সত্যি সোনা পর্ব ১ বাংলা তৃতিয় শ্রেণি | Sottyi Sona Part-1 Bangla Class 3

সত্যি সোনা পর্ব ১ বাংলা তৃতিয় শ্রেণি | Sottyi Sona Part-1 Bangla Class 3
সত্যি সোনা পর্ব ১ বাংলা তৃতিয় শ্রেণি | Sottyi Sona Part-1 Bangla
 I hope তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো, তাঁর সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনাও যথারীতি চলছে। আমরা শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতিতে বজায় রাখার জন্য অধ্যায়ে ভিত্তিক আমরা পাঠ্যবই এর তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায় সত্যি সোনা পর্ব ১ বাংলা তৃতিয় শ্রেণি | Sottyi Sona Part-1 Bangla Class 3 সারসংক্ষেপ, শব্দার্থ সহজ, সরল ভাষায় আলোচন করেছি।তবে চলো আজকের পাঠে মনোনিবেশ করি। 


সত্যি সোনা পর্ব ১ বাংলা তৃতিয় শ্রেণি | Sottyi Sona Part-1 Bangla Class 3

সত্যি সোনা তৃতিয় শ্রেণি  বাংলা 

Sottyi Sona Part-1 Bangla Class 3

Sottia Sona Part-1 Bangla Class 3

Bangla Class 3 Sottyi Sona

সত্যি সোনা

Part-1 
সত্যি সোনা, তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ প্রচলিত গল্প 'সত্যি সোনা'। এই গল্পে এক বৃদ্ধ 
চাষির কথা ও তাঁর পরিবারের কথা বলা হয়েছে। ঐ চাষি অসুস্থ হয়ে পড়ে এবং তার নিজের বাঁচার আশা নেই বললেই সে মনে করে। ঐ বৃদ্ধ মৃত্যুর আগে তার একমাত্র ছেলে কে তার কাছে ডাকল একটা দরকারি কথা বলার জন্য। তার ছেলেটি ছিল খুব অলস প্রকৃতির এবং কোন কাজ কাম করতো না অথচ সে অত্যান্ত টাকা পয়সার প্রতি লোভী ছিল। তার ধারণা ছিল কোথাও যেন অনেক অনেক সোনাদানা, টাকাপয়সা লুকিয়ে রেখেছে তাই সে এসে হাজির হয়। তার বাবা বলেন আমাদের চাষের জমির নিচে সোনা আছে তারপর বৃদ্ধ চাষির মৃত্যু হয়। ছেলেটি বাবার কথা শুনে গভীর চন্তায় পড়ে যায়। 

