![]() |
Amar Boi Bangla Class 2 |
আমার বই দ্বিতীয় শ্রেণি
Amar Boi Bangla Class 2 | আমার বই দ্বিতীয় শ্রেণির বাংলা
Class 2 Amar Boi Bangla
Amar Boi Bangla Class 2 |
বনের পথে
আলিবাবা ক্বচিৎ এ পথে আসে। ঘন বনে এগোনো শক্ত। ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লাতিথির চাঁদের আলোয় ভাবছে চারপাশ। ভয় হয়, বনের পথে না জানলে বিপদ । তবে মাথায় সবসময় ঘোরে সেই 'চিচিং-ফাঁক'।
চলো অপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি :
ক্ব= ক + বা ক্ত = ক + ত
ক্ক =ক + ক ক্ল = ক + ল
এস এ রকমের নতুন কথা শিখি:
এক্কা, মুক্তি, ক্লাস, পক্ব।
ঘর পূরণ করি:
শ + ক্ত = _________ ধা+ ক্কা = ________
উত্তর- শ + ক্ত = শক্ত
ধা+ ক্কা = ধাক্কা।
এরকম আরও কিছু নতুন শব্দ ভেঙে দেখি ও সেগুলি লেখার চেষ্টা করি
Part 2
চলো অপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি :
ক্র = ক + র ক্ষ = ক + ষ
এস এ রকমের নতুন কথা শিখি:
বক্র, চক্র, পক্ষ, অক্ষর।
ঘর পূরণ করি:
ক্র + ম + শ = _________ ক্র+মি+ ক = ________
উত্তর- ক্র + ম + শ = ক্রমশ, ক্র+মি+ ক = ক্রমিক
স + ক্ষ + ম = _________ শি+ক্ষ + ক = ________
উত্তর- স + ক্ষ + ম = সক্ষম, শি+ক্ষ + ক = শিক্ষক
এরকম আরও কিছু নতুন শব্দ ভেঙে দেখি ও সেগুলি লেখার চেষ্টা করিঃ
Link
Amar Boi Bangla Class 1 | আমার বই প্রথম শ্রেণির বাংলা
আশা করি, তোমরা তোমাদের প্রশ্নের উত্তর ও সমাধান পেয়ে খুশি হয়েছো। Amar Boi Bangla Class 2 | আমার বই দ্বিতীয় শ্রেণির বাংলা-এখানে কোথাও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা আমাদের Comment Box এ জানিয়ে দিও। আমরা তোমাদের তার সমাধান করে দেব। পরবর্তী সমাধান নিয়ে আমরা পরের পর্বে হাজির হব।
আর তোমরা সেগুলো পাওয়ার জন্য আমাদের Digital Porasona Website সাইটের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো।