![]() |
Model Activity Task Part 5 History Class 9 |
Model Activity Task Part 5 History Class 9 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস নবম শ্রেণি
Model Activity Task Part 5 History Class 9
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস নবম শ্রেণি
Class 9 Model Activity Task Part 5 History
History Class 9 Model Activity Task Part 5
Model Activity Task 2021
History, Part - 5
Class -9
১."ক" স্তম্ভের সাথে "খ" স্তম্ভ মেলাও:
![]() |
Model Activity Task Part 5 History Class 9 |
2.সত্য বা মিথ্যা নির্ণয় করো:
2.1. ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে।
উত্তরঃ সত্য
উত্তরঃ সত্য
2.2. শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসাবে পরিচিতি পায়।
উত্তরঃ সত্য
2.3. হিটলারের ভাষায় ইতালি ছিল – ‘একটি ভৌগলিক সংজ্ঞা মাত্র।
উত্তরঃ মিথ্যা
2.4. এড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে।
উত্তরঃ সত্য
3. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
3.1 রিসর্জিমেন্টো কী?
উত্তরঃ কার্বোনারি সমিতির মাধ্যমে ইতালিতে এক জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটে এবং আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ বা নবজাগরণ। এর মাধ্যমে ইতালির জনগণ তাদের অতীত ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।
3.2 ঘেটো কাকে বলা হত?
উত্তরঃইউরোপে শিল্প বিপ্লবের সময় শ্রমিকরা কারখানার সন্নিকটে নোংরা ও ঘিঞ্জি এলাকায় বাধ্য হয়ে বাস করতো। তাদের অর্থনৈতিক অবস্থা ছিল দারিদ্র্যসীমার নিচে। সমাজে এরা ছিল অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত। এই সকল দরিদ্র শ্রমিকদের বসবাসের স্থানকে বলা হয় ঘেটো।
৪. সাত- আটটি বাক্যে উত্তর দাও:
প্রশ্ন: কাকে মুক্তিদাতা জার বলা হয় কেন ?
উত্তর : দ্বিতীয় আলেকজান্ডার কে মুক্তিদাতা জার বলা হয়।
সিংহাসনে আরোহন করার পর থেকেই তিনি ভূমিদাস প্রথার উচ্ছেদের জন্য সচেষ্ট হন । ইউরোপের ইতিহাসে এটাই ছিল জার দ্বিতীয় আলেকজান্ডার এর উজ্জ্বলতম অক্ষয় কীর্তি এজন্যই তাকে মুক্তিদাতা জার বলা হয়।
ভূমিদাস প্রথার উচ্ছেদ এর জন্য তিনি বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন সেগুলি হল
১) ভুমিদাস প্রথা উচ্ছেদের সিদ্ধান্ত: জার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করে এই উপলব্ধি করেন রাশিয়াকে উন্নত করতে অবশ্যই ভূমিদাস প্রথার উচ্ছেদ অবশ্যম্ভাবী তাই তিনি আইন করে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন এবং ভূমি দাসদের ভূমি দান করেন । মালিকেরা ভূমি দাসদের নিলামে বিক্রি অথবা পীড়ন করলে রাষ্ট্র তাদের বাধা দেবে ।
২) ভুমিদাস প্রথা বিলোপের হলফনামা: ১৮৭১ খ্রিস্টাব্দে জার দ্বিতীয় আলেকজান্ডার এক হলফনামায় চিরতরে এই বর্বর ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন ।
i) এ ঘোষণার মাধ্যমে জমিদারদের কবল থেকে ভূমিদাসরা চিরতরে মুক্তি পায় পায়।
ii) জার ভূমি দাসদের নাগরিকত্ব প্রদান করেন।
iii) ভূমিদাসরা জমিদারদের জমির একাংশ স্বত্ব লাভ করে এবং জীবিকার সুযোগ পায়।
iv) জমিদাররা সরকারের কাছ থেকে জমির ক্ষতিপূরণ পায়।
v) কৃষকেরা এই ক্ষতিপূরণের অংশ সরকারকে চার বছরের কিস্তিতে প্রদান করার সুযোগ পায়।
Link
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টিগোচর করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেনা। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি ও উপকৃত হয়েছো, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 History Class 9 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস নবম শ্রেণিকরার সুযোগ করে দাও।
ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী Model Activity Task Part 6 এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হব তোমাদের সামনে প্রশ্নপত্র বিতরন করা মাত্রই।