![]() |
Fable Question Answer | Class X English | English For Madhyamik WBBSE |
নমস্কার সুপ্রিয়
শিক্ষার্থীরা Welcome to Digital Porasona, আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো এবং
তোমাদের পড়াশোনা যথারীতি ভালোই চলছে। আজকে আমরা এই Article এ Class X
এর
পাঠ্যাংশ Fable এর বঙ্গানুবাদ, শব্দার্থ ও সমস্ত প্রশ্ন-উত্তর
সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। Fable Question Answer এর সমস্ত প্রশ্নোত্তরগুলি আসন্ন
মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই Article টি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল। তাছাড়া
তোমাদের বোঝার সুবিধার্থে এই Article টিকে Video আকারেও উপস্থাপন করেছি। তো আর সময় নষ্ট
না করে আমাদের আলোচনা শুরু করা যাক।
Fable Question Answer | Class X English | English For Madhyamik WBBSE
এর আগে আমরা
Father’s Help এর Unit-1, Unit-2 এবং Unit-3 এর পাঠ, বঙ্গানুবাদ, শব্দার্থ ও প্রশ্নোত্তর
নিয়ে বিস্তারে আলোচনা করেছি। এই Article টি পড়ার আগে
Father’s Help এর Unit-1, Unit-2 এবং Unit-3 অবশ্যই পড়ো।
👉 Father’s Help Unit 1 Question Answer
👉 Father’s Help Unit 2 Question Answer
👉 Father’s Help Unit 3 Question Answer
Fable by Ralph
Waldo Emerson
About Ralph
Waldo Emerson:
Ralph Waldo Emerson (1803-1882) was an American
essayist, lecturer, and poet. His famous poems include ‘Concord Hymn' and ‘Brahma’.
The poem describes a conversation between the
squirrel and the mountain. The squirrel points out that in this world every
being, living or non-living, big or small, have their individual reasons for
existence.
Text:
The mountain and the squirrel
Had a quarrel:
And the former called the
latter ‘Little Prig.’
Bun
replied,
‘You are doubtless very big;
But all sorts of things
and weather
Must be taken in
together,
To make up a year
And a sphere.
And I think it no disgrace
To occupy my place.
If I’m not so large as
you,
You are not so small as
I,
And not half so spry.
I’ll not deny you make
A very pretty squirrel track;
Talents
differ; all is well and wisely put;
If I cannot carry forests on my back,
Neither can you crack a nut.
বঙ্গানুবাদ
পাহাড় এবং
কাঠবেড়ালির
মধ্যে ঝগড়া
হয়েছিল;
এবং আগের জন
পরের জনকে বলেছিল “পুঁচকে নীতিবাগীশ”
কাঠবেড়ালি
উত্তর দিয়েছিল
তুমি নিঃসন্দেহে
খুবই বড়ো;
কিন্তু সব
কিছু এবং আবহাওয়া
নিয়েই একসঙ্গে
গঠিত হয় একটা বছর
এবং পৃথিবী
এবং আমি মনে
করি এটা লজ্জার বিষয় নয়
নিজের স্থানে
থাকা।
যদিও আমি তোমার
মতো বড়ো নই,
তুমিও তো আমার
মতো ছোটো নও,
এবং আমার থেকে
অর্ধেকও প্রাণবন্ত নও।
আমি অস্বীকার
করব না
তুমি কাঠবেড়ালিদের
জন্য সুন্দর রাস্তা তৈরি করে দাও;
প্রতিভার রকমফের
আছে; সবই ভালো এবং বিবেচার সহিত গ্রহন করতে হবে;
যদিও আমি আমার
পিঠে করে জঙ্গল না বইতে পারি,
তুমিও তো পারো
না একটি বাদাম ভাঙতে।
Word
Note:
✅ Quarrel (noun)- ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব, কলহ।
✅ Prig (noun)- দাম্ভিক।
✅ Bun (noun)- ছোটো গোলাকৃতি মিষ্টি কেক।
যেহেতু কাঠবেড়ালির গোলাকৃতি লেজ আছে, তাই এখানে কাঠবেড়ালিকে Bun বলে উল্লেখ করা হয়েছে। {alertInfo}
✅ Replied (verb; past tense of reply)- উত্তর দিল।
✅ Doubtless (adjective)- নিঃসংশয়ে,
নিঃসন্দেহে।
✅ Weather (noun)- আবহাওয়া।
✅ Sphere (noun)- গোলক, ভূগোলক।
এখানে Sphere মানে পৃথিবীকে বোঝানো হয়েছে। {alertInfo}
✅ Disgrace (noun)- অসম্মান, অপমান, লাঞ্ছনা।
✅ Occupy (verb)- স্থান দখল করা।
✅ Spry (adjective)- প্রাণবন্ত,
চটপটে, প্রাণোচ্ছল।
✅ Deny (verb)- অস্বীকার করা।
✅ Pretty (adjective)- সুন্দর।
✅ Track (noun)- পথ, রাস্তা।
✅ Talents (noun)- প্রতিভা, মেধা, বুদ্ধিমত্তা,
কর্মদক্ষতা।
✅ Differ (verb)- পার্থক্য, ভিন্ন।
✅ Wisely (adverb)- বিজ্ঞতার সঙ্গে, বুদ্ধিমানের
মতো।
✅ Carry (verb)- বহন করা।
✅ Crack (verb)- ফাটল ধরানো, ভাঙা।
Fable Question Answer | Class X English | English For Madhyamik WBBSE
Question
from text:
Comprehension Exercises
1. Choose the correct alternative to complete
the following sentences:
(a) The quarrel was between the mountain and
the
(i) rabbit
(ii) rat
(iii) cat
(iv) squirrel
Answer: (iv) squirrel.
