Model Activity Compilation (Final) 2021 Life Science Class 10 |
Model Activity Compilation (Final) 2021 Life Science Class 10
Final Question of Life Science Class 10 with Answer
Life Science Class 10 Model Activity
Class 10 Model Activity Final Task Life Science
মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণি ফাইনাল জীবন বিজ্ঞান প্রশ্ন পত্রের উত্তর পর্ব
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
ফাইনাল 2021
জীবন বিজ্ঞান
প্রশ্ন পত্রের উত্তর পর্ব
Part-8
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১x৯=৯
১.১ উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো
(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) NAA
উত্তরঃ (খ) জিব্বেরেলিন
১.২ নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো-
(ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া
(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া
(গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া
(ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া
উত্তরঃ (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া
১:৩ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো –
(ক) STH – থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা
(খ) ACTH – স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা
(গ) FSH – রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা
(ঘ) ADH – বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো
উত্তরঃ (ঘ) ADH – বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো
১.৪ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো
(ক) ১০ জোড়া
(খ) ১২ জোড়া
(গ) ২১ জোড়া
(ঘ) ৩১ জোড়া
উত্তরঃ (খ) ১২ জোড়া
১.৫ পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো
(ক) মিষ্টি আলু
(খ) কচুরিপানা
(গ) আলা
(ঘ) পাথরকুচি
উত্তরঃ (ঘ) পাথরকুচি
১.৬ সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো
(ক) মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে
(খ) মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম
(গ) মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম
(ঘ) মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়
উত্তরঃ (গ) মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম
১.৭ নীচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো
(ক) ঈস্ট কোরকোম্পম
(খ) মস রেণু উৎপাদন
(গ) প্লাসমোডিয়াম – পুনরুৎপাদন
(ঘ) অ্যামিবা দ্বিবিভাজন
উত্তরঃ (গ) প্লাসমোডিয়াম – পুনরুৎপাদন
১.৮ নীচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো –
(ক) BBRR ও BbRr
(খ) BBrr ও Bbrr
(গ) BBRr ও BbRR
(ঘ) bbRr ও bbrr
উত্তরঃ (খ) BBrr ও Bbrr
১.৯ স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো—
(ক) 0%
(খ) 25%
(গ) 50%
(ঘ) 100%
উত্তরঃ (ক) 0%
২. নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : ১x৩=৩
২.১ ডাবের জলে _____ হরমোন থাকে।
উত্তরঃ সাইটোকাইনিন
২.২ পায়রার একটি ডানায় _______ টি রেমিজেস নামক পালক থাকে।
উত্তরঃ ২৩
২.৩ RNA-তে থাইমিনের পরিবর্তে _______ থাকে।
উত্তরঃ ইউরাসিল
৩. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : ১x৩=৩
৩.১ অযৌন জননে দুটি জনিতৃ জীবের প্রয়োজন হয়।
উত্তরঃ মিথ্যা।
৩.২ সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়।
উত্তরঃ মিথ্যা।
৩.৩ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে।
উত্তরঃ সত্য।
১.১ উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো
(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন
(গ) সাইটোকাইনিন
(ঘ) NAA
উত্তরঃ (খ) জিব্বেরেলিন
১.২ নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো-
(ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া
(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া
(গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া
(ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া
উত্তরঃ (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া
১:৩ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো –
(ক) STH – থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা
(খ) ACTH – স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা
(গ) FSH – রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা
(ঘ) ADH – বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো
উত্তরঃ (ঘ) ADH – বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো
১.৪ মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা নিরূপণ করো
(ক) ১০ জোড়া
(খ) ১২ জোড়া
(গ) ২১ জোড়া
(ঘ) ৩১ জোড়া
উত্তরঃ (খ) ১২ জোড়া
১.৫ পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো
(ক) মিষ্টি আলু
(খ) কচুরিপানা
(গ) আলা
(ঘ) পাথরকুচি
উত্তরঃ (ঘ) পাথরকুচি
১.৬ সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো
(ক) মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে
(খ) মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম
(গ) মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম
(ঘ) মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়
উত্তরঃ (গ) মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম
১.৭ নীচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো
(ক) ঈস্ট কোরকোম্পম
(খ) মস রেণু উৎপাদন
(গ) প্লাসমোডিয়াম – পুনরুৎপাদন
(ঘ) অ্যামিবা দ্বিবিভাজন
উত্তরঃ (গ) প্লাসমোডিয়াম – পুনরুৎপাদন
১.৮ নীচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো –
(ক) BBRR ও BbRr
(খ) BBrr ও Bbrr
(গ) BBRr ও BbRR
(ঘ) bbRr ও bbrr
উত্তরঃ (খ) BBrr ও Bbrr
১.৯ স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো—
(ক) 0%
(খ) 25%
(গ) 50%
(ঘ) 100%
উত্তরঃ (ক) 0%
২. নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও : ১x৩=৩
২.১ ডাবের জলে _____ হরমোন থাকে।
উত্তরঃ সাইটোকাইনিন
২.২ পায়রার একটি ডানায় _______ টি রেমিজেস নামক পালক থাকে।
উত্তরঃ ২৩
২.৩ RNA-তে থাইমিনের পরিবর্তে _______ থাকে।
উত্তরঃ ইউরাসিল
৩. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : ১x৩=৩
৩.১ অযৌন জননে দুটি জনিতৃ জীবের প্রয়োজন হয়।
উত্তরঃ মিথ্যা।
৩.২ সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়।
উত্তরঃ মিথ্যা।
৩.৩ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে।
উত্তরঃ সত্য।
4.Model Activity Compilation (Final) 2021 Life Science Class 10
উত্তরঃ
Model Activity Compilation (Final) 2021 Life Science Class 10
Link For All Subject