Model Activity Compilation (Final) 2021 Geography Class 10 |
History Class 10 Part 8
Model Activity Compilation (Final) 2021 History Class 10 Part 8
Final 2021 History Class 10 Part 8
মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণি ফাইনাল প্রশ্ন পত্রের উত্তর পর্ব ইতিহাস
ইতিহাস
দশম শ্রেণি
পূর্ণমান 50
১. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও
Model Activity Compilation (Final) 2021 History Class 10 Part 8 |
উত্তর-
Model Activity Compilation (Final) 2021 History Class 10 Part 8 |
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো : ১ x ৪ = ৪
২.১ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল।
উত্তরঃ মিথ্যা।২.২ ভারতসভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য।
উত্তরঃ সত্য।২.৩ ১৮৫৭-র বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ‘ভারতের স্বাধীনতা যুদ্ধ’ বলে ব্যাখ্যা করেন।
উত্তরঃ সত্য।২.৪ ‘বর্তমান ভারত’ গ্রন্থে স্বামী বিবেকানন্দ শুদ্র জাগরণের কথা বলেছেন।
উত্তরঃ সত্য।৩. শূন্যস্থান পূরণ করো : ১ x ৪ = ৪
৩.১ ভারতে ছাপা প্রথম বাংলা বই হল___।
উত্তরঃ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।৩.২ ফোর্ট উইলিয়ম কলেজ শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় ____।
উত্তরঃ ১৮০০ খ্রিষ্টাব্দে।৩.৩ ঔপনিবেশিক ভারতে ___ প্রথম ভাইসরয় নিযুক্ত হন।
উত্তরঃ লর্ড ক্যানিং।৩.৪ ‘আনন্দমঠ’ উপন্যাসটি ____ আন্দোলনের পটভূমিতে রচিত হয়।
উত্তরঃ ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী।৪. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২ x ৫ = ১০
৪.১ ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখ।
উত্তরঃ সম্প্রতি ইন্টারনেট ‘ ব্যতীত মানব সভ্যতা অসম্পূর্ণ। দৈনন্দিন জীবনে ইহা অনেক কাজে লাগে। এর দুটি ব্যবহার হল –i) ইন্টারনেটের সাহায্যে পুরো বিশ্বের অসংখ্য তথ্য মুহূর্তের মধ্যে জানা যায় | এর দ্বারা খুব সহজেই তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করা যেতে পারে |
ii) বিভিন্ন স্থানে গিয়ে বই থেকে তথ্য সংগ্রহ করা খুবই সময় সাপেক্ষ ও কষ্টকর | কিন্তু ইন্টারনেটের সাহায্যে সেই সব তথ্য খুব সহজেই সংগ্রহ করা যায়।
Link For All Subject