The quarrel was between the mountain and the squirrel.
(b) Bun has no doubt that the mountain is
(i) small
(ii) big
(iii) noble
(iv) kind
Answer: (ii) big.
Bun has no doubt that the mountain is big.
(c) Unlike a mountain, a squirrel can crack a
(i) nut
(ii) joke
(iii) stone
(iv) lock
Answer: (i) nut.
Unlike a mountain, a squirrel can crack a nut.
2. State whether the following statements are True or False. Provide sentences/ phrases/ words in support of your answer:
(a) The mountain called the squirrel ‘’Little
Bun’’. False
Supporting statement: The
former (mountain) called the latter (squirrel) “Little Prig.”
(b) The squirrel is sprier than the mountain. True
Supporting statement: You
(mountain) are not so small as I (squirrel), and not half so spry.
মনে রাখতে হবে, Sprier হল spry (প্রাণবন্ত, প্রাণোচ্ছল, চটপটে) শব্দের Comparative Degree. Comparative Degree লেখার সময় আমরা Than নামক Conjunction ব্যবহার করি।{alertInfo}
(c) The mountain can carry forests on its back.
Supporting statement: If
I (squirrel) cannot carry forest on my back neither can you (mountain) crack a
nut.
3. Answer the following questions:
(a) Who had a quarrel
with the squirrel?
Answer: The mountain had
a quarrel with the squirrel.
(b) What is not a
disgrace to the squirrel?
Answer: To occupy his
place is not a disgrace to the squirrel.
(c) What is it that the
squirrel doesn’t deny?
Answer: The squirrel
doesn’t deny that the mountain makes a very pretty squirrel track.
Grammar in use
4. Replace the underlined words with suitable
phrasal verbs from the list given below. Change the form of verbs where
necessary. There is one extra phrasal verb in the list:
List Phrasal Verbs:
✅ Turn down- প্রত্যাখ্যান করা, বাতিল করা, নাকচ
করা, খারিজ করা।
✅ Come over- জয়লাভ করা, জয়ী হওয়া।
✅ Put up with- সহ্য করা, বরদাস্ত করা।
✅ Come across- হঠাৎ সাক্ষাৎ করা।
(a) Rabi met his friend in the park.
Answer: Rabi came across his friend in the park.
(b) Tanushree cannot tolerate cruel
behaviour to animals.
Answer: Tanushree cannot put up with cruel behaviour to animals.
(c) His proposal was rejected.
Answer: His proposal was turned down.
5. Change the voice of the following sentences:
(a) Lock the door. (Active Voice)
Answer: Let the door be locked. (Passive Voice)
(b) Ashim knows the solution to this problem.
(Active Voice)
Answer: The solution to this problem is known
to Ashim. (Passive Voice)
(c) I had written a letter. (Active Voice)
Answer: A letter had been written by me. (Passive
Voice)
Writing activities
7. Write a paragraph (within 100 words) on the benefits of early morning exercises.
Also read:
👉 Father’s Help Unit 1 Question Answer
👉 Father’s Help Unit 2 Question Answer
👉 Father’s Help Unit 3 Question Answer
Some
extra questions:
(a) What is a fable?
Answer: A fable is a short story with animal
and lifeless characters and conveys a moral at the end.
(b) Who had a quarrel in the poem Fable?
Answer: The mountain had a quarrel with the
squirrel in the poem Fable.
(c) Who is the author of the poem Fable?
Answer: Ralph Waldo Emerson is the author of
the poem Fable.
(d) What did the mountain call the squirrel?
Answer: The mountain called the squirrel
“Little Prig”.
(e) What is not a disgrace to the squirrel?
Answer: It is not a matter of disgrace to the
squirrel that he is a small creature in size and occupy a small place on the
Earth.
(f) What does the squirrel say about the
mountain?
Answer: According to the squirrel, the mountain
is doubtlessly very big but not spry.
আশা করছি উপরিউক্ত
সমস্ত প্রশ্নোত্তর ও শব্দার্থ তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ।
এই Article টি সম্পর্কে যদি তোমার কোনো মতামত থেকে
থাকে, নীচে Comment এর মাধ্যমে
আমাদের অবশ্যই জানাও।
এই Article টি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের
সঙ্গে অবশ্যই Share করো।
ভালো থাকো,
সুস্থ থাকো এবং এভাবেই পড়তে থাকো।
ধন্যবাদ।