![]() |
প্রাণী হরমোন |
প্রিয় শিক্ষার্থীরা আশা করি, তোমরা সকলেই সুস্থ ও ভালো রয়েছো। সারাবিশ্বে Corona Virus Disease-19 মহামারীর কারণে সমস্ত সরকারি, বেসরকারি নার্সারি, প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শিক্ষা কেন্দ্রবন্ধ রয়েছে, তাই অনেক মেধা শিক্ষার্থীরা তাদের পড়াশোনাকে সঠিকমত এগিয়ে নিয়ে যেতে পারছে না এবং সঠিকভাবে তারা তাদের পাঠ্য বিষয় বুঝে উঠতে পারছে না, সঠিক শিক্ষকের শিক্ষাদানের অভাবে। তাই আমরা ছাত্র-ছাত্রীদের এই সমস্যাটাকে দূর করার জন্য এগিয়ে এলাম আমাদের Website Digital Porasona জ্ঞান ভান্ডারের মাধ্যমে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসাবাদ ও তার সমাধান নিয়ে।
Digital Porasona-তে তোমরা পেয়ে যাবে, এখানে West Bengal Primary Board of Education, West Bengal Board of Secondary Education and West Bengal Council of Higher Secondary Education সমস্ত শ্রেনীর নার্সারি হইতে দশম সমস্ত বিষয়ের সহজ-সরল ভাষায় পাঠ্য পুস্তকের আলোচনা, ব্যাখ্যা, Very Important Point Note, পাঠ্য প্রশ্ন উত্তর পর্ব এবং অতিরিক্ত প্রশ্ন উত্তর পর্ব। বাংলার একমাত্র অন্যতম শিক্ষা মূলক ওয়েবসাইট Digital Porasona. তোমরা এখানে পাবে বিভিন্ন লেখকের ও সরকার দ্বারা অনুমোদিত ও পেরিত প্রশ্ন পত্র অথবা Question Bank-এর সমাধান। এছাড়াও তোমরা পাবে Previous Year Question Paper-এর Answer Sheet বা বিগত কয়েক বছরের মাধ্যমিক প্রশ্ন পত্রের সমাধান।
আমরা এখানে দশম শ্রেণীর Hormone | হরমোন অধ্যায়ের দ্বিতীয় পর্ব প্রাণী হরমোন
তবে চলো আর সময় অপচয় না করে, সময়কে কাজে লাগায় এবং আমরা নিজো পাঠে মনোনিবেশ করি।
{tocify}$title={Table of Contents}
Description of Animal Hormone
Hormone Part 2 | হরমোন পর্ব-২
প্রাণী হরমোন | Animal Hormone
প্রাণী হরমোন (Animal Hormone)
প্রাণী হরমোন(Animal Hormone) কি ?
উত্তর-প্রাণীর
দেহের বিভিন্ন তন্ত্র, গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় বা প্রাণীর দেহে
যে সমস্ত হরমোন লক্ষ্য করা যায়, যার সাহায্যে প্রাণীর জীবনের সমস্ত প্রয়োজনীয় দৈহিক
চাহিদা পরিপূর্ণ হয় ও বিকাশ ঘটে। শারীরিক
অঙ্গ-প্রত্যঙ্গের বৃদ্ধি পরিপূর্ণভাবে হয় এবং অঙ্গ-প্রত্যঙ্গের
পরিপূর্ণ বিকাশ ঘটে তাকে প্রাণী হরমোন বলে।
যেমন-টেস্টোস্টেরন হরমোন, অক্সিটোসিন হরমোন, LSH হরমোন ইত্যাদি। এছাড়াও রয়েছে থাইরয়েড হরমোন, ইনসুলিন হরমোন ইত্যাদি।
প্রাণী হরমোনের উৎস কোথায়? (What are the sources of animal hormones?)
অথবা
প্রাণী হরমোন এর উৎস স্থল গুলি লেখ। (Write the source of animal hormones)
অথবা
প্রাণী হরমোন দেহের কোথা থেকে উৎপত্তি হয়? (Where animal hormones are secreted from the body)
উত্তর- প্রত্যেক হরমোন এর একটি নির্দিষ্ট উৎপত্তি স্থল থাকে বা হরমোন কোন না কোন গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে। হরমোন, যে গ্রন্থি থেকে বা যে অঙ্গ সমূহ থেকে বা যে অংশ থেকে থেকে উৎপত্তি লাভ করে বা ক্ষরিত হয় তাকে ঐ হরমোনের উৎস স্থল বলা হয়।
প্রাণী হরমোনের উৎস (The source of animal hormone):
প্রাণীদের হরমোন প্রধানত অনাল গ্রন্থি বা অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত বা উৎপত্তি লাভ করে।
এগুলি মেরুদন্ডী প্রাণীর দেখা যায়। আর, অমেরুদন্ডী প্রাণীদের গ্রন্থিতে অবস্থিত নিউরোসেক্রেটরি কোষ থেকে হরমোন নিঃসৃত হয় বা ক্ষরি হয়।
*প্রাণীদের নিউরোসেক্রেটরি কোষ থেকে নিঃসৃত হরমোন কে নিউরো হরমোন বলা হয়।
স্থানীয় হরমোন বা (Local hormone)কাকে বলে ?
