Akti Chorui Pakhi By Tarapodoray Part 1 Bangla Class 8 |
Akti Chorui Pakhi By Tarapodoray Part 1 Bangla Class 8
Class 8 Bangla Akti Chorui Pakhi By Tarapodoray Part 1
একটি চড়ুই পাখি তারাপদ রায় অষ্টম শ্রেণি কবিতা বাংলা পর্ব 1
একটি চড়ুই পাখি কবিতার সারসংক্ষেপ: তারাপদ রায় তিনি একটি চড়ুই পাখিকে নিয়ে কবিতা রচনা করেছেন এবং তার সম্পর্কে তিনি আলোচনা করেছেন এছাড়াও এই পাখিটির সঙ্গে তার যে একটি মেলবন্ধনও সম্পর্ক গড়ে উঠেছে তার সর্ম্পকে তিনি এই কবিতায় উল্লেখ করেছেন। চড়ুই পাখি হল অন্যান্য পাখিদের থেকে সে সব থেকে বেশি চালাক এবং সে ঘুরে ফিরে এসে কোভিদ গৃহে বাসা তৈরি করেছে, বিভিন্ন কুটি, খড়ের টুকরো এছাড়াও বিভিন্ন ছোট ছোট ডালপালা নিয়ে সে বাসা তৈরি করেছে এবং জমি ও বিভিন্ন থেকে ধানের অংশ ও ধান মুখে করে নিয়ে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে। আর সেখানে কিচিরমিচির শব্দ শুরু করে দেয় যেন মনে হচ্ছে কেউ গান গাইছে। ওই ছুড়ি পাখিটি অবাক দৃষ্টিতে একেবারে এমনভাবে তাকিয়ে থাকছে তার দেখছে আর মনে মনে ভাবছে, "এই ঘর জানালা দোর, টেবিলে ফুলদানি, বই -খাতা
এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা"। পাখিটি নিজের ইচ্ছামত সে এদিক সেদিক চলে যেতে পারে সে চলে যেতে পারে বসদের এবং পালদের পাড়ায় তবুও সে যেতে চাইনা এক মায়ায় আবদ্ধ হয়ে রয়েছে। এই ছুড়ি পাখিটি সঙ্গীহীন হয়ে একাকী এবং লেখক ও একাই থাকেন তাই তাদের মধ্যে সুসম্পর্ক ও বন্ধন এর সৃষ্টি হয়েছে।
একটি চড়ুই পাখি কবিতার কবি পরিচিতি: বিখ্যাত কবি তারাপদ রায় বাংলা সাহিত্যে তাঁর অসাধারণ চিত্তের পরিচয় পাওয়া যায়। তারাপদ রায়, তিনি জন্মগ্রহণ করেছিলেন1936 খ্রিস্টাব্দে ।তিনি ছিলেন কত ভঙ্গি ও পরিহাস কবিতা 1 বিস্ময়কর চিন্তাময়ী কবি। তিনি অনেক ছোট বড় কবিতা ও বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে বিশেষভাবে যে সমস্ত কাব্যগ্রন্থ ও কবিতাগুলি উল্লেখযোগ্য সেগুলি হল নীল দিগন্তে এখন ম্যাজিক তোমার প্রতিমা দারিদ্র রেখা জলের মতো কবিতা তারাপদ বাবু কোথায় যাচ্ছেন ইত্যাদি।
এই মহান কবি বাংলা সাহিত্যে শিশু সাহিত্যের পরিচয় ও পরিচিত চরিত্র অংকন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো "ডোডো "ও "তাতাই "তারে অমর সৃষ্টি।
তিনি পরলোকগমন করেন 2007 খ্রিস্টাব্দে।
তিনি আজো আমাদের সকলের মাঝে রয়েছেন তার কৃতিত্ব ও গ্রন্থ গুলির মাধ্যমে।
আজকের পাঠ্যবিষয়ের বিষয়বস্তু আলোচনায় তোমাকে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করতে আমাদের এক সেকেন্ডও সময় অপচয়' করবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারাও তোমার মত সমস্ত পর্ব পেতে পারে পড়াশোনা সঙ্গে করতে পারে।