![]() |
Class 4 Bangla Patabahar |
তাহলে চলো আর দেরি না করে বিষয়বস্তুটা Class 4 Bangla Patabahar | বাংলা পাতাবাহার চতুর্থ শ্রেণি -এর শুরু করি।
Class 4 Bangla Patabahar | বাংলা পাতাবাহার চতুর্থ শ্রেণি
Class 4 Bangla Patabahar Part- 1
Part- 1 Class 4 Bangla Patabahar
চতুর্থ শ্রেণি
প্রথম অধ্যায়
কবিতা- সবার আমি ছাত্র
সুনির্মল বসু
কবি পরিচিতি: বাংলা সাহিত্যে অনেক সাহিত্য বিদের পরিচয় পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলেন সুনির্মল বসু। ছোটদের জন্য জনপ্রিয় কবি বলে পরিচিত।
কব হাজার 1902 খ্রিস্টাব্দে বিহারে বর্তমানে ঝারখান্ড গ্রিডি তে জন্মগ্রহণ করেন তাঁর পিতা ছিলেন____ এবং মাতা ছিলেন____
তিনি বহু কবিতা উপন্যাস ছোটগল্প ছড়া লিখেছেন।
তিনি বহু পত্রিকায় কাজ করেছেন এছাড়াও তিনি অনেক ছবি এঁকেছিলেন যা সকলের কাছে জনপ্রিয় হয়ে রয়েছে।
তার রচিত গ্রন্থ গুলির মধ্যে হলো হইচই ছানাবড়া ছন্দের গোপন কথা ঠাকুরদা বেড়ে মজা কিপটে মরণের ডাক বীর শিকারি জীবন খাতার কয়েক পাতা সবার আমি ছাত্র ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য. আর এই রচিত গ্রন্থের জন্য তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবনেশ্বরী পদক দিয়ে সম্মান জানিয়ে ছিলেন হাজার 1956 খ্রিস্টাব্দে।
1957 খ্রিস্টাব্দে পরলোকগমন করেন তিনি পরলোকগমন করলেও আজ পুরো বাংলাভাষীর হৃদয়ে 1 সম্মানের ও ভালবাসার জায়গা করে নিয়েছেন ।
সবার আমি ছাত্র কবিতার সারসংক্ষেপ/ বিষয়বস্তু
আকাশ আমাদের উদার হতে শেখায়, বাতাস আমাদের সবসময় কর্মে ব্যস্ত হতে শেখায়। পাহাড় মোন মহান শক্ত হতে ও খেলা মাঠের উপদেশ দেয় উন্মুক্ত হৃদয় দিলখোলা হয়ে বাঁচতে।
সূর্য মন্ত্রনা দিয়ে যায় যে, আমাদের কোন কিছু করতে হলে বিরক্তিবোধ হলে হবে না, তার জন্য আগে নিজেকে সূর্যের মতো জ্বলতে হবে। অপরের সঙ্গে কথা বলার সময় কোন রকম ভাবে মাথা গরম করে বা রুক্ষ উস্কোখুস্কো মেজাজে কথা বললে হবেনা চাঁদের মধুর মত জ্যোৎস্নার আলোয় যেভাবে পুরো পৃথিবী কে আলোকিত করে ও রোমাঞ্চিত করে দেয়। সেই রকম ভাবে অপরের সঙ্গে মিষ্টি মধুর কথা বলতে হবে।
সাগর ইঙ্গিত এর মাধ্যমে শিখিয়ে দেয় যে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে সকলের মাঝে থেকেও নিজেকে উজ্জল ব্যাক্তি করে তুলতে হবে।যেমন করে সাগরের মধ্যে রত্ন এক মূল্যবান, আমাদেরকেও ঐরকম নিজেকে গড়তে হবে। নদী শিখিয়ে দেয় যে, যে যে অবস্থায় রয়েছে যে যা নিয়ে লক্ষ্যে এগিয়ে চলেছে সেই লক্ষ্যের দিকে আপন বেগে চলতে শিক্ষা দেয়।
ঝরনা তার কোমল গানে প্রাণের এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি করে। শ্যাম বনানী আমাদের সরসতা ভিক্ষা দিয়ে যায়।