উত্তর–যে সকল হরমোন উৎপত্তি স্থলই ক্রিয়া সম্পন্ন করে বা উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে না গিয়ে ঐ স্থানে ক্রিয়া করে, তাদেরকে বা সেই হরমোনকে স্থানীয় হরমোন বলা হয়।
উদাহরণ- টেস্টোস্টেরন হরমোন, ডিকাইনিন হরমোন, অ্যাসিটাইল হরমোন ইত্যাদি।
বৈশিষ্ট্য (Features):
1) স্থানীয় হরমোনের পরিমাণ খুব কম।
2) স্থানীয় হরমোন উৎপত্তিস্থলে ক্রিয়া করে।
3) এই হরমোন স্থলে না গিয়ে উৎস স্থলে কার্য সম্পন্ন করে।
উদ্দীপক হরমোন (Tropic Hormone):
প্রাণীদেহে যেসকল হরমোন কোন এক একটি
অনাল গ্রন্থি থেকে উৎপত্তি হয়ে অন্য একটি অনাল গ্রন্থি কে, হরমোন নিঃসরণে বা ক্ষরণের জন্য উদ্দীপ্ত করে সেই সব
হরমোনকে বা তাদেরকে উদ্দীপক বলা হয়।
Photo
মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা ছবি
যেমন- পিটুইটারি থেকে নিঃসৃত হয়-
১.TSH বা
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে।
এছাড়াও ২.ACTH, ৩.FSH, ৪.LH ইত্যাদি ট্রপিক হরমোনের উদাহরণ।
মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি তাদের অবস্থান এবং তা থেকে নিঃসৃত হরমোন গুলি নাম লেখ?
পিটুইটারি (Pituitary) গ্রন্থি: মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে
সবথেকে গুরুত্বপূর্ণ গ্রন্থি হল পিটুইটারি গ্রন্থি।
করোটিতে স্ফেনয়েড অস্থির সেলা-টার
কর্সিকা প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থিত।
ক) অগ্রভাগ থেকে
যে সমস্ত হরমোন নিঃসৃত হয় সেগুলি হল-
STH➡Somatotropic Hormone(সোমাটোট্রফিক হরমোন)
TSH➡
Thyroid-Stimulating Hormone ( থাইরয়েড
স্টিমুলেটিং হরমোন)
GH➡ Growth Hormone (গ্রোথ হরমোন )
LTH➡Luteotropic Hormone (লিউটোট্রপিক হরমোন)
FSH➡Follicle Stimulating Hormone( স্টিমুলেটিং হরমোন)
LH➡Luteinizing Hormone লিউটিনাইজিং হরমোন
ICSH➡Interstitial-Cell-Stimulating Hormone( ইন্টারস্টিশিয়াল স্টিমুলেটিং হরমোন)।
১) MSH,
২) ইন্টারমিডিন।
১) অক্সিতোসিন, ২) ADH, ৩) ভেসোপ্রেসিন।
অবস্থান(Location): মানবদেহের ওপরের অংশের মধ্যে অবস্থিত গলার স্বরযন্ত্রের নীচে শ্বাসনালীর সামনে অবস্থিত এই থাইরয়েড গ্রন্থিটি। আবার অন্যভাবে বলা যায়, মানবদেহের গ্রীবাদেশে ল্যারিংক্সের নিচে ট্রাকিয়ার দু'পাশে থাইরয়েড অন্ত:ক্ষরা গ্রন্থটি অবস্থিত।
নিঃসৃত হরমোন সমূহ: থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয়, সেগুলি হল-
ক) T3, ট্রাইআয়োডো
থাইরোনিন।
খ) থাইরক্সিন T4, এবং গ) ক্যালসিটোনিন ইত্যাদি।
অবস্থান: ইহা
থাইরয়েড গ্রন্থির পাদদেশে অবস্থিত।
নিঃসৃত হরমোন: প্যারাথাইরয়েড
থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তা হলো প্যারাথরমোন।
C) হাইপোথেলামাস (Hypothalamus): ইহা অন্তঃক্ষরা গ্রন্থি। এটি
একটি অন্তঃক্ষরা গ্রন্থি।
অবস্থান: মানব
শরীরের অগ্রভাগের বা মস্তিষ্কের অঞ্চলের নিচে অবস্থিত।
নি:সৃত
হরমোন: হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয়, সেগুলি
