![]() |
Amar Boi Bangla Class 1 |
Amar Boi Bangla Class 1 | আমার বই প্রথম শ্রেণির বাংলা
Bangla Amar Boi Class 1
Class 1 Bangla Amar Boi
শিক্ষক মশাই বললেন তোমরা তোমাদের বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠায় যে ছবিটা দেখতে পাচ্ছ তাতে তোমরা কি কি দেখতে পাচ্ছো সেগুলি বলার চেষ্টা করো।
Amar Boi Bangla Class 1 |
এরা নিজেদের মধ্যে আলোচনা করছে করতে লাগলো ছবিটা কে ভাল করে দেখার পর সোনা বলছে একটি পাখি আকাশে গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে রেহান বলছে ছেলেগুলো দৌড়াদৌড়ি করছে মিন্টু বলে ছেলেগুলো কিছু খেলছে কিন্তু ঠিক বলতে পারছি না কি খেলছে পত্রি বলছে ওরা বল খেলছে মনে বলল হ্যাঁ ওরা ক্রিকেট খেলা খেলা খেলছে ব্যাট বল খেলছে পত্রি বলছে গাছের নিচে পুকুর পাড়ে একটি গরু চলছে আবার মিন্টু বলছে এগুলো তারা একে অপরের বলাবলি করছে চিৎকার করে আর শিক্ষক মহাশয় তাদের উত্তর পেয়ে খুব আনন্দ পাচ্ছে ।
শিক্ষক মহাশয় বলেন যে বলতো আর কি কি করছে বা তোমরা কি কি দেখতে পাচ্ছো ছবিটাতে তখন মিন্টু বলল দুটি ছেলে ফুটবল খেলছে মনি বললো একটি লোক সাইকেলে মত একটা কি যেন চালিয়ে নিয়ে যাচ্ছে আর শনাবলল গাছের মধ্যে 1 টি পাখি বসে রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে শিক্ষক মশাই খুবই খুশি হলেন ও ছাত্র-ছাত্রীদের বাহবা জানালেন ।
তোমরা নিচের যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিটা শিক্ষক মহাশয় এর সাহায্য নিয়ে রং ভর্তি করো।
Amar Boi Bangla Class 1 |
po
শিক্ষক মহাশয় বললেন দেখো তোমাদের বইয়ের দুই পৃষ্ঠা বের করে তোমরা কি কি দেখতে পাচ্ছো কিছু ছেলে বলল যে আমরা রং করা কিছু অংশ দেখতে পাচ্ছো আর ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি আর আবার দু একটি মেয়ে বলল আমরা সেখানে সূর্য দেখতে পাচ্ছি কেউ বলছে আকাশ দেখতে পাচ্ছি আবার কেউ বলছে কলা দেখতে পাচ্ছি আর কেউ বলছে পাতা দেখতে পাচ্ছি।
এরপর শিক্ষক মশাই বললেন তোমরা আমি ঢং করে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো তাই শিক্ষক মহাশয় উপরের চারটির মধ্যে যেকোনো দুটি রং করে দিলেন ও ছাত্র-ছাত্রীদের বলে দিন বলে বলে দিচ্ছে যে সূর্য কি কি রং করতে হবে আকাশ কি রং দিতে হবে কলা দেখি রং করতে হবে পাতা কিভাবে রং করতে হবে এগুলো শিক্ষক মহাশয় বলে বলে দিচ্ছে ছাত্রছাত্রীরা তা পূরণ করার চেষ্টা করছে তোমরা নিচে দেখতে পারো আমরা তোমাদের জন্য পূরণ করে দিয়েছি তোমরা এগুলো দেখে তোমাদের পাঠ্য বইয়ের রং করার চেষ্টা করো।
Link
English And Bengali Meaning for Class 1 A to Z | প্রথম শ্রেণি আমার বই সমস্ত ইংরেজির অর্থ সহ উচ্চারণ
Amar Boi Bangla Class 2 | আমার বই দ্বিতীয় শ্রেণির বাংলা
সত্যি সোনা পর্ব ১ বাংলা তৃতিয় শ্রেণি | Sottyi Sona Part-1 Bangla Class 3
আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর ও সমাধান পেয়ে খুশি হয়েছো।উপরের কোথাও যদি রং করতে তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও কোথায় কি রকম রং বসবে তোমরা যদি সিদ্ধান্ত নিতে না পারো তাহলে আমরা তোমাদের তার সমাধান বের করে দেব।পরবর্তী পৃষ্ঠা সমাধান নিয়ে আমরা পরের পর্বে হাজির হব।
আর তোমরা সেগুলো পাওয়ার জন্য আমাদের Digital porasona website সাইটের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো।