Model Activity Task History Class 9 Part 7 |
Model Activity Task History Class 9 Part 7
Class 9 History Model Activity Task Part 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণীর ইতিহাস সমস্ত উত্তর সহ
1) সঠিক তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করো :
|
|
|
|
|
|
|
|
|
উত্তর-
|
|
|
|
|
|
|
|
|
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো :
২.১. ১৯২১খ্রিস্টাব্দে শেয়ার বাজারে ধ্বস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়।
উত্তর- মিথ্যা।২.২ বেনিটো মুসোলিনি অক্টোবর, ১৯২২ খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা লাভ করেন।
উত্তর- সত্য।২.৩ ‘নতুন অর্থনৈতিক নীতি’ (NEP) ১৯২১ খ্রিস্টাব্দে কার্ল মার্কস প্রবর্তন করেন।
উত্তর- মিথ্যা।২.৪ হিটলারের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
উত্তর- সত্য।৩. সাত আটটি বাক্যে উত্তর দাও :
প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল ?
উত্তর- সূচনাঃ-দীর্ঘ চার বছর ধরে রক্তক্ষয়ী ধ্বংসলীলা চলার পর ১৯১৮ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে । এই যুদ্ধ ইউরোপ এর মানচিত্রে এক সুদুরপ্রসারী পরিবর্তন আনে। পরিবর্তন গুলি নিম্নে দেখানো হলো –
i) প্রথম বিশ্বযুদ্ধের ফলে চারটি বৃহৎ সাম্রাজ্যের পতন ঘটেছিল। যেমন রোমান সাম্রাজ্য, জার্মান ও অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, এবং অটোমান সাম্রাজ্য ।
ii) যুদ্ধ পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে গড়ে তোলা হয় ‘লীগ অব নেশন’। কিন্তু তা দায়িত্ব পালনে ব্যর্থ হয়।
iii) অস্ট্রিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ।
iv) ভার্সাই চুক্তিতে পরাজিত জার্মানিকে ক্ষতিপূরণ দাবি করা হয় এবং অস্ত্রহীন করা হয়। এর ফলস্বরূপ অপমানিত জার্মান জাতি হিটলারের দ্বারা পরবর্তী বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে।
v) উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যকে বেদখল করা হয় এবং তুরস্কের নানা অংশ দখল করার জন্য ব্রিটেন-ফ্রান্স-ইতালি-গ্রিস তুর্কী ভুখণ্ডে প্রবেশ করে। তৎসত্ত্বেও তুরস্ক সফলভাবে নিজেদের অধিকার রক্ষা করে।
vi) প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল রুশ ফেডারেশন নামে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র।
৪. ১৫- ১৬ টি বাক্যে উত্তর দাও :
ইতালিতে কীভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল আলোচনা কর।
উত্তর-সমগ্র ইটালি জাতি যখন বিশৃঙ্খলা, অরাজকতা ও নৈরাজ্যে পরিপূর্ণ। মুসোলিনি সেই সংকটজনক পরিস্থিতিতে ইটালির রাজনীতির রঙ্গমঞ্চে পদার্পণ করে ইটালিবাসীর রক্ষাকর্তা রূপে অবতীর্ণ হন।
ফ্যাসিস্ট দল গঠন :- ১৯১৯ খ্রিস্টাব্দে মিলান শহরে ১১৮ জন কর্মচ্যুত সৈনিক ও দেশপ্রেমিককে সঙ্ঘবদ্ধ করে মুসোলিনি ফ্যাসিডি কম্বাটি মেন্টো নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেন এই দলের সদস্যরা ‘ফ্যাসিস্ট’ নামে পরিচিত । এইদলের প্রতীক ছিল দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড । প্রতিষ্ঠার দু-বছরের মধ্যেই ফ্যাসিস্ট দলের সদস্য সংখ্যা লক্ষাধিক হারে বাড়ে।
নির্বাচনে সাফল্যলাভ :- ১৯২১ খ্রিস্টাব্দের নির্বাচনে অংশ নিয়ে এই দল ৩৫ টি আসন পেয়েছিল এর ফলে ফ্যাসিস্টদের প্রভাব আরো সুদৃঢ় হয়।
অরাজকতার ধ্বংস কর্তা :- বিশৃঙ্খলা, অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুসোলিনি দেশের রক্ষক হিসেবে নিজেকে ইতালিবাসীর কাছে আত্মপ্রকাশ করতে পেরেছিলেন।
রোমে অভিযান: ১৯২২ খ্রিস্টাব্দে ২৮ শে অক্টোবর মুসোলিনি ফ্যাসিস্ট বাহিনী নিয়ে রোমে অভিযান করেন। রাজা তৃতীয় ভিক্টর ইমান্যুয়েল গৃহযুদ্ধ এড়াবার জন্য বাধা না দিয়ে মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণের জন্য আহ্বান জানান।
প্রধানমন্ত্রীরূপে মুসোলিনির আত্মপ্রকাশ: - ভিক্টর ইমান্যুয়েলের আহ্বানে সাড়া দিয়ে মুসোলিনি মন্ত্রীসভা গঠন করেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্বপদ গ্রহণ করেন। মুসোলিনির প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার মাধ্যমেই ইটালিতে ফ্যাসিস্ট দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল।
Link For All Model Activities Part