হল- MRH, PRH, GHRH, SDH, CRH।
D) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
(Islets of Langerhans): এটি একটি মানব শরীরের অন্তঃক্ষরা গ্রন্থি।
অবস্থান: নিঃসৃত
হরমোন: এই গ্রনথি থেকে যেসব হরমোন নিঃসৃত হয়, সেগুলি হল ইনসুলিন
এবং গ্লুকাগন।
E) অ্যাড্রেনালিন (Adrenaline): অ্যাড্রেনালিন বা সুপ্রারেনাল গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি।
মানব
শরীরের প্রতিটি বৃক্ষের উপরে মোট দুটি অ্যাড্রিনালিন গ্রন্থি।
নিঃসৃত হরমোন: গ্রন্থি
থেকে অ্যাড্রিনালিন এবং নন- অ্যাড্রিনালিন গ্রন্থি নিঃসৃত হয়।
F) ডিম্বাশয় (Ovary): প্রাণের স্ত্রীদেহের অবস্থানকারী অন্তঃক্ষরা গ্রন্থি হল ডিম্বাশয়।
অবস্থান: স্ত্রীদেহের এই দুটি গ্রন্থি অবস্থিত।
নিঃসৃত ক্ষরিত হরমোন: ডিম্বাশয়
গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, সেগুলি হল- প্রোজেস্টেরন
এবং ইস্ট্রোজেন হরমোন।
G) শুক্রাশয় গ্রন্থি
(Testicular gland): প্রাণিজগতের
কেবলমাত্র পুরুষ জাতির শুক্রাশয় পাওয়া যায় বা শুক্রাশয় বিদ্যমান।
অবস্থান: পুরুষ
দেহের দেহের পেটের বা উদরের নীচে স্ক্রোটাম নামক থলির মধ্যে শুক্রাশয় গ্রন্থি দুটি অবস্থিত।
নিঃসৃত হরমোন: শুক্রাশয়
থেকে স্ট্যাটাস এবং হরমোন নিঃসৃত হয়।
H) অগ্ন্যাশয় (Pancreas): শরীরের
মধ্যে মধ্যভাগে অবস্থিত গ্রন্থি গুলির মধ্যে অগ্ন্যাশয় একটি অন্যতম গ্রন্থি ।
অবস্থান: এটি
গহবরের পাকস্থলীর সঙ্গে অনুপ্রস্থ ভাবে অবস্থিত।
নিঃসৃত হরমোন: অগ্ন্যাশয়
গ্রন্থি থেকে আইলেটস ল্যাঙ্গারহ্যান্স (B) বিটা কোষ থেকে ইনসুলিন গ্লুকাগন
হরমোন নিঃসৃত হয়।
মানবদেহের ক্ষরিত হরমোন গুলির উৎপত্তি বা উৎস, তাদের কাজ উল্লেখ করো-
1. পিটুইটারি (Pituitary): পিটুইটারি গ্রন্থি মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম গ্রন্থি হল পিটুইটারি গ্রন্থি এবং অপরদিকে সবথেকে শক্তিশালী গ্রন্থি। কেবলমাত্র 500 mg, এহা থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়।
কখনো মাত্রায় বেশি ক্ষরণের কারণে যে সমস্ত রোগ গুলি লক্ষ্য করা যায়। সেগুলি হল,থাইরয়েড, বামনত্ব, অতিকায়ত্ব।
তাদের কাজ-বিভিন্ন থাইরয়েড
I) স্টিমুলেটিং হরমোন: থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কে নিয়ন্ত্রণ করে এবং বৃদ্ধিতে সাহায্য করে।
ii) ট্রপিক হরমোন: এই হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি কর্টেক্স অঞ্চল এর কার্যকারিতা কে নিয়ন্ত্রণ করে তার সঙ্গে সঙ্গে বৃদ্ধিতে সাহায্য করে।
iii) গ্রোথ হরমোন: এই হরমোন সাধারণত মানবদেহে বৃদ্ধিতে অর্থাৎ শরীরে অঙ্গ-প্রত্যঙ্গ বৃদ্ধি করায় এর প্রধান কাজ।এই হরমোন কম ক্ষরণের ফলে বা বেশি ক্ষরণের ফলে বিভিন্ন রোগ দেখা যায়, যেমন কম ক্ষরণের ফলে হয় যে সমস্ত রোগ তাদের মধ্যে হল –
ক) বামনত্ব: একটি বামনত্ব রোগ (Dwarfism) ফিজম।
খ) Exaggeration- এই হরমোন বেশি ক্ষরণের ফলে অতিকায়ত্ব বা (Exaggeration) লক্ষ্য করা যায়।
