Model Activity Task Life Science Class 9 Part 7 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণি জীবন বিজ্ঞান উত্তর সহ

Model Activity Task Life Science
Model Activity Task Life Science

Model Activity Task Life Science Class 9 Part 7 

Class 9 Part 7 Life science

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণি জীবন বিজ্ঞান উত্তর সহ 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
নবম শ্রেণি  
Part 7
জীবন বিজ্ঞান

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক  বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১ × ৩ = ৩

১.১ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো −

(ক) রুই মাছ − অতিরিক্ত শ্বাস অঙ্গ 
 (খ) মশা − দেহতল 
(গ) টিকটিকি − ফুসফুস 
( ঘ) অ্যামিবা − ট্র্যাকিয়া 
উত্তরঃ নীচের যে জোড়টি সঠিক সেটি হল − (গ) টিকটিকি − ফুসফুস। 

১.২ মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করো −

(ক) ১টি 
 (খ) ২টি 
 (গ) ৪টি 
 (ঘ) ৬টি 
উত্তরঃ মানুষের লালাগ্রন্থির সংখ্যা হল − (ঘ) ৬টি। 

১.৩ পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো −

(ক) পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে 
(খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে 
(গ) টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মলটোজে পরিণত করে 
(ঘ) ট্রিপসিন পেপটোনকে পেপটাইডে পরিণত করে 
উত্তরঃ পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় তা হল − (খ) সুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজে পরিণত করে।
২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : ১ × ৪ = ৪

২.১ ভাজক কলার একটি কাজ উল্লেখ করো ।

উত্তরঃ ভাজক কলার কাজ - ভাজক কলা নতুন অপত্য কোশ সৃষ্টি করে উদ্ভিদের বংশ বৃদ্ধিতে সাহায্য করে ।

২.২ বিসদৃশ শব্দটি বেছে লেখো : অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, মলটেজ 

উত্তরঃ লাইপেজ। 
ব্যাখ্যা - লাইপেজ হল স্নেহ-ভঙ্গক উৎসেচক ।কিন্তু,বাকি তিনটি হল শর্করা ভঙ্গক উৎসেচক ।
২.৩ নীচে সম্পর্কযুক্ত একটি একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জর্তির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ : কুইনাইন : : নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ : ________

উত্তরঃ তরুক্ষীর।

২.৪ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :
সংগ্রাহী নালিকা, নেফ্রন, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল 

উত্তরঃ নেফ্রন। 
ব্যাখ্যা : সংগ্রাহী নালিকা, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল - তিনটি বিষয় নেফ্রনের অংশ ।
. দুই-তিনটি বাক্যে উত্তর দাও : ২ × ৪ = ৮

৩.১ "ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক" − বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো

উত্তরঃ ধূমপান শরীরের পক্ষে ক্ষতিকারক। ইহা ফুসফুসকে সরাসরি ক্ষতি করে । দীর্ঘ দিন ধূমপানের ফলে, ফুসফুসের কার্যকারিতা নষ্ট হয়ে এম্ফাইসেমা রোগ হয় । সিগারেট ও বিড়ির ধোঁয়ায় যে নিকোটিন জাতীয় পদার্থ থাকে, তার দ্বারা শ্বাস অঙ্গের সিলিয়াগুলি ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। সিলিয়ার কাজ হলো ফুসফুসের ভেতরে থাকা নোংরা জিনিসকে দেহের বাইরে নির্গত করা । কিন্তু সিগারেটের ধোঁয়ায় উপস্থিত টার জাতীয় পদার্থের ফলে সিলিয়াগুলি সঠিক কাজ করতে পারে না এবং নোংরাগুলি ফুসফুসের মধ্যেই জমে থাকে । এমনকি দীর্ঘদিন ধূমপানের ফলে ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসার, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগ হয়। তাই বলা যায় যে, "ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক" ।

৩.২ "সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম" − উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো ।