এই বিশ্বের প্রতিটি জিনিস বা বস্তু আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় ও এখনো দিয়ে চলেছে আর এই শিক্ষা গ্রহণ করে নিজেকে রত্নের মতো উজ্জ্বল ও ভবিষ্যতে লক্ষ্যে পৌঁছানোর জন্য সকলের কাছে মাথা নত করে ছাত্রের মতো শিক্ষা গ্রহণ করতে হবে।
এই বিশ্বে শিক্ষার কোন শেষ নেই, তবে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে, সঠিক পথে চলার ও নিজে নিজে লক্ষ্যে পৌঁছানোর জন্য।
শব্দার্থ
১.কর্মী - কাজে দক্ষ
২.মৌন - নীরব
৩. দিলখোলা- উদারমনা
৪. মন্ত্রণা- পরামর্শ
৫. ইঙ্গিত- ইশারা
৬. রত্নআকর - রত্নের খনি
৭. সহিষ্ণুতা - ধৈর্য
৮. পাষাণ - পাথর
৯. দীক্ষা - মন্ত্রগ্রহণ
১০.শ্যামবনানী - সবুজ অরণ্য
১১.পাঠ্য - পাঠের উপযোগী।
Part -2
১. সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখ?
উত্তর- সুনির্মল বসুর লেখা বইয়ের দুটি নাম হলো কথা শেখা হইচই এছাড়াও বেড়ে মজা ছন্দের টুংটাং ছানাবড়া ইত্যাদি.
২. তিনি হাজার 1956 সালে কি পদক পেয়েছিলেন?
উত্তর- তিনি, তাঁর কৃতিত্বের জন্য তিন হাজার 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন.
৩. নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখ:
৩.১ কার উপদেশে কবি দিলখোলা হন?
উত্তর খেলা মাঠের উপদেশে কোভিদ দিলখোলা হয়।
৩.২ পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল?
উত্তর আপন কাজে কঠোর হতে পাশন প্র বিকে শিক্ষা দিয়েছিল।
৩.৩. কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন?
উত্তর -কবি শ্যাম বনানী সরসতা কাছ থেকে ভিক্ষা পেলেন।
৩.৪. কে কবিকে মধুর কথা বলতে শেখালো?
উত্তর- মধুর কথা বলতে শেখাবে।
৩.৫ নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়?
উত্তর -নদীর কাজ থেকে আমরা আপন কাজে সম গতিতে শিক্ষা পাওয়া যায়।
৪. সন্ধি করে লেখো:
রত্ন + আকর = রত্নআকর
মেঘ + আলোক = মেঘালক
কমলা+ আসনা = কমলাসনা
৫. সমার্থক শব্দ লেখ:
চান্দ্র- চাঁদ
সূর্য- সূয্যি, রবি
পাহাড় - পর্বত
নদী - তোটিনি,
পৃথিবী -ধরতী, ভূবন,
সাগর - সুমদ্র, পর্বত
৬. বাক্য রচনা করো :
খোদার মহান মন্ত্রণা শিক্ষা সহিষ্ণুতা সন্দেহ কৌতুহল ঝরনা
৭. নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো:
কর্মী,মন , মধুর, বিরাট
৮. নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখ
শিক্ষা মন্ত্র
কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখ অন্তত পাঁচটি
Link For Another Class
উপরোক্ত আলোচ্য বিষয় Class 4 Bangla Patabahar | বাংলা পাতাবাহার চতুর্থ শ্রেণি গুলি ও প্রশ্নগুলির মধ্যে তোমাদের যদি কোথাও কোন কিছু বুঝতে বা লিখতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা আমাদের নিচে COMMENT BOX গিয়ে জানিয়ে দাও অতি শীগ্রই।