Model Activity Task Geography Class 9 Part 7 |
Model Activity Task Geography Class 9 Part 7
Class 9 Geography Model Activity Task Part 7
Poribesh o Vugol Class 9 Part 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণি ভূগোল উত্তর সহ
মডেল অ্যাক্টিভিটি টাস্ক-2021
নবম শ্রেণি
part-7
ভূগোল
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ × ৪ = ৪
১.১ নিরক্ষীয়তলে অবস্থিত বিষুবরেখার অক্ষাংশ হলো -
ক) ৯০°খ) ৬০°
গ) ০°
ঘ) ৩০°
উত্তরঃ ক) ০ ডিগ্রি।
১.২ ঠিক জোড়টি নির্বাচন করো -
ক) ভঙ্গিল পর্বত - ব্যারেনখ) স্তুপ পর্বত- হিমালয়
গ) আগ্নেয় পর্বত- সাতপুরা
ঘ) ক্ষয়জাত পর্বত- আরাবল্লী
উত্তরঃ ঘ) ক্ষয়জাত পর্বত − আরাবল্লী।
১.৩ শিলামধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় যে আবহবিকার সংঘটিত হয় তা হলো -
ক) অঙ্গারযোজনখ) আর্দ্র বিশ্লেষণ
গ) জলযোজন
ঘ) জারণ
উত্তরঃ ঘ) জারণ ।
১.৪ উত্তরবঙ্গের নদীগুলির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো -
ক) নদী গুলির খরস্রোতা নয়খ) বরফ গলা জলে পুষ্ট
গ) নদী গুলির অসংখ্য শাখা নদী আছে
ঘ) অধিকাংশ নদী পশ্চিম বাহিনী
উত্তরঃ খ) বরফগলা জলে পুষ্ট ।
ঘ) অধিকাংশ নদী পশ্চিম বাহিনী
উত্তরঃ খ) বরফগলা জলে পুষ্ট ।
২. স্তম্ভ মেলাও:
উত্তরঃ
Model Activity Task Geography Class 9 Part 7 |
৩.১ কী কারণে কালবৈশাখী হয় ?
উত্তরঃ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। ফলে এই অঞ্চলের বায়ু সূর্যকিরণের তাপে হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং বিকেলের দিকে এই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয় কিন্তু এই সময় দেশের উত্তরের হিমালয়ের দিকে বায়ুচাপ বেশি থাকে। তাই উত্তরাঞ্চল থেকে বায়ু প্রবল বেগে দক্ষিণ দিকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয় ও কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়।৩.২ আবহবিকারের দুটি ফলাফল উল্লেখ করো।
উত্তরঃ আবহবিকার এর ফলাফল হল-
i) মৃত্তিকা সৃষ্টি:- আবহবিকারের দ্বারা শিলাচূর্ণ বিভিন্ন পর্যায়ের মাধ্যমে মৃত্তিকায় পরিনত হয়।
ii) খনিজ সৃষ্টি: - আবহবিকারের প্রভাবে ভারী খনিজ হালকা খনিজে রূপান্তরিত হয়ে নতুন খনিজের উদ্ভব হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ স্তূপ পর্বতের তিনটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ স্তুপ পর্বত এর তিনটি বৈশিষ্ট্য গুলি হলো-
i) আকৃতি:- আকৃতিগত দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় স্তুপ পর্বত এর উপরিভাগ চ্যাপ্টা ও প্রায় সমতল হয়ে থাকে।
ii) উচ্চতা:- স্তুপ পর্বত এর উপরিভাগ চ্যাপ্টা ও সমতল হওয়ার কারণে এর উচ্চতা কম হয়।
iii) পার্শ্ব তল:- স্তুপ পর্বতের উচ্চতা কম হলেও পার্শ্বদেশ খাড়া প্রকৃতির হয়।
i) মৃত্তিকা সৃষ্টি:- আবহবিকারের দ্বারা শিলাচূর্ণ বিভিন্ন পর্যায়ের মাধ্যমে মৃত্তিকায় পরিনত হয়।
ii) খনিজ সৃষ্টি: - আবহবিকারের প্রভাবে ভারী খনিজ হালকা খনিজে রূপান্তরিত হয়ে নতুন খনিজের উদ্ভব হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ স্তূপ পর্বতের তিনটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ স্তুপ পর্বত এর তিনটি বৈশিষ্ট্য গুলি হলো-i) আকৃতি:- আকৃতিগত দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় স্তুপ পর্বত এর উপরিভাগ চ্যাপ্টা ও প্রায় সমতল হয়ে থাকে।
ii) উচ্চতা:- স্তুপ পর্বত এর উপরিভাগ চ্যাপ্টা ও সমতল হওয়ার কারণে এর উচ্চতা কম হয়।
iii) পার্শ্ব তল:- স্তুপ পর্বতের উচ্চতা কম হলেও পার্শ্বদেশ খাড়া প্রকৃতির হয়।
Link For All Model Activities Part