বৃদ্ধ চাষি তার ছেলেকে শেষবারের মত কথা বলে গেলেও, কোথায় লুকিয়ে রেখেছে সে কথা স্পষ্টভাবে বলে যায়নি। তাই চাষির ছেলে অত্যন্ত চিন্তামগ্ন হয়ে পড়ে তখনই চাষির ছেলের বউ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে  স্বামীকে চাষের জমি খুড়তে খুড়তে বলে। কিন্তু সে অলস তাই কাজকরতে ভয়পাছহিল। স্ত্রীর  কথামতো দুজন শ্রমিককে নিযুক্ত করে, চাষের জমি খুড়বে,  বলে সিদ্ধান্ত নেয়। শ্রমিকদের চাষের জমিতে লাগিয়ে দিয়ে বাড়ি চলে  আসবে। কিন্তু তখনই  তার স্ত্রী তাকে বলে, যে যদি তারা সোনাটা পেয়ে পালিয়ে যায়। এই কথা শুনে চাষির ছেলের মাথায় এক নতুন বুদ্ধি আসলো এবং সে ওই, শ্রমিকের চিন্তা-ভাবনা মাথা থেকে  অলসতাকে দূর করে, সে নিজেই নিজেদের চাষের জমি টাকে খনন করার কথা ভেবে নেয় ও পরে সেটাকে বাস্তবায়িত করে। বহু কস্ট করে বিঘা পাঁচেক জমি খুঁড়ে ফেলে, তবুও সে সোনা পেল না তখন চাষির ছেলে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। অপরদিকে জমি খনন ফলে জমি চাষযোগ্য হয়ে ওঠে। জমি চাষ করার উপযুক্ত হওয়ায় তার বউয়ের কথা মত ছেলে হাট থেকে ভালো মানের সর্ষের বীজ নিয়ে আসেকিনে। বপন করার সিদ্ধান্ত নেয় অবশেষে সরষে। বীজ বপন করে ফেলে কিছুদিন পর চাষের জমির সবুজ ফসল এ ভর্তি হয়ে যায়। কয়েক মাসের মধ্যে জমিটা সর্ষে ফুল পরিপূর্ণ হয়ে যায় তার কয়েকদিন পরেই সরষে গাছ কাটার উপযুক্ত হয়ে ওঠে। তা রোপন করে আর এই ফসল দেখে চাষির ছেলে ও বৌ অত্যান্ত খুশি হয়ে ওঠে আর এই ফসলকে চাষীর ছেলে হাটে বিক্রি করার সিদ্ধান্ত নেয় ও বিক্রি করে। বিক্রি করার পর ফসলের পাই মূল্য পায়, চাষীর বউ অত্যন্ত আনন্দ পায়। এটাই চাষীর অলস প্রকৃতির ছেলের প্রথম কর্মের প্রথম উপার্জন আর এই টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই বুড়ো চাষীর কথা অর্থাৎ তার পিতার কথা মনে পড়ে মাঠে সোনার ফসল ফলায়। আর এই ফল সোনার তুল্য তাই তার পিতা বলেছিলেন চাষের জমির মধ্যে কোথাও সোনা আছে। অবশেষে চাষির ছেলে অলসতা কাটিয়ে কর্মরত হয়ে ওঠে এবং মাঠে সোনার ফসল ফলাতে শুরু করে। 

তাই অবশেষে বৃদ্ধ চাষির কথা সঠিক হয়েছে এবং গল্পের নাম সত্যি সোনা বাক্যাংশটি সার্থক হয়েছে।

  Link   - Part -1  ➡  সত্যি সোনা পর্ব ১ বাংলা তৃতিয় শ্রেণি | Sottyi Sona Part-1 Bangla Class 3

Amar Boi Bangla Class 1 | আমার বই প্রথম শ্রেণির বাংলা

উপরোক্ত আলোচ্য বিষয় সত্যি সোনা পর্ব ১ বাংলা তৃতিয় শ্রেণি | Sottyi Sona Part-1 Bangla Class 3 গুলি ও প্রশ্নগুলির মধ্যে তোমাদের যদি কোথাও কোন কিছু বুঝতে বা লিখতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা আমাদের নিচে COMMENT BOX গিয়ে জানিয়ে দাও অতি শীগ্রই। আমরা তোমাদের সমাধান করার জন্য সদা প্রস্তুত রয়েছি। অতি অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু অতি সংক্ষেপে ও প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তুমি নিশ্চয়ই খুশী হয়েছো বা আনন্দ পেয়েছ অথবা তুমি উপকৃত হয়েছো, আর তোমার মত তোমার সহপাঠীদের কেউ এই প্রশ্নগুলির উত্তর যাতে তারা জানতে পারে,
অথবা তমার ছোটো ভাই বন বা বড়ো দাদা এবং দিদি কেউ Digital Porasona তাদের নিজ নিজ Class এর পাঠ্য বই পড়ার ও বোঝার এবং পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর লেখার সুযোগ করে দাও, Share করে। এতক্ষন আমাদের Digital Porasona সঙ্গে থাকার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। ভালো ও সুস্থ থেকো আর আমাদের সঙ্গে এভাবে আনন্দের সহিত পড়াশোনা চালিয়ে যেতে থাকো।
তার সঙ্গে পরবর্তী পাটের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পাওয়ার জন্য আমাদের Digital Porasona সঙ্গে সম্পর্ক বজায় রেখো। 
Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post