iv) গোনাডোট্রপিক হরমোন: এই ধরনের হরমোন স্ত্রী পুরুষের দেহের জনন বৃদ্ধিতে সাহায্য করে। পুরুষ ও স্ত্রী জনন গ্রন্থি এর কার্যকারিতা কে নিয়ন্ত্রণ বা পরিচালনা করে । এই হরমোন গুলি হল FSH, LH, ICSH, LTH।
v) প্রভু গ্রন্থির ব্যবহারিক প্রয়োগ- ক) দুগ্ধবতী গাভীর দুধের পরিমাণ বাড়ানো হয়।
খ) প্রজননকারী কাজে ব্যবহার করা হয়।
গ) মাছের কৃত্রিম প্রজননের জন্য বা মাছের বৃদ্ধি করার জন্য প্রভু গ্রন্থি ব্যবহার করা হয়।
2. ইনসুলিন থেকে নিঃসৃত হরমোন এবং তাহার কাজ লেখ।
ইনসুলিন (Insulin): যে রস অগ্ন্যাশয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স এর কোষ থেকে নিঃসৃত হয় তাকে ইনসুলিন বলে।
ইনসুলিন (Insulin):
![]() |
ইনসুলিন |
ইনসুলিনের ও অস্বাভাবিক ক্ষরণ অর্থাৎ কখনো কম ক্ষরণ এরং বেশি হয়।
ক) হাইপারগ্লাইসেমিয়া: রক্তে শর্করার পরিমাণ 80 থেকে 100 mg হয় তখন তাকে হাইপারগ্লাইসেমিয়া বলে।
ক) ইনসুলিন
রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে
গেলে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় এবং রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কমে গেলে স্বাভাবিক
রূপে পরিণত করতে সাহায্য করে।
খ) প্রোটিন
ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন বাধা দেয়।
গ) ইনসুলিন
বিশেষ করে গ্লুকোজকে পাইরুভিক এসিডের পরিণত করতে সাহায্য করে।
ঘ) ইনসুলিন
কলা কোষে ভেদ্যতা বাড়িয়ে গ্লুকোজকে গ্রহণে সাহায্য করে।
ঙ) ইনসুলিন
কলা কোষে গ্লুকোজ দহনে সাহায্য করে।
3.থাইরক্সিন (Thyroxine) কোথা থেকে নিঃসৃত হয় ? থাইরক্সিন একটি গুরুত্বপূর্ণ কাজ লেখ?
উৎস: থাইরয়েড
গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরিত হয় নিঃসৃত হয়।
থাইরয়েড গ্রন্থির
![]() |
থাইরয়েড গ্রন্থি |
অবস্থান: গ্রিসে দ্বিতীয় ট্রাকিয়াল রিং হইতে চতুর্থ ট্রাকিয়াল রিং মধ্যে সম্মুখে অবস্থিত।
ইহা অবস্থান করে প্রতিটি খন্ড স্তথমাস যোজক দ্বারা যুক্ত থাকে।
পরিমাণ: থাইরক্সিন গ্রন্থির ওজন প্রায় 20 mgথেকে 25 mg হয়।
থাইরক্সিনের কাজ: থাইরক্সিন মানবদেহে কতগুলো কাজ সম্পন্ন করে, যেমন –
ক) থাইরক্সিন
দেহে অক্সিজেনের ক্রিয়াকে বৃদ্ধি ঘটায়।
খ) থাইরক্সিনের
জন্য দেহের নাইট্রোজেনের
(N2) পরিমাণ বেড়ে যায়।
গ) থাইরক্সিনের
কারণে গতি বৃদ্ধি পায় বা বেড়ে যায়।
ঘ) ইহার
প্রভাবে মৌল বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি পায়।
ঙ) কোসেন মুক্ত হয়ে শর্করা পরিমান শক্তি বাড়িয়ে দেয়।
রোগের লক্ষণ: থাইরক্সিনের অস্বাভাবিক ক্ষরণের ফলে যে সমস্ত রোগ গুলি হয়, কখনো কম থাইরক্সিনের আবার কখনো থাইরক্সিনের বেশি ক্ষরণের ফলে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, যেমন-
ক) ক্রেটিনিজম- থাইরক্সিন স্বল্প ক্ষরণের ফলে এই ধরনের রোগটি দেখা যায়।
ক্রেটিনিজম রোগের লক্ষ্যণ- ক)এটি শিশুদের ক্ষেত্রে দেখা যায়।
খ)এর ফলে শিশুদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, অস্থায়ীভাবে।
গ)শিশুদের শিশু অবস্থা বজায় থাকে।
