Model Activity Task Life Science |
Model Activity Task Life Science Class 9 Part 7
Class 9 Part 7 Life science
মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণি জীবন বিজ্ঞান উত্তর সহ
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
নবম শ্রেণি
Part 7
জীবন বিজ্ঞান
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১ × ৩ = ৩
১.১ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো −
(ক) রুই মাছ − অতিরিক্ত শ্বাস অঙ্গ
(খ) মশা − দেহতল
(গ) টিকটিকি − ফুসফুস
( ঘ) অ্যামিবা − ট্র্যাকিয়া
উত্তরঃ নীচের যে জোড়টি সঠিক সেটি হল − (গ) টিকটিকি − ফুসফুস।
১.২ মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করো −
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৪টি
(ঘ) ৬টি
উত্তরঃ মানুষের লালাগ্রন্থির সংখ্যা হল − (ঘ) ৬টি।
(খ) ২টি
(গ) ৪টি
(ঘ) ৬টি
উত্তরঃ মানুষের লালাগ্রন্থির সংখ্যা হল − (ঘ) ৬টি।
১.৩ পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো −
(ক) পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে(খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে
(গ) টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মলটোজে পরিণত করে
(ঘ) ট্রিপসিন পেপটোনকে পেপটাইডে পরিণত করে
উত্তরঃ পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় তা হল − (খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে।
২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : ১ × ৪ = ৪
২.১ ভাজক কলার একটি কাজ উল্লেখ করো ।
উত্তরঃ ভাজক কলার কাজ - ভাজক কলা নতুন অপত্য কোশ সৃষ্টি করে উদ্ভিদের বংশ বৃদ্ধিতে সাহায্য করে ।২.২ বিসদৃশ শব্দটি বেছে লেখো : অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মলটেজ
উত্তরঃ লাইপেজ।ব্যাখ্যা - লাইপেজ হল স্নেহ-ভঙ্গক উৎসেচক ।কিন্তু,বাকি তিনটি হল শর্করা ভঙ্গক উৎসেচক ।
২.৩ নীচে সম্পর্কযুক্ত একটি একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জর্তির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ : কুইনাইন : : নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ : ________
উত্তরঃ তরুক্ষীর।২.৪ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :
সংগ্রাহী নালিকা, নেফ্রন, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল
উত্তরঃ নেফ্রন। ব্যাখ্যা : সংগ্রাহী নালিকা, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল - তিনটি বিষয় নেফ্রনের অংশ ।
৩. দুই-তিনটি বাক্যে উত্তর দাও : ২ × ৪ = ৮
৩.১ "ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক" − বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো ।
উত্তরঃ ধূমপান শরীরের পক্ষে ক্ষতিকারক। ইহা ফুসফুসকে সরাসরি ক্ষতি করে । দীর্ঘ দিন ধূমপানের ফলে, ফুসফুসের কার্যকারিতা নষ্ট হয়ে এম্ফাইসেমা রোগ হয় । সিগারেট ও বিড়ির ধোঁয়ায় যে নিকোটিন জাতীয় পদার্থ থাকে, তার দ্বারা শ্বাস অঙ্গের সিলিয়াগুলি ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। সিলিয়ার কাজ হলো ফুসফুসের ভেতরে থাকা নোংরা জিনিসকে দেহের বাইরে নির্গত করা । কিন্তু সিগারেটের ধোঁয়ায় উপস্থিত টার জাতীয় পদার্থের ফলে সিলিয়াগুলি সঠিক কাজ করতে পারে না এবং নোংরাগুলি ফুসফুসের মধ্যেই জমে থাকে । এমনকি দীর্ঘদিন ধূমপানের ফলে ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসার, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগ হয়। তাই বলা যায় যে, "ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক" ।৩.২ "সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম" − উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো ।
উত্তরঃ সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম । তার কারণ নিম্নে বর্ণিত হলো① দুধ থেকে দই তৈরী প্রক্রিয়া : ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় দুগ্ধ শর্করা ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সাহায্যে বিশ্লিষ্ট হয়ে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয় । ফলে দুধ, দই-তে পরিণত হয় ।
② অ্যালকোহল উৎপাদন হয় : কোহল সন্ধানের মাধ্যমে গ্লুকোজ বা শর্করার ইস্ট নিঃসৃত উৎসেচকের সাহায্যে আংশিক জারিত হয় এবং ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় । এই প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিকভাবে অ্যালকোহল উৎপাদন করা হয় ।
৩.৩ "উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত" − ব্যাখ্যা করো ।
উত্তরঃ উপচিতি বিপাককে অপচিতি বিপাকের বিপরীত বলা হয় । কারণ, উপচিতি বিপাক গঠনমূলক বিপাক । এই বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি ঘটে । এতে সরল যৌগ থেকে জটিল যৌগের সৃষ্টি হয়ে থাক ।অপরপক্ষে অপচিতি বিপাক হলো ধ্বংস মূলক বিপাক, এই বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে যায় । অপচিতি বিপাকে জটিল যৌগ ভেঙে সরল যৌগে পরিণত হয় ।
৩.৪ জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করো ।
উত্তরঃ জীবদেহে রেচনের গুরুত্ব গুলি হল-
① রেচনের ফলে জীবদেহের বর্জ্য পদার্থসমূহ শরীর থেকে বেরিয়ে যায় ফলে জীবদেহ সুস্থ ও স্বাভাবিক থাকে ।
② রেচন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীদেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল নির্গত হয় । ফলে দেহে জলের ভারসাম্য সঠিক থাকে
③ উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থ গুলি মানুষের প্রাত্যহিক বিভিন্ন কাজে লাগে । কাষ্ঠ শিল্পে, ভেষজ শিল্পে এবং চর্ম শিল্পে রেচন পদার্থের অর্থকরী গুরুত্ব আছে ।
৪. নীচের প্রশ্নটির উত্তর লেখো :
৪.১ সালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশায় CO₂ -এর স্থিতিকরণ কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো । রক্তের শ্রেণিবিভাগের তিনটি তাৎপর্য উল্লেখ করো । ২ + ৩ = ৫
উত্তরঃ আলোক-নিরপেক্ষ দশায় CO₂ এর স্থিতিকরণসালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশায় কোশ মধ্যস্থ পাঁচ কার্বনযুক্ত শর্করা যৌগ RuBP গ্রাহক রূপে পরিবেশের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে । এইভাবে সালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশায় CO₂ -এর স্থিতিকরণ ঘটে থাকে । একে অঙ্গার আত্তীকরণ বলা হয়ে থাকে ।
রক্তের শ্রেনিবিভাগের গুরুত্ব-
(i) রক্ত সঞ্চালন - শল্যচিকিৎসা, হিমোফিলিয়া ও অ্যানিমিয়া রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ত দেওয়ার ক্ষেত্রে উভয়ের রক্তের গ্রুপ জানা অত্যন্ত প্রয়োজন । ভিন্ন গ্রূপের রক্ত গ্রহীতার দেহে নানা রকম সমস্যা তৈরি করে ।
(ii) পিতৃত্ব নির্ণয়ে রক্তের ভূমিকা - অনেক সময় সন্তানের পিতৃত্ব নির্ণয়ে রক্তের গ্রুপের সহায়তা নেওয়া হয় ।
(iii) ABO বিসঙ্গতি - রক্তদানের সময় ABO এর বিসঙ্গতি ঘটলে গ্রহীতার রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকাগুলি দলা পাকিয়ে যায় । এই ঘটনাকে অ্যাগ্লুটিনেশন বলে । এর ফলে লোহিত রক্তকণ বিনষ্ট হয়।
Link For All Subjects