Model Activity Compilation (Final) 2021 Geography Class 10 |
Model Activity Compilation (Final) 2021 Geography Class 10
Activity Compilation (Final) 2021 Geography Class 10
Final 2021 Geography Class 10
মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণি ফাইনাল প্রশ্ন পত্রের উত্তর পর্ব ভূগোল
Class x Geography Part 8
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
ভূগোল
ফাইনাল প্রশ্ন পত্রের উত্তর পর্ব
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ x ৯ = ৯
১.১ অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো—
ক) প্লাবনভূমিখ) এস্কার
গ) গিরিখাত
ঘ) স্বাভাবিক বাঁধ
উত্তরঃ গ) গিরিখাত
১.২ হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সঙ্কীর্ণ ফাঁক হলো –
ক) ফিয়র্ডখ) বার্গস্রুণ্ড
গ) করি
ঘ) এরিটি
উত্তরঃ খ) বার্গস্রুণ্ড
১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করো
ক) লাদাখ- অঙ্গরাজ্য
খ) পুদুচেরী- কেন্দ্রশাসিত অঞ্চল
গ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ -অঙ্গরাজ্য
ঘ) হরিয়ানা – কেন্দ্রশাসিত অঞ্চল
উত্তরঃ খ) পুদুচেরী- কেন্দ্রশাসিত অঞ্চল
১.৪ ঠিক জোড়াটি নির্বাচন করো –
ক) শৃঙ্খলিত শৈলশিরা – নদীর সঞ্চয়কাজখ) এরিটি – হিমবাহের সঞ্চয়কাজ
গ) অপসারণ গর্ভ – বায়ুর সম্বয়া
ঘ) বালিয়াড়ি- বায়ুর সঞ্চয়কাজ
উত্তরঃ ঘ) বালিয়াড়ি- বায়ুর সঞ্চয়কাজ
১.৫ ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো –
ক) নির্দিষ্ট ঋতুতে এদের পাতা ঝরে যায়।খ) পাতায় মোমের প্রলেপ থাকে
গ) উদ্ভিদের ভালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে
ঘ) এদের শ্বাসমূল থাকে
উত্তরঃ গ) উদ্ভিদের ভালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে
১.৬ অতিবিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো
ক) পশ্চিমবঙ্গখ) গোয়া
গ) উত্তরপ্রদেশ
ঘ) সিকিম
উত্তরঃ ঘ) সিকিম
১.৭ আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো
ক) গিরিখাতখ) রাসে মতানে
গ) বালিয়াড়ি
ঘ) গৌর
উত্তরঃ গ) বালিয়াড়ি
১.৮ ঠিক জোড়াটি নির্বাচন করো
ক) উত্তর-পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত – নীলগিরি
খ) দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী – নর্মদা
গ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ – মেহগনি
ঘ) উত্তর-পূর্ব ভারত – কৃষ্ণ মৃত্তিকা
উত্তরঃ গ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ – মেহগনি
১.৯ ভারতের রুঢ় বলা হয়
ক) জামসেদপুরকেখ) দুর্গাপুরকে
(গ) ভিলাইকে
ঘ) বোকারোকে
উত্তরঃ খ) দুর্গাপুরকে
২. শূন্যস্থান পূরণ করো ১ x ৩ = ৩
২.১ বায়ুর _________ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়।
উত্তরঃ ভাসমান
২.২ ___________ পত্যকা পীরপাঞ্চাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণি দ্বারা বেষ্টিত। মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়।
উত্তরঃ কাশ্মীর
২.৩ _____________ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়।
উত্তরঃ উত্তর পূর্ব
৩. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো: ১ x ৩ = ৩
৩.১ নদীখাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ।
উত্তরঃ ঠিক
৩.২ ভারতের উপকূল অঞ্চলে দিনেরবেলা স্থলবায়ু প্রবাহিত হয়।
উত্তরঃ ভুল
৩.৩ শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ।
উত্তরঃ ভুল
4. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও:
Model Activity Compilation (Final) 2021 Geography Class 10 |
উত্তরঃ
Model Activity Compilation (Final) 2021 Geography Class 10 |
৫.১ পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়।
উত্তরঃ নদীর সঞ্চয়কাজের ফলে গঠিত ভুমিরূপ হল পলল ব্যজনী। সাধারণত এইসব ভুমিরূপ পলি গঠিত ও ব্যজনী এর মতো দেখতে তাই একে পলল ব্যজনী বলা হয়ে থাকে ।পার্বত্য অঞ্চল থেকে নদী যখন সমভূমিতে এসে পড়ে , ভূমির ঢাল তখন কমে যায় ফলে নদীর স্রোত ও বহন ক্ষমতা কমে যায় । ফলে সমভূমিতে পদার্পণের সময় পাদদেশীয় অঞ্চলে নদী-উপত্যকায় পলি, বালি, কাঁকর ও নুড়ীপ্রভৃতি জমে ত্রিকোণ পলল ব্যজনী সৃষ্টি হয়।
উদাহরণঃ হিমালয়ের পাদদেশে গঙ্গার উপনদীর গতিপথে পলল ব্যজনী দেখা যায়।
Link for all subject