Model Activity Task Class 8 Part 7 Geography Oct 2021| মডেল অ্যাক্টিভিটি টাস্ক শ্রেণি ভূগোল

  

Model Activity Task Class 8 Part 7 Geography
Model Activity Task Class 8 Part 7 Geography

Model Activity Task Class 8 Part 7 Geography Oct 2021

Class 8 Part 7 Geography Model Activity Task

Class 8 Model Activity Task Part 7

মডেল অ্যাক্টিভিটি টাস্ক  শ্রেণি ভূগোল 

 ১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হলো

ক) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু
খ) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু
গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
ঘ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু
উত্তরঃ গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু। 

১.২ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো

ক) সিরোকিউমুলাস
(খ) অল্টোকিউমুলাস
(গ) স্ট্যাটাস
ঘ) কিউমুলোনিম্বাস
উত্তরঃ ঘ) কিউমুলোনিম্বাস। 

১.৩ ঠিক ঝোড়াটি নির্বাচন করো

ক) মেক্সিকো – 23½⁰ উত্তর অক্ষরেখার বিস্তৃতি
(খ) গ্রান্ড ক্যানিয়ন – কলোরাডো নদীর প্রবল পার্শ্বক্ষয়
গ) ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল— শীতকালীন বৃষ্টিপাত
ঘ) কানাডার কাষ্ঠ শিল্প – ক্রান্তীয় বনভূমির শক্ত কাঠের প্রাচুর্য
উত্তরঃ গ) ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল— শীতকালীন বৃষ্টিপাত। 

১.৪ জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো-

ক) ভেনিজুয়েলা
(খ) গায়না
গ) উরুগুয়ে
ঘ) সুরিনাম
উত্তরঃ গ) উরুগুয়ে। 

2. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

Model Activity Task Class 8 Part 7
উত্তরঃ -
Model Activity Task Class 8 Part 7
Model Activity Task Class 8 Part 7

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো।

উত্তরঃ মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ হল -
 i) বরফ আবৃত অঞ্চল-দুই মেরু অঞ্চল সারা বছর বরফে আবৃত থাকায় উষ্ণতা কম থাকে, হিমাঙ্কের নিচে নেমে যায় তাই এই অঞ্চলের বাতাস ভারী ও শীতল হয়।
ii) সূর্যরশ্মি তীর্যকভাবে পতিত - এই অঞ্চলে সূর্যরশ্মি তীর্যকভাবে পতিত হওয়ার কারণে উষ্ণতা  খুব কম হয়। ফলে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম। তাই অঞ্চলটি উচ্চচাপ যুক্ত অঞ্চলে পরিণত হয় |

৩.২ দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য হল -
(i) দক্ষিণ আমেরিকার নদীগুলির দৈর্ঘ্য এবং আয়তন বিশাল |
(ii) বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট বলে নদী গুলিতে সারা বছর জল থাকে  |
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১ ‘প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা’ – বক্তব্যটির যথার্থতা বিচার করো

উত্তরঃ প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাত এর বিপরীত অবস্থা এর কারণগুলি নিচে আলোচনা করা হল-
কোন স্বল্প স্থানে বায়ুর চাপ কম হলে কেন্দ্রে নিম্নচাপ সৃষ্টি হয় । এই অবস্থায় বাইরের  উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু  নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবল গতিতে  ছুটে আসে একে বলে ঘূর্ণবাত।
কিন্তু  কোন জায়গার বায়ুর উষ্ণতা কমে গেলে বায়ুর চাপ বৃদ্ধি পায় এবং কেন্দ্রে উচ্চচাপের সৃষ্টি করে এবং বাইরে সৃষ্টি হয় নিম্নচাপ ।বায়ু কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যায়। একে প্রতীপ ঘূর্ণবাত বলে
সুতরাং উপরের বর্ণনা থেকে এটা পরিষ্কার যে প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা।
এছাড়া ঘূর্ণবাতের আবহাওয়া অশান্ত । কিন্তু প্রতীপ ঘূর্ণবাত অঞ্চলে শান্ত আবহাওয়া লক্ষ্য করা যায।
ঘূর্ণবাতে প্রচুর ধ্বংসলীলা হয় কিন্তু প্রতীপ ঘূর্ণবাত কোন ধ্বংস ঘটায় না।

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৫.১ ‘হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ’ – ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো।

উত্তরঃ  হ্রদ অঞ্চল  পৃথিবীর শ্রেষ্ঠ কৃষিসমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চল কৃষির উন্নতির কারণ হল—
(i)  বৃষ্টিপাত ও উষ্ণতা: - এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতার কারণে কৃষিকাজে উন্নত।
(i) শস্যাবর্তন: এখানে শস্যাবর্তন পদ্ধতিতে চাষ হয় বলে সারা-বছর ধরে ফসল উৎপন্ন হয়।
(iii) জলসেচ: এখানকার হ্রদগুলোর জল সেচের কাজে ব্যবহৃত হয়। ফলে সেচে জলের অভাব ঘটে না।
(iv) উন্নত প্রযুক্তি ও  কৃষি যন্ত্রপাতি: এই অঞ্চলে উন্নত প্রযুক্তি  ও  যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি হয়।
(v)  মৃত্তিকা: এই অঞ্চলের উর্বর মৃত্তিকায় কৃষিজ ফসল উৎপাদন যথেষ্ট বৃদ্ধি হয়  হয়।
(vi) সমতল জমি: হ্রদ অঞ্চলের ভূমি বিস্তীর্ণ ও সমতল তাই কৃষিজ ফসল উৎপাদনের জন্যে যথেষ্ট উপযোগী।
(vii) ঘনবসতি: এই অঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে শ্রমিকের  অভাব হয় না। 
ইত্যাদি অনুকূল কারণের জন্য উত্তর আমেরিকা হ্রদ অঞ্চল কৃষিতে উন্নতি লাভ করেছে

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post