Model Activity Task History MCQ Part 3 Class 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস অষ্টম শ্রেণি তৃতীয় পর্ব


Model Activity Task History MCQ Part 3 Class 8
Model Activity Task History MCQ Part 3 Class 8 
আদোরের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জানো যে, তোমাদের পড়াশোনাকে  ধারাবাহিক রাখতে West Bengal Board of Secondary Education আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 3 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা করতে হবে।
তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের শিক্ষা মূলক websiteDigital Porasona. এছাড়া তোমাদের ভাই-বোন, বন্ধু-বান্ধব, দাদা-দিদি যারা নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে।
তোমরা পাবে সমস্ত All English Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
Model Activity Task History MCQ Part 3 Class 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস অষ্টম শ্রেণি তৃতীয় পর্ব-র সমস্ত প্রশ্নের উত্তর হাজির হলাম তোমাদের সম্মুক্ষে। তোমরা আর সময় অপচয় না করে, এবার তোমরা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি-এর আমাদের পরিবেশ প্রশ্নপত্রের সমস্ত উত্তর গুলো ঝটপট লিখে নাও।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস অষ্টম শ্রেণি তৃতীয় পর্ব

Model Activity Task History MCQ Part 3 Class 8

Class 8 Model Activity Task History MCQ Part 3

History

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ইতিহাস 
অষ্টম শ্রেণি

তৃতীয় অধ্যায় : ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা,  

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

1.সেন্ট জর্জ দুর্গো দেখা যায়---

(a) বাংলা

(b) মাদ্রাজ 

(c) বোম্বাই 

(d) দিল্লি প্রেসিডেন্সিতে

উত্তরঃ (b) মাদ্রাজ 

2. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন---

(a) লর্ড কর্নওয়ালিস

(b) ওয়ারেন হেস্টিংস 

(c) লর্ড ওয়েলেসলি

(d) লর্ড কার্জন

উত্তরঃ (c) লর্ড ওয়েলেসলি

3. ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয়--- 

(a) ১৭৭০ খ্রিস্টাব্দে 

(b)১৭৭১ খ্রিস্টাব্দে 

(c)১৭৭২  খ্রিস্টাব্দে 

(d) ১৭৭৩  খ্রিস্টাব্দে

উত্তরঃ (c)১৭৭২  খ্রিস্টাব্দে

4. সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন---

(a) ওয়ারেন হেস্টিংস

(b) লর্ড কর্নওয়ালিস

(c) লর্ড ক্লাইভ

(d) লর্ড ডালহৌসি

উত্তরঃ (b) লর্ড কর্নওয়ালিস

5. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়---

(a) ১৮১৩ খ্রিস্টাব্দে

(b) ১৮৩৩খ্রিস্টাব্দে

(c) ১৮৫৪ খ্রিস্টাব্দে 

(d)১৮৫৭  খ্রিস্টাব্দে

উত্তরঃ (d)১৮৫৭  খ্রিস্টাব্দে

6. সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন---

(a) ওয়ারেন হেস্টিংস

(b) উইলিয়াম কেরি

(c) স্যার এলিজা ইম্পে

(d) চার্লস উড

উত্তরঃ (c) স্যার এলিজা ইম্পে

7. ভারতের শিক্ষা ব্যবস্থায় "চুঁইয়ে পড়া নীতি" এর প্রবক্তা ছিলেন---

(a) টমাস মেকলে

 (b) চার্লস উড

 (c) লর্ড বেন্টিঙ্ক

(d) ডেভিড হেয়ার 

উত্তরঃ (a) টমাস মেকলে

8. কলকাতা ভারতের রাজধানী তে পরিণত হয়---

(a) পিটের ভারত শাসন আইন

(b) রেগুলেটিং অ্যাক্ট 

(c) চার্টার অ্যাক্ট   

(d) সিভিল সার্ভিস অ্যাক্ট অনুসারে

উত্তরঃ (b) রেগুলেটিং অ্যাক্ট

9. ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন----

(a) ১৭৭১ খ্রিস্টাব্দে

(b)১৭৭৫ খ্রিস্টাব্দে 

(c)১৭৭৭ খ্রিস্টাব্দে 

(d) ১৭৮১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (d) ১৭৮১ খ্রিস্টাব্দে

10. এর রচিয়তা হলেন----

(a) নাথানিয়েল হালেদ

(b) উইলিয়াম জন্স 

(c) জন অ্যান্ড্রুজ

(d) উইলিয়াম কেরি

উত্তরঃ a) নাথানিয়েল হালেদ

 Link for other Subjects 


আশা করি তোমরা Model Activity Task History MCQ Part 3 Class 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস অষ্টম শ্রেণি তৃতীয