ঘ)শিশুদের পেট বেড়ে যায় বা পেটের
আকার আগের তুলনায় বৃদ্ধি পায়।
ঙ)B. M. R কমে যায়।
খ) মিক্সিডিমা- থাইরক্সিনের বেশি ক্ষরণের ফলে মিক্সিডিমা রোগ হয়।
মিক্সিডিমা রোগের লক্ষ্যণ- ক)এটি প্রাপ্ত বয়স্কদের লক্ষ্য করা যায়।
খ)যৌন লক্ষণ ব্যাহত হয়।
গ)B. M. R কমে যায় দেহের চুল উঠে যায় রক্তে শর্করার পরিমাণ কমে যায়।
এছাড়াও, ঘ)থাইরক্সিনের বেশি ক্ষরণের ফলে গয়টার বা বিস্ফোরণে চক্ষু, গলগন্ড বৃদ্ধি পায়।
4.অ্যাড্রিনালিন(Adrenaline): মানবদেহের অন্যতম গ্রন্থি হল অ্যাড্রিনালিন গ্রন্থি।
উৎস: অ্যাড্রিনালিন প্রাণীদের অনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে উৎপন্ন হয়।
অবস্থান: দুটি বৃক্কের উপর দুইদিকে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত।
Photo, অ্যাড্রিনালিন ছবি
জরুরীকালীন হরমোন (Emergency Hormone), অ্যাড্রিনালিনকে কেন বলা হয় ?
উত্তর- প্রাণীদের
দেহে অ্যাড্রিনালিন হরমোন দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন এর উপযোগী করে তোলে, তাই
অ্যাড্রিনালিন হরমোন কে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়।
অ্যাড্রিনালিণের কাজ:
ক) Action of Muscle বা পেশিকে উত্তেজিত করে।
খ) Action of Excretery System বা মূত্রের সঙ্গে শর্করা নির্গত হয় এবং ছোট মুদ্রাস্ফীতি
ছোট হয়।
গ) Metabolism (মেটাবলিজম ): এই
হরমোন B. M. R-কে বাড়িয়ে দেয়।
ঘ) ত্বক (Skin): এই
অ্যাড্রিনাল হরমোন আরেকটু সংকোচন দিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ।
ঙ) চক্ষু(Eye): অ্যাড্রিনালিন
হরমোন চোখের তারারন্ধকে বিস্তারিত করে এবং অশ্রু গ্রন্থির নিঃসরণ বাড়িয়ে দেয়।
সংবহন তন্ত্রের উপর ক্রিয়া:
১. রক্ত (Blood) বাহকে সংবহন তন্ত্রের মাধ্যমে বাহিত হওয়া অবস্থায়
রক্তের সংবহন কে সংকুচিত বা ছোট করে রক্তচাপ বৃদ্ধি করে।
২. কার্ডিয়াক
আউটপুট বাড়িয়ে দেয়।
৩. হৃদপিন্ডের
গতি বাড়িয়ে দেয়।
Full form:
1. STH➡Somatotropic Hormone(সোমাটোট্রফিক হরমোন)
2. TSH➡ Thyroid-Stimulating Hormone ( থাইরয়েড স্টিমুলেটিং হরমোন)
3. GH➡ Growth Hormone (গ্রোথ হরমোন )
4. LTH➡Luteotropic Hormone,( লিউটোট্রপিক হরমোন)
5. FSH➡Follicle Stimulating Hormone( স্টিমুলেটিং হরমোন)
6. LH➡Luteinizing Hormone (লিউটিনাইজিং হরমোন)
7. ICSH➡Interstitial-Cell-Stimulating Hormone( ইন্টারস্টিশিয়াল স্টিমুলেটিং হরমোন)।
প্রাণী হরমোন প্রশ্নোত্তর পর্ব
A. নিচের প্রশ্নগুলির
দু এক কথায় উত্তর দাও:
1. প্রাণী হরমোনের উদাহরণ লেখ-
উত্তর- টেস্টোস্টেরন হরমোন।
2.
LTH-এর পুরো অর্থ কি?
উত্তর- লিঊকো ট্রপিক হরমোন।
3. প্রাণী হরমোনের প্রধান উৎস কোথায় ?
উত্তর- অনাল গ্রন্থি।
4. লোকাল হরমোন বা স্থানীয় হরমোনের উদাহরণ লেখ-
উত্তর-টেস্টোস্টেরন, কাইনিন, ফিচার, অ্যাসিটাইল কোলিন।
5. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের দুটি উদাহরণ
দাও।
উত্তর- SCTH, DTH।
6.প্রভু
গ্রন্থি কোন গ্রন্থি কে বলা হয় ?
