Model Activity Compilation Class 10 Bangla | মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্বাইন্ড বাংলা দশম শ্রেণি

Model Activity Compilation Class 10 Bangla
Model Activity Compilation Class 10 Bangla 

Model Activity Compilation Class 10 Bangla

মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্বাইন্ড বাংলা দশম শ্রেণি 

Class 10 Compilation Answersheet 

বাংলা(প্রথম ভাষা) 
দশম শ্রেণি 
পূর্ণমান 50 
১.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

$ads={1}

১.১. তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল--

ক) রাজা ও রানী
খ) অ্যাক্সিডেন্ট
গ) প্রথম দিন
ঘ) স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা
উত্তরঃ গ) প্রথম দিন। 

১.২. পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক--

ক) শঙ্খ ঘোষ
খ) নবারুণ ভট্টাচার্য
গ) উৎপল কুমার বসু
ঘ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ) নবারুণ ভট্টাচার্য। 

১.৩. আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে--

ক) মানসী 
খ) চিত্রা
গ) পত্রপুট
ঘ) নৈবেদ্য
উত্তরঃ গ) পত্রপুট।

১.৪. বাবু কুইল ড্রাইভারস কথাটি বলতেন--

ক) ওয়াটারম্যান
খ) লর্ড কার্জন
গ) উইলিয়াম জোন্স
ঘ) উইলিয়াম হেস্টিংস
উত্তরঃ খ) লর্ড কার্জন। 

$ads={2}

১.৫. যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়--

ক) দিন ও রাত্রি
খ) দিনগুলি রাতগুলি
গ) পাঁজরে দাঁড়ের শব্দ
ঘ) ধুম লেগেছে হৃদকমলে
উত্তরঃ ক) দিন ও রাত্রি।
২. কমবেশি কুড়িটি শব্দে উত্তর লেখ :

২.১. 'সমানি সম শীর্ষানী ঘনানি বিরলানি চ 'কথাটির অর্থ কি? - - - 

উত্তরঃ 'সমানি সম শীর্ষানী ঘনানি বিরলানি চ 'কথাটির অর্থ হলো সমস্ত অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃংখল ও পরিষ্কার-পরিচ্ছন্ন। 

২.২. আফ্রিকা কবিতায় কিভাবে দিনের অন্তিমকাল ঘোষিত হয়েছিল? 

উত্তরঃ আফ্রিকা কবিতায় অশুভ ধ্বনিতে ঘোষিত হয়েছিল দিনের অন্তিমকাল। 

২.৩.' আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় কবি পায়ে পায়ে হিমানীর বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? 

উত্তরঃ হিমানী শব্দটির অর্থ হলো- বরফের বাঁধ। এখানে কবি প্রতিটি পদক্ষেপে বিপদের কথা বোঝাতেই হিমানীর বাঁধের উল্লেখ করেছেন। 

২.৪.' মাভৈঃ মাভৈঃ' এমন উচ্চারণের কারণ কি? 

উত্তরঃ মাভৈঃ  কথাটির অর্থ হলো ভয় করো না। অরাজকতাপূর্ণ সমাজকে উৎসাহিত করলে তরুণ লুকায়িত প্রাণ জেগে ওঠে। মহাকাল রূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন। তার আগমনে বিশ্বে প্রলয়ের পরিবেশ সৃষ্টি হয় ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে সমস্ত জীবকুল। কিন্তু ধ্বংসের মধ্যেই আছে সৃষ্টির আগমনী বার্তা। এ কারণে কবি মাভৈঃ  কথাটি উল্লেখ করেছেন। 

$ads={1}

২.৫. দুজন বন্ধু নোক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? 

উত্তরঃ আলোচ্য অংশটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী উপন্যাস থেকে গৃহীত। এনাঞ্জাং থেকে বন্ধুদের আসার কথা ছিল।

৩. প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০ টি শব্দের মধ্যে  উত্তর লেখ:

৩.১.' তোরা সব জয়ধ্বনি কর' - - - - কার জয়ধ্বনি করতে কবিরে আহ্বান? 
কেন তার জয় ধ্বনি করতে হবে? 

উত্তরঃ 'প্রলয়োল্লাস' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে এ আহ্বান জানিয়েছেন। 
'প্রলয়োল্লাস' কবিতা তোরা সব জয়ধ্বনি কর কথাটি ১৯ বার ব্যবহার করা হয়েছে। আসলে প্রলয়োল্লাস কথাটির অর্থ হলো ধ্বংসের মধ্যে সৃষ্টির আনন্দ। স্বাধীনতার জন্য যে তরুণ-যুবকদের দলকে অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরাধীন এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায় কবি তাদেরকেই জয়ধ্বনি করতে বলেছেন। কবির ভাষায় তারা হল প্রলয় নেশায় নৃত্য পাগল অনাগত, তারাই সিন্ধুপারের সিংহদ্বারে আঘাত হেনে বিপ্লবের চেতনার বার্তা বয়ে আনে। অসুন্দরকে দূর করতে তারা ভয়ংকরের বেশ ধারণ করে। প্রকৃতিতে নতুন প্রাণের প্রতিষ্ঠা ঘটানো এই বিপ্লবী যুবকদের প্রতি কবির দীপ্ত আহ্বান। 

৩.২. 'খুবই গরিব মানুষ হরিদা'---
হরিদার পরিচয় দাও। 
তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? 

উত্তরঃ সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় তথা প্রধান চরিত্র হলেন হরিদা। তিনি পেশায় একজন বহুরূপী। 
হরিদা অতি সামান্য হতদরিদ্র এক বহুরূপী মানুষ। গোটা গল্প জুড়ে আমরা তার দারিদ্রতার বহু নিদর্শন পাই। তা হল-
১) শহরের সবচেয়ে ছোট্ট গলিতেই তার কুটির।
২) বাড়িতে আগত অতিথি ও বন্ধুদের চা খাওয়ানোর সামর্থ্য তার নেই।
৩) বহুরূপী সেজে যেটুকু অর্থ তার উপার্জন হয় তা দিয়ে সবসময় অন্ন জোটে না। কখনো কখনো চালের বদলে হাঁড়িতে শুধু জল ফোটে।

$ads={2}




 Link For all Subject 

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post