Model Activity Task Bangla Class 9 Part 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা নবম শ্রেণি পার্ট ৭

Model Activity Task Bangla Class 9 Part 7
Model Activity Task Bangla Class 9 Part 7

Model Activity Task Bangla Class 9 Part 7

Class 9 Bangla Model Activity Task Part 7

মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা নবম শ্রেণি পার্ট   

Model activity task Class 9 Bengali  Part- 7

মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা নবম শ্রেণি পার্ট   

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ৩x৫ = ১৫

১.১ নব নব সৃষ্টি' প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ করা যায় তা উল্লেখ করাে

উত্তরঃ নব নব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সব উদাহরণ দেখা যায় তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ । বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফারসি এবং ইংরেজি প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি শব্দ নয়। পোর্তুগীজ, ফরাসি শব্দ খুবই কম। আমরা প্রয়ােজনে বিভিন্ন ভাষা থেকে শব্দ নিয়ে থাকি। পাঠান- মুঘল যুগের আইন-আদালত, খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফারসি থেকে প্রচুর শব্দ গ্রহণ করতে পেরেছি ।পরবর্তীকালে ইংরেজ থেকে ইংরেজি মারফতে অন্যান্য ভাষা থেকে ভিন্ন ভিন্ন শব্দও নিয়েছি এবং এখনো ব্যবহার করছি ।

১.২ ‘পৃথিবীর কোনাে পথ এ কন্যারে দেখে নি কো’— উদ্ধৃতাংশে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনাে পথ তাকে দেখেনি কেন?

উত্তরঃ 'আকাশে সাতটি তারা' কবিতায় জীবনানন্দ দাশ আলােচ্য অংশটিতে কেশবতী কন্যা বা বাংলায় সন্ধ্যাকালীন সৌন্দর্য্যকে দেখার কথা বলেছেন। জীবনানন্দ দাশের 'আকাশে সাতটি তারা' কবিতায় কবি বাংলার এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য তুলে ধরেছেন। বাংলায় নীল সন্ধ্যা নেমে এলে কবির মনে হয় যেন এ যেন এক কেশবতী নারীর চুল। যার জলের বন্যায় সমস্ত চরাচর ডুবে গেছে। সেই নারীর চুল ঘন কালাে রঙ আকাশের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। কবির কল্পনায় এই দৃশ্য শুধুমাত্র বাংলার বুকেই দেখা যায়, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। তাই কবি বলেছেন পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখিনি ।

১.৩ ...তুমি ঠিক সেইরূপ নারী, যাকে আজ প্রয়ােজন।
– কাকে একথা লেখা হয়েছে? তাকে কেন প্রয়ােজন?

উত্তরঃ স্বামী বিবেকানন্দ, তাঁর শিষ্যা ভগিনী নিবেদিতাকে এ কথা লিখেছেন। স্বামীজি বলেছিলেন, ভারতের নারী সমাজের মুক্তি ঘটানাের জন্য একজন মহীয়সী নারীর প্রয়ােজন আছে। তিনি এর জন্য ভগিনী নিবেদিতাকে বেছে নিয়েছিলেন। বিবেকানন্দ ভেবেছিলেন ভারতের নারী সমাজের মুক্তির জন্য ভগিনী নিবেদিতা উপযুক্ত নারী । এই উদ্দেশ্যে স্বামীজী উক্ত লাইনটি লিখেছেন।

১.৪ ‘সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে
কে এমনটি করে থাকে? তার এমন করার কারণ কী?

উত্তরঃ গ্রাম বাংলার বুকে বেড়ে ওঠা কবির কল্পনায় এই মনের কথা বলা হয়েছে। যেখানে ছােট সাদা ফুল অবিরত দুলতে থাকে । গ্রাম বাংলার বুকে বেড়ে ওঠা মানুষেরা জীবন ও জীবিকার জন্য শহরে গেলে তাদের গ্রামের কথা মনে পড়ে। সেটাই হল গ্রাম বাংলার যন্ত্রণা। এই যন্ত্রণা শেষ হয়না এবং তার মনের দুঃখ পূর্ণ হয়না। কবি কল্পনায় গ্রাম বাংলার সৌন্দর্য আকণ্ঠ পান করেও মনের তৃষ্ণা কিছুতেই মেটাতে পারেনা। ঘাসের গন্ধ যেন আপন মনে সারা দিন ধরে কবি গায়ে মাখে। নীল আকাশের বুকে যেন সারা রাত জেগে থাকে। দুরন্ত একগুঁয়েটা যেন তার মনের সব স্বপ্ন তাদের বলে দেয়।

১.৫ রাধারাণী কঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। —রাধারাণীর পরিচয় দাও। তার মালা গাঁথার উদ্দেশ্য কী?

উত্তরঃ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ' রাধারানী' গদ্যাংশে রাধারানী হল এগারো বছরের কম বয়সী একটি নাবালিকা , যাকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত বিবর্তিত হয়েছে । রথযাত্রার ঠিক আগেই দুর্ভাগ্যক্রমে রাধারানীর মায়ের গুরুতর অসুখ বাঁধে। যে রােজগারের উপরে তাদের সংসার চলত সেটাও বন্ধ হয়ে পরে। বাড়িতে খাবার বন্ধ হয়ে যায়, ঔষধ কেনা কষ্টকর হয়ে ওঠে। দিন কাটতে থাকে অনাহারে। রাধারানী মায়ের ঔষধ কেনার কথা চিন্তা করে এবং রথে মালা বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে সে মালা গাঁথে।
২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ কেরােসিন’ উৎসগতভাবে কোন শ্রেণির শব্দ?

উত্তরঃ কেরোসিন একটি বিদেশি শব্দ। 

২.২ একটি মৌলিক শব্দের উদাহরণ দাও।

উত্তরঃ যেসব শব্দকে ভাঙা যায় না এবং যার সঙ্গে কোন প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যোগ করা যায় না, তাদের মৌলিক শব্দ বলে। 
উদাহরণ
 - গােলাপ।

২.৩ ‘নবগঠিত শব্দ’ বলতে কী বােঝ?

উত্তরঃ নতুন শব্দ, প্রয়ােজনে ভিন্ন শব্দের মিশ্রণে অথবা কোন শব্দকে খন্ডিত করলে যে নতুন শব্দ পাই তাকেই নবগঠিত শব্দ বলে।

উদাহরণ -কালি কলম।

২.৪ পাের্তুগিজ ও হিন্দি ভাষার শব্দ যুক্ত করে তৈরি একটি মিশ্র শব্দের উদাহরণ দাও।

উত্তরঃ পাউ + রুটি = পাউরুটি।

২.৫ ‘Tear gas'-এর বাংলায় অনুদিত শব্দটি কী?

উত্তরঃ ' Tear gas ' এর বাংলায় অনূদিত শব্দটি হলাে -কাঁদানে গ্যাস।


Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

1 Comments

Post a Comment
Previous Post Next Post