উত্তর-পিটুইটারি গ্রন্থিকে।
7. থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের একটি উদাহরণ
দাও।
উত্তর-T3 বা
ট্রাই আয়োডো থাইরোনিন।
8. আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত ?
উত্তর-অগ্ন্যাশয়।
9. ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তর-আইলেটস
অব ল্যাঙ্গারহ্যান্স থেকে।
10. প্রভু গ্রন্থিএর ব্যবহারিক প্রয়োগ লেখ একটি।
উত্তর-পিটুইটারি গ্রন্থির গাভীর
দুধের পরিমাণ বৃদ্ধি করার জন্য প্রয়োগ করা হয়।
11. মধুমেহ রোগ বা ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের কারণে
হয় ?
উত্তর-ইনসুলিনের অস্বাভাবিক ক্ষরণের
জন্য মধুমেয় রোগ হয়।
12. প্রাণী
হরমোনের রাসায়নিক উপাদান গুলি কি কি ?
উত্তর- গ্লাইকোপ্রোটিন, পেপটাইড
ও প্রোটিন।
13. ডিম্বাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন গুলির নাম লেখ।
উত্তর-প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন।
14. বামনত্ব রোগ দেখা যায় কোন হরমোনের জন্য ?
উত্তর- Groth Hormone বা
গ্রোথ হরমোন, এস টি এইচ বা স্টিমুলেটিং থাইরয়েড হরমোন স্বাভাবিকের তুলনায়
কম ক্ষরণের কারণে বামনত্ব রোগ দেখা যায়।
15. গলগন্ড রোগ কোন গ্রন্থির কারনে হয় ?
উত্তর- থাইরক্সিনের
কম বা বেশি ক্ষরণের ফলে গলগন্ড রোগ হয়।
B. সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখাও অথবা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তা ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখ-
1) ইনসুলিন কে বলা হয়-(a) মাস্টার
গ্রন্থি (b) অ্যান্টি ডায়াবেটিক (c) ফ্যাট
(d) অক্সিটোসিন ট্রিপসিন।
উত্তর- (b)অ্যান্টি ডায়াবেটিক।
2) কোন হরমোন কোনটি যৌন হরমোন-(a) স্টিমুলেটিং হরমোন (b) লিউটিনাইজিং হরমোন (c) ICSH (d) ইস্ট্রোজেন (ডিম্বাশয় )।
উত্তর- (d) ইস্ট্রোজেন (ডিম্বাশয় )।
3) একটি স্বাভাবিক মানুষের রক্তের শর্করার পরিমাণ- (a) 20mg থেকে
100mg (b) 50mg-150mg
(c) 75 mg থেকে 160 mg (d) 99 mg+থেকে 140 mg.
উত্তর- (d) 99 mg+থেকে 140 mg.
4) বন্ধুত্ব নিবারণের সময় যে হরমোন প্রয়োগ করা হয়- (a)ADH , (b)TSH, (c)HCG, (d)T3
উত্তর- (c)HCG
5) ক্রেটিনিজম রোগটি হয়- (a) প্রাপ্ত বয়স্কদের (b) শিশুদের (c) বৃদ্ধদের (d) প্রত্যেকেরই।
উত্তর- (b) শিশুদের
6) বহির চক্ষু গলগন্ড কে বলা হয়- (a) প্রপটোসিস (b)মেলিটাস (c)ভেসোপ্রেসিন (d)লিপিং।
উত্তর- (a) প্রপটোসিস
7) প্রভু গ্রন্থি বলা হয়- (a) ইনসুলিন (b) পিটুইটারি গ্রন্থি(c) অগ্ন্যাশয় গ্রন্থি (d) থাইরয়েড গ্রন্থি।
উত্তর- (b)পিটুইটারি গ্রন্থি।
8) মিক্সিডিমা রোগ যে বয়সে হয়, থাইরয়েড
গ্রন্থির অল্পক্ষণের জন্য তা হলো- (a) শৈশবে (b) বাল্যকালে
(c) প্রাপ্তবয়স্ক অবস্থায় (d)
বৃদ্ধাবস্থায়।
উত্তর- (c)প্রাপ্তবয়স্ক অবস্থা।
9) কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন নয়- (a) T4 (b) SRH (c) ACTH (d) MSH.
