![]() |
সত্যি সোনা পর্ব ১ বাংলা তৃতিয় শ্রেণি | Sottyi Sona Part-1 Bangla |
সত্যি সোনা পর্ব ১ বাংলা তৃতিয় শ্রেণি | Sottyi Sona Part-1 Bangla Class 3
সত্যি সোনা তৃতিয় শ্রেণি বাংলা
Sottyi Sona Part-1 Bangla Class 3
Sottia Sona Part-1 Bangla Class 3
Bangla Class 3 Sottyi Sona
সত্যি সোনা
সত্যি সোনা, তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ প্রচলিত গল্প 'সত্যি সোনা'। এই গল্পে এক বৃদ্ধ চাষির কথা ও তাঁর পরিবারের কথা বলা হয়েছে। ঐ চাষি অসুস্থ হয়ে পড়ে এবং তার নিজের বাঁচার আশা নেই বললেই সে মনে করে। ঐ বৃদ্ধ মৃত্যুর আগে তার একমাত্র ছেলে কে তার কাছে ডাকল একটা দরকারি কথা বলার জন্য। তার ছেলেটি ছিল খুব অলস প্রকৃতির এবং কোন কাজ কাম করতো না অথচ সে অত্যান্ত টাকা পয়সার প্রতি লোভী ছিল। তার ধারণা ছিল কোথাও যেন অনেক অনেক সোনাদানা, টাকাপয়সা লুকিয়ে রেখেছে তাই সে এসে হাজির হয়। তার বাবা বলেন আমাদের চাষের জমির নিচে সোনা আছে তারপর বৃদ্ধ চাষির মৃত্যু হয়। ছেলেটি বাবার কথা শুনে গভীর চন্তায় পড়ে যায়।
বৃদ্ধ চাষি তার ছেলেকে শেষবারের মত কথা বলে গেলেও, কোথায় লুকিয়ে রেখেছে সে কথা স্পষ্টভাবে বলে যায়নি। তাই চাষির ছেলে অত্যন্ত চিন্তামগ্ন হয়ে পড়ে তখনই চাষির ছেলের বউ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে স্বামীকে চাষের জমি খুড়তে খুড়তে বলে। কিন্তু সে অলস তাই কাজকরতে ভয়পাছহিল। স্ত্রীর কথামতো দুজন শ্রমিককে নিযুক্ত করে, চাষের জমি খুড়বে, বলে সিদ্ধান্ত নেয়। শ্রমিকদের চাষের জমিতে লাগিয়ে দিয়ে বাড়ি চলে আসবে। কিন্তু তখনই তার স্ত্রী তাকে বলে, যে যদি তারা সোনাটা পেয়ে পালিয়ে যায়। এই কথা শুনে চাষির ছেলের মাথায় এক নতুন বুদ্ধি আসলো এবং সে ওই, শ্রমিকের চিন্তা-ভাবনা মাথা থেকে অলসতাকে দূর করে, সে নিজেই নিজেদের চাষের জমি টাকে খনন করার কথা ভেবে নেয় ও পরে সেটাকে বাস্তবায়িত করে। বহু কস্ট করে বিঘা পাঁচেক জমি খুঁড়ে ফেলে, তবুও সে সোনা পেল না তখন চাষির ছেলে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। অপরদিকে জমি খনন ফলে জমি চাষযোগ্য হয়ে ওঠে। জমি চাষ করার উপযুক্ত হওয়ায় তার বউয়ের কথা মত ছেলে হাট থেকে ভালো মানের সর্ষের বীজ নিয়ে আসেকিনে। বপন করার সিদ্ধান্ত নেয় অবশেষে সরষে। বীজ বপন করে ফেলে কিছুদিন পর চাষের জমির সবুজ ফসল এ ভর্তি হয়ে যায়। কয়েক মাসের মধ্যে জমিটা সর্ষে ফুল পরিপূর্ণ হয়ে যায় তার কয়েকদিন পরেই সরষে গাছ কাটার উপযুক্ত হয়ে ওঠে। তা রোপন করে আর এই ফসল দেখে চাষির ছেলে ও বৌ অত্যান্ত খুশি হয়ে ওঠে আর এই ফসলকে চাষীর ছেলে হাটে বিক্রি করার সিদ্ধান্ত নেয় ও বিক্রি করে। বিক্রি করার পর ফসলের পাই মূল্য পায়, চাষীর বউ অত্যন্ত আনন্দ পায়। এটাই চাষীর অলস প্রকৃতির ছেলের প্রথম কর্মের প্রথম উপার্জন আর এই টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই বুড়ো চাষীর কথা অর্থাৎ তার পিতার কথা মনে পড়ে মাঠে সোনার ফসল ফলায়। আর এই ফল সোনার তুল্য তাই তার পিতা বলেছিলেন চাষের জমির মধ্যে কোথাও সোনা আছে। অবশেষে চাষির ছেলে অলসতা কাটিয়ে কর্মরত হয়ে ওঠে এবং মাঠে সোনার ফসল ফলাতে শুরু করে।
তাই অবশেষে বৃদ্ধ চাষির কথা সঠিক হয়েছে এবং গল্পের নাম সত্যি সোনা বাক্যাংশটি সার্থক হয়েছে।