Amar Boi Bangla Class 1 | আমার বই প্রথম শ্রেণির বাংলা

Amar Boi Bangla Class 1
Amar Boi Bangla Class 1
আশা করি তোমরা নিশ্চয়ই খুশি যে, তোমাদের বিদ্যালয় আগের মত না হলেও এখন কিছু সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল এর শিক্ষাব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করতে চলেছে শিক্ষা পরিষদ। 
তাই খেলাধুলার পরিমাণটা কমিয়ে শিক্ষার প্রতি মনোনিবেশ ধীরে ধীরে তৈরী করতে হবে। এবার আগের মত পড়াশোনায় মনোনিবেশ করতে হবে সমস্ত ছাত্র-ছাত্রীদের। 
নার্সারি হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের খুঁটিনাটি আলোচনা সারসংক্ষেপ পার্থ প্রশ্ন-উত্তর, অতিরিক্ত সম্ভাব্য প্রশ্নোত্তর ও প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে, আমাদের এই Digital porasona ওয়েবসাইটে.
Digital porasona টি একটি পশ্চিমবঙ্গের সবথেকে  শ্রেষ্ঠ শিক্ষা ওয়েবসাইটের মধ্যে অন্যতম Website.
আমরা আজকে  Amar Boi Bangla Class 1 | আমার বই প্রথম শ্রেণির বাংলা তবে চলো আর দেরি না করে প্রশ্ন উত্তর আলোচনা ও তার সমাধান করার চেষ্টা করি।
আমরা আজকে প্রথম শ্রেণীর আমার বই এর প্রথম পৃষ্ঠা ও দ্বিতীয় পৃষ্ঠা সমাধান করব।

Amar Boi Bangla Class 1 | আমার বই প্রথম শ্রেণির বাংলা

Bangla Amar Boi Class 1

Class 1 Bangla Amar Boi 

আমার বই
প্রথম শ্রেণি 
বাংলা

শিক্ষক মশাই বললেন তোমরা তোমাদের বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠায় যে ছবিটা দেখতে পাচ্ছ তাতে তোমরা কি কি দেখতে পাচ্ছো সেগুলি  বলার চেষ্টা করো

Amar Boi Bangla Class 1
Amar Boi Bangla Class 1
উত্তর- রুপা,সোনা, ইতালি ও পুটলি এরা চারজনে খুব ভালো বান্ধবী আর মনি, মিন্টু, রায়হান ও নিউটন এরা খুব ভালো বন্ধু কিন্তু পরস্পরের সঙ্গে সকলের ভালো সম্পর্ক রয়েছে। সকলে মিলে একসঙ্গে খাবার খাওয়া। একসঙ্গে খেলাধুলা করে, স্কুলে থাকার সময়। এরা সকলেই প্রথম শ্রেণীতে পড়াশোনা করে।   

এরা নিজেদের মধ্যে আলোচনা করছে করতে লাগলো ছবিটা কে ভাল করে দেখার পর সোনা বলছে একটি পাখি আকাশে গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে রেহান বলছে ছেলেগুলো দৌড়াদৌড়ি করছে মিন্টু বলে ছেলেগুলো কিছু খেলছে কিন্তু ঠিক বলতে পারছি না কি খেলছে পত্রি বলছে ওরা বল খেলছে মনে বলল হ্যাঁ ওরা ক্রিকেট খেলা খেলা খেলছে ব্যাট বল খেলছে পত্রি বলছে গাছের নিচে পুকুর পাড়ে একটি গরু চলছে আবার মিন্টু বলছে এগুলো তারা একে অপরের বলাবলি করছে চিৎকার করে আর শিক্ষক মহাশয় তাদের উত্তর পেয়ে খুব আনন্দ পাচ্ছে ।

শিক্ষক মহাশয় বলেন যে বলতো আর কি কি করছে বা তোমরা কি কি দেখতে পাচ্ছো ছবিটাতে তখন মিন্টু বলল দুটি ছেলে ফুটবল খেলছে মনি বললো একটি লোক সাইকেলে মত একটা কি যেন চালিয়ে নিয়ে যাচ্ছে আর শনাবলল গাছের মধ্যে 1 টি পাখি বসে রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে শিক্ষক মশাই খুবই খুশি হলেন ও ছাত্র-ছাত্রীদের বাহবা জানালেন ।

তোমরা নিচের যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিটা শিক্ষক মহাশয় এর সাহায্য নিয়ে রং ভর্তি করো।

Amar Boi Bangla Class 1
Amar Boi Bangla Class 1

Amar Boi Bangla Class 1

po

Amar Boi Bangla Class 1


শিক্ষক মহাশয় বললেন দেখো তোমাদের বইয়ের দুই পৃষ্ঠা বের করে তোমরা কি কি দেখতে পাচ্ছো কিছু ছেলে বলল যে আমরা রং করা কিছু অংশ দেখতে পাচ্ছো আর ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি আর আবার দু একটি মেয়ে বলল আমরা সেখানে সূর্য দেখতে পাচ্ছি কেউ বলছে আকাশ দেখতে পাচ্ছি আবার কেউ বলছে কলা দেখতে পাচ্ছি আর কেউ বলছে পাতা দেখতে পাচ্ছি।

এরপর শিক্ষক মশাই বললেন তোমরা আমি ঢং করে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো তাই শিক্ষক মহাশয় উপরের চারটির মধ্যে যেকোনো দুটি রং করে দিলেন ও ছাত্র-ছাত্রীদের বলে দিন বলে বলে দিচ্ছে যে সূর্য কি কি রং করতে হবে আকাশ কি রং দিতে হবে কলা দেখি রং করতে হবে পাতা কিভাবে রং করতে হবে এগুলো শিক্ষক মহাশয় বলে বলে দিচ্ছে ছাত্রছাত্রীরা তা পূরণ করার চেষ্টা করছে তোমরা নিচে দেখতে পারো আমরা তোমাদের জন্য পূরণ করে দিয়েছি তোমরা এগুলো দেখে তোমাদের পাঠ্য বইয়ের রং করার চেষ্টা করো।

 Link  

English And Bengali Meaning for Class 1 A to Z | প্রথম শ্রেণি আমার বই সমস্ত ইংরেজির অর্থ সহ উচ্চারণ

আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর ও সমাধান পেয়ে খুশি হয়েছো।উপরের কোথাও যদি রং করতে তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও কোথায় কি রকম রং বসবে তোমরা যদি সিদ্ধান্ত নিতে না পারো তাহলে আমরা তোমাদের তার সমাধান বের করে দেব।পরবর্তী পৃষ্ঠা সমাধান নিয়ে আমরা পরের পর্বে হাজির হব।

আর তোমরা সেগুলো পাওয়ার জন্য আমাদের  Digital porasona website সাইটের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো।

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post