উত্তর- (a)T4 বা টেট্রা আয়োড থাইরোনিন।
10) প্যারাথাইরয়েড গ্রন্থি অবস্থি অবস্থিত- (a) অগ্নাশয় (b)বৃক্ষে (c)পিটুইটারি গ্রন্থিতে (d)থাইরয়েড গ্রন্থি।
উত্তর- (d)থাইরয়েড গ্রন্থি।
11)গ্লুকাগন উৎপন্ন হয়,অগ্ন্যাশয়এর আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সর- (a) A-সেল (b) B-সেল
(C) C-সেল (d) D-সেল।
উত্তর-(a) A -সেল।
12) অতিকায়ত্ব রোগ দেখা যায় যে বয়স কালে- (a) অতি-শৈশব থেকে শৈশব কালে (b) শৈশব ও বয়স্ক কালে (c) শৈশব
ও যৌবন কালে (d) প্রাপ্তবয়স্ক বৃদ্ধকালে।
উত্তর- (c) শৈশব
ও যৌবন কালে।
13) কোনটি প্রাণী হরমোন- (a) অক্সিন (b)জিব্বারেলিন (c)সাইটোকাইনিন (d) গোনাডোট্রপিক
হরমোন।
উত্তর- (d) গোনাডোট্রপিক হরমোন।
14) কোন প্রাণী হরমোন দেহকে বৃদ্ধিতে সাহায্য করে- (a) ইথিলিন (b) ইনসুলিন (c)গ্রোথ হরমোন (d) প্রোক্যারিওটিক হরমোন।
উত্তর- (c) গ্রোথ
হরমোন।
15) কোন হরমোনটি প্রাণী হরমোন নয়-(a) ADH (b)T4 (c)FSH (d) জিব্বেরেলিন।
উত্তর-(d) জিব্বেরেলিন।
C. নিচে উপযুক্ত
শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো-
1) ACTH.................হরমোন।
উত্তর- ট্রাফিক।
2) পিটুইটারি ...............গ্রন্থি।
উত্তর- 2) অন্তঃক্ষরা গ্রন্থি।
3) মানবদেহের শরীরের। গ্রীবায়
................গ্রন্থি অবস্থিত।
উত্তর- 3) থাইরয়েডগ্রন্থি।
4) GHRH................ থেকে নিঃসৃত।
উত্তর- 4) হাইপোথেলামাস।
5) শরীরের প্রতিটি বৃক্কের উপর ...............গ্রন্থি অবস্থিত।
উত্তর- 5) অ্যাড্রেনালিন।
6) ইস্ট্রোজেন ক্ষরিত হয় ...............থেকে।
উত্তর- 6) ডিম্বাশয়।
7)..............থেকে নিঃসৃত গ্লুকাগন হরমোন।
উত্তর- 7) অগ্ন্যাশয়।
8) ...............মাস্টার গ্রন্থি বলা হয়।
উত্তর- 8) পিটুইটারি।
9) মাছের কৃত্রিম প্রজননের জন্য................হরমোন প্রয়োগ করা হয়।
উত্তর- 9 )পিটুইটারি।
10) হাইপারগ্লাইসেমিয়া.................হরমোনের ক্ষরণের ফলে হয়।
উত্তর- 10)ইনসুলিন।
11) গ্লাইকোসুরিয়া সময় রক্তে শর্করার পরিমাণ বেড়ে হয়................।
উত্তর- 11) 180 mg.
12) প্রোটিন ও ................থেকে
ইনসুলিন গ্লুকাগন উৎপনে বাধা দেয়।
উত্তর- 12) ফ্যাট।
13) পরিণত বয়সে STH এর অধিক ক্ষরণের ফলে কপাল নাক চিবুক
আঙ্গুল তাদের স্বাভাবিক বৃদ্ধির ফলে .................রোগ
হয়।
উত্তর- 13) এক্রোমেগ্যালি।
14) আপাতকালীন হরমোন
.................কে বলা হয়।
উত্তর- অ্যাড্রেনালিন।
15) যে গ্রন্থির ক্ষরণ সরাসরি .................মিশে যায় তাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে।
উত্তর- 15) রক্তে।
D. 'A' স্তম্ভের দেওয়া শব্দ বা বাক্যাংশ সঙ্গে
'B' স্তম্ভের দেওয়া বাক্য বা শব্দাংশ সর্বপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক উত্তরটি লেখ।
A, স্তম্ভ
1. হাইপোথ্যালামাস
2. হাইপোফাইসিস
3. ইনসুলিন
4. স্ত্রীদেহে গর্ভাবস্থা বজায় রাখতে
5. গোঁফ,
দাড়ি গজায়
6. ত্বকের ঔজ্জ্বল্য ও সৌন্দর্য বৃদ্ধি পায়
7. উত্তেজনা, ক্রোধ প্রভৃতি অবস্থান মোকাবিলা করে
8. ব্যাঙাচির পূর্ণাঙ্গ ব্যাঙ এ রূপান্তরিত করতে সাহায্য করে