উত্তরঃ সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম । তার কারণ নিম্নে বর্ণিত হলো
① দুধ থেকে দই তৈরী প্রক্রিয়া : ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় দুগ্ধ শর্করা ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়ার সাহায্যে বিশ্লিষ্ট হয়ে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয় । ফলে দুধ, দই-তে পরিণত হয় ।
② অ্যালকোহল উৎপাদন হয় : কোহল সন্ধানের মাধ্যমে গ্লুকোজ বা শর্করার ইস্ট নিঃসৃত উৎসেচকের সাহায্যে আংশিক জারিত হয় এবং ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় । এই প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিকভাবে অ্যালকোহল উৎপাদন করা হয় ।

৩.৩ "উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত" − ব্যাখ্যা করো

উত্তরঃ উপচিতি বিপাককে অপচিতি বিপাকের বিপরীত বলা হয় । কারণ, উপচিতি বিপাক গঠনমূলক বিপাক । এই বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি ঘটে । এতে সরল যৌগ থেকে জটিল যৌগের সৃষ্টি হয়ে থাক ।
অপরপক্ষে অপচিতি বিপাক হলো ধ্বংস মূলক বিপাক, এই বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে যায় । অপচিতি বিপাকে জটিল যৌগ ভেঙে সরল যৌগে পরিণত হয় ।
৩.৪ জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করো ।
উত্তরঃ জীবদেহে রেচনের গুরুত্ব গুলি হল-
① রেচনের ফলে জীবদেহের বর্জ্য পদার্থসমূহ শরীর থেকে বেরিয়ে যায় ফলে জীবদেহ সুস্থ ও স্বাভাবিক থাকে ।
② রেচন প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীদেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল নির্গত হয় । ফলে দেহে জলের ভারসাম্য সঠিক থাকে
③ উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থ গুলি মানুষের প্রাত্যহিক বিভিন্ন কাজে লাগে । কাষ্ঠ শিল্পে, ভেষজ শিল্পে এবং চর্ম শিল্পে রেচন পদার্থের অর্থকরী গুরুত্ব আছে ।
৪. নীচের প্রশ্নটির উত্তর লেখো :

৪.১ সালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশায় CO₂ -এর স্থিতিকরণ কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো । রক্তের শ্রেণিবিভাগের তিনটি তাৎপর্য উল্লেখ করো । ২ + ৩ = ৫

উত্তরঃ আলোক-নিরপেক্ষ দশায় CO₂ এর স্থিতিকরণ
সালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশায় কোশ মধ্যস্থ পাঁচ কার্বনযুক্ত শর্করা যৌগ RuBP গ্রাহক রূপে পরিবেশের কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে । এইভাবে সালোকসংশ্লেষের আলোক-নিরপেক্ষ দশায় CO₂ -এর স্থিতিকরণ ঘটে থাকে । একে অঙ্গার আত্তীকরণ বলা হয়ে থাকে ।
 রক্তের শ্রেনিবিভাগের গুরুত্ব-
(i) রক্ত সঞ্চালন - শল্যচিকিৎসা, হিমোফিলিয়া ও অ্যানিমিয়া রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ত দেওয়ার ক্ষেত্রে উভয়ের রক্তের গ্রুপ জানা অত্যন্ত প্রয়োজন । ভিন্ন গ্রূপের রক্ত গ্রহীতার দেহে নানা রকম সমস্যা তৈরি করে ।
(ii) পিতৃত্ব নির্ণয়ে রক্তের ভূমিকা - অনেক সময় সন্তানের পিতৃত্ব নির্ণয়ে রক্তের গ্রুপের সহায়তা নেওয়া হয় ।
(iii) ABO বিসঙ্গতি - রক্তদানের সময় ABO এর বিসঙ্গতি ঘটলে গ্রহীতার রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকাগুলি দলা পাকিয়ে যায় । এই ঘটনাকে অ্যাগ্লুটিনেশন বলে । এর ফলে লোহিত রক্তকণ বিনষ্ট হয়।

 Link For All Subjects 

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post