Model Activity Task Mathematics Part 3 Class 8 |
আদোরের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জানো যে, তোমাদের পড়াশোনাকে ধারাবাহিক রাখতে West Bengal Board of Secondary Education আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 3 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা করতে হবে।
Model Activity Task Mathematics Part 3 Class 8
Class 8 Model Activity Task Mathematics Part 3
মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত অষ্টম শ্রেণি তৃতীয় পর্ব
গণিত
অষ্টম শ্রেণি
তৃতীয় পর্ব
1. 100 টাকার 15%=--------টাকা।
উত্তরঃ 100 টাকার 15%=100×15/100
=15 টাকা
2. 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ?
উত্তরঃ 10 টাকা 200 টাকার শতকরা
= 10/200 ×100 টাকা
= 10/2 টাকা
= 5 % টাকা
3. কোন সংখ্যার 20%, 15 হবে?
উত্তরঃ 20 % সংখ্যা হল = 15
1 % """"" = 15/20
100 -"""' = 15/ 20 × 100
=15 ×5
= 75
4. নিচের চিত্রের ফাঁকা শূন্যস্থান পূরণ করো---
(i) দশমিক থেকে শতকরায় পরিণত করো
(a) 0.29➡️ _________
উত্তরঃ 0.29 = 29/100 × 100
= 29
(b) 0.05➡️__________
উত্তরঃ 0.05 =5 /100 × 100
= 5
(ii) শতকরা থেকে দশমিকে পরিণত করো
(a) 91%➡️__________
উত্তরঃ 91 / 100
= 0.91
(b) 8%➡️___________
উত্তরঃ 8 / 100
= 0.08
(iii) ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো
(a) 3/4➡️_________
উত্তরঃ 3 / 4 × 100
= 3 × 25
= 75
(b) 2/5➡️_________
উত্তরঃ 2 / 5 × 100
= 2× 20
=40
(iv) শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো
(a) 23%➡️_________
উত্তরঃ 23 / 100
= 0. 23
= 23 / 100
(b) 7.9%➡️_________
উত্তর:
= 7.9%
= 79/100×10
= .079
= 79 / 1000
(v) দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো
(a) 0.02➡️__________
উত্তরঃ 0.02
= 002/100
= 2/100
= 1/50
(b) 1.51➡️___________
উত্তরঃ
(vi) ভগ্নাংশ থেকে শতকরা এ পরিণত করো
(a) 6/7
উত্তরঃ 6 / 7 × 100
= 600/ 7
(b) 9/11
উত্তরঃ 9 / 11 × 100
= 900 / 11
5. 1 থেকে 70 পর্যন্ত সংখ্যা গুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্ক 1 অথবা 9 থাকবে তার শতকরা হার নির্ণয় করো।
উত্তরঃ
1 থেকে 70 পর্যন্ত 1 অথবা 9 সংখ্যা হল-
11
19
21
29
31
39
41
49
51
59
61
69
1 থেকে 70 পর্যন্ত এক অথবা নয় মোট সংখ্যা আছে 14 টি
70 মধ্যে(1 অথবা 9) আছে 14 টি
1------------= 14/70=1/5
100 ----------= 100/5
= 20টি
তোমরা কোথাও যদি বুঝতে অসুবিধা বোধ করো তাহলে নিচে কমেন্ট বক্সে গিয়ে, সময় অপচয় না করে Coment করে জানিয়ে দাও।
Link For All Subject