9. অনিদ্রা রোগ, মেজাজ খিটখিটে হয়
10. গোনাডোট্রপিক হরমোন
11. LH লিউটিনাইজিং হরমোন
12. বিস্ফারিত নেত্র
13. পলিডিপসিয়া
14. বহুমূত্র
15. ডায়াবেটিস মেলিটাস
B, স্তম্ভ
a) থাইরক্সিন এর অতিরিক্ত ক্ষরণ
b) বিটা কোষ
c) টেস্টোস্টেরন
d) প্রোজেস্টেরন
e) অ্যাড্রিনালিন হরমোন
f) চক্ষু
g) ইস্ট্রোজেন
h) আক্রান্ত রোগীদের ঘন ঘন মূত্র ত্যাগ, তৃষ্ণা, খুদা এবংমুখ শুকনো হয়ে যাওয়া
i) GHRH, TRH, MRH
j) ডায়াবেটিস ইনসুলিন
k) ADH
l) ACTH, GTH, STH
m) ল্যাকটো ট্রপিন নামে পরিচিত
n) থাইরক্সিন হরমোন
o) মহিলাদের প্রীত গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য
করে
উত্তর-
1➡i
2➡l
3➡b
4➡d
5➡c
6➡g
7➡e
8➡n
9➡a
10➡m
11➡o
12➡f
13➡j
14➡k
15➡h
E. সত্য/ মিথ্যা
যাচাই করে, মিথ্যা হলে
তার সঠিক উত্তরটি লেখ-
1) গোনাডোট্রপিক হরমোন এর উদাহরণ হল GH।
উত্তর- মিথ্যা
(FSHএফ এস এইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন)।
2) গ্লাইকোসুরিয়া এর রক্তের শর্করার পরিমাণ 80mg।
উত্তর- মিথ্যা (180 mg)।
3) এপিনেফ্রন বলা হয় অ্যাড্রিনালিন গ্রন্থি কে
উত্তর- মিথ্যা।
4) থাইরক্সিন কে সংকটকালীন হরমোন বলে।
উত্তর- মিথ্যা (অ্যাড্রিনালিন কে সংকটকালীন জরুরিকালীন হরমোন বলে)।
5) থাইরয়েড গ্রন্থির ওজন 70mg
উত্তর- মিথ্যা (প্রায় 20 থেকে 25 gm)।
6)যকৃতে প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ সৃষ্টিকে নিওগ্লুকোজেনেসিস বলে।
উত্তর- সত্য।
7) ট্রাকিয়ার দুপাশে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ ল্যাঙ্গারহ্যান্স অবস্থিত
।
উত্তর- মিথ্যা (থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থি )।
8) সনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় হরমোন।
উত্তর- মিথ্যা (উৎসেচক)।
9) GnRH- একটি নিউরো হরমো।
উত্তর- সত্য।
10) মাস্টার অফ এন্ডোক্রাইন এন্ড্রোক্রাইন অর্কেস্ট্রা গ্রন্থটি
হল শুক্রাশয়।
উত্তর- মিথ্যা (পিটুইটারি
গ্রন্থিকে মাস্টার অফ এন্ডোক্রাইন বলা হয়)।
11) পিটুইটারি অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোন- ACTH, STH।
উত্তর- মিথ্যা।
12) পিটুইটারির পশ্চাদ্ভাগ থেকে নিঃসৃত হরমোন হল MSH এবং ইন্টারমিডিন ।
উত্তর- মিথ্যা (পিটুইটারি নিঃসৃত হরমোন হাসিন ভেসোপ্রেসিন)।
13) থাইরক্সিন প্রাণীদের বহিঃকঙ্কাল সাহায্য করে।
উত্তর- সত্য (সাপ) ।
14) প্রোজেস্টেরন হল একটি কিটোজেনিক হরমোন।
উত্তর- মিথ্যা (গ্লুকাগন হলো কিটোজেনিক হরমোন)
15) উত্তেজনা কমাতে বা হ্রাস করতে অ্যাড্রিনালিন ব্যবহার করা
হয়।
উত্তর- সত্য।
Link For Another Part of Hormone
Hormone | হরমোন | হরমোনের প্রকারভেদ
প্রাণী হরমোন | Animal Hormone
উদ্ভিদ হরমোন | Plant Hormone
তোমাদের যদি উপরোক্ত প্রশ্ন, ব্যাখ্যা, আলোচনা বুঝতে অসুবিধে হয়, তাহলে তোমরা নিচে Comment Section-এগিয়ে আমাদের খুব শীঘ্রই জানিয়ে দাও। আমরা তার সমাধান নিয়ে তোমাদের সম্মুখে তুলে ধরব আর তোমাদের যদি প্রাণী হরমোন নিয়ে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা Comment Box গিয়ে জানাতে ভুলবে না, আমরা তার উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।