Model Activity Task History Part 7 Class 8 Oct 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণির ইতিহাস সপ্তম পর্ব সমস্ত উত্তর সহ


Model Activity Task History Part 7 Class 8 Oct 2021
Model Activity Task History Part 7 Class 8 Oct 2021

Model Activity Task History Part 7 Class 8 Oct 2021

Class 8 Model Activity Task History Part 7 Oct 2021

Class 8 History Part 7 Oct 2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণির ইতিহাস সপ্তম পর্ব সমস্ত উত্তর সহ

১। "ক" স্তম্ভের সাথে "খ" স্তম্ভ মেলাওঃ

Model Activity Task History Part 7 Class 8
Model Activity Task History Part 7 Class 8
উত্তরঃ
Model Activity Task History Part 7 Class 8
Model Activity Task History Part 7 Class 8
২. শূন্যস্থান পূরণ করো:

২.১ সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন _____ |

উত্তরঃ লর্ড ওয়েলেসলি। 

২.২ মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় ______ নেতৃত্বে।।

উত্তরঃ বিরসা লিঙ্গম পান্তুলু।

২.৩ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ______ |

উত্তরঃ স্যার সৈয়দ আহমেদ খান। 

২.৪ স্বামী বিবেকানন্দ ____ ধর্ম সম্মেলনে যোগদান করেন।

উত্তরঃ শিকাগো।৩. 
৩.দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ বারাসাত বিদ্রোহ কী?

উত্তর : তিতুমিরের আন্দোলন ছিল মূলত জমিদার, নীলকর ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে । তিতুমির ঘোষণা করেন ব্রিটিস্ সরকারের দিন শেষ হয়ে আসছে। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে বাদশাহ উপাধি নেন তিতুমীর ওরফে মীর নিসার আলী। বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ বাহিনী বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। 

৩.২ ‘নব্যবঙ্গ’ নামে কারা পরিচিত ছিলেন?

উত্তর : হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও-র অনুগামী ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হত। এদের ‘ডিরোজিয়ান’ও বলা হত। উনিশ শতকের দশকে নব্যবঙ্গ গোষ্ঠী নতুন চিন্তা ও কর্মকাণ্ডের অগ্রদূত নবজাগরণ হিসেবে কাজ করেন।

৩.৩ মোপালা বিদ্রোহ কেন হয়েছিল?

উত্তর : দক্ষিণ ভারতের মালাবারের মোপালারা ছিলেন দরিদ্র কৃষক ও জেলে। সেখানের গরিব কৃষকদের ওপর রাজস্বের বোঝা ও বিভিন্ন কর ব্রিটিশরা জোর করে চাপিয়ে দিয়েছিল। এমনকি জমিতে কৃষকদের অধিকারও অস্বীকার করা হয়েছিল। এই সমস্ত ছিল মোপালা বিদ্রোহের অন্যতম কারণ।
৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :

৪.১ সাঁওতাল বিদ্রোহের সমর্থনে ‘হিন্দু প্যাট্রিয়ট’ কেমন ভূমিকা পালন করেছিল?

উত্তর :১৮৫৫-১৮৫৬ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল।হরিশচন্দ্র মুখোপাধ্যায় এর ‘হিন্দু প্যাট্রিয়ট’ সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহকে সমর্থন করেছিল।
 হিন্দু প্যাট্রিয়টে লেখা হয়েছিল ‘অর্থনৈতিক শোষণই সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ’, ‘সাঁওতালদের জোর করে বেগার খাটানো , অতিরিক্ত খাজনা দিতে বাধ্য করা ইত্যাদি হয়েছিল সাঁওতাল বিদ্রোহের নেপথ্যে বহুবিধ ও কারণ’। ‘সাঁওতালরা চায় নিজেদের জঙ্গল ও সেখানে স্বাধীনভাবে থাকার অধিকার’।

৪.২ ১৮৫৭-র বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তনের উল্লেখ করো।

উত্তর : 

(১)ভাইসরয় পদের সৃষ্টি: সিপাহী বিদ্রোহের পর ইংল্যান্ডে কোম্পানির ভারত প্রশাসন সংক্রান্ত বিষয়ে সংস্কার করা হয়েছিল। ১৭৮৪ খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন এ ‘বোর্ড অফ কন্ট্রোল’, ‘কোর্ট অফ ডাইরেক্টরস’, ‘সিক্রেট কমিটি’ প্রভৃতি কমিটি ইংল্যান্ড থেকে ভারতীয় শাসন নিয়ন্ত্রণ করত। এই কমিটি গুলি বাতিল করে ১৫ সংখ্যা সদস্যবিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল গঠিত হয়। এর সভাপতি হন ভারত সচিব। তিনি তাঁর দায়িত্ব ও কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়ী থাকতেন। এ ছাড়া গভর্নর জেনারেল পদের নাম পরিবর্তন করে ভাইসরয় করা হয়েছিল। ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন লর্ড ক্যানিং।

(২)আইন পরিষদে ভারতীয়দের গ্রহণ: সিপাহী বিদ্রোহের পর ভারতীয় শাসনের সংস্কার সাধিত হয়েছিল। এতদিন পর্যন্ত ভারতীয় শাসনে ভারতীয়দের যোগদানের সুযোগ ছিল না। সিপাহী বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনে ভারতবাসীর মতামত গ্রহণের জন্য পরিষদীয় আইন পাস হয়। এই আইন এ ভাইসরয়- এর আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছিল এবং ভারতীয়দের নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। প্রদেশগুলিতেও লেফটেন্যান্ট গভর্নরের পরিষদে ভারতীয় সদস্য সংখ্যা নিযুক্ত করা হয়েছিল।
(3) দেশীয় রাজ্য নীতির পরিবর্তন: সিপাহী বিদ্রোহের পূর্বে দেশীয় রাজ্যগুলিকে রক্ষার জন্য ব্রিটিশ সাম্রাজ্যভূক্ত করা হয়েছিল ছলনার আশ্রয়ে । ব্রিটিশদের সঙ্গে দেশীয় রাজ্যগুলির সম্পর্ক অনেকটা বন্ধুত্বপূর্ণ করার প্রক্রিয়া শুরু হলেও তা কিন্তু বাস্তবে হয়নি ।


 Link For All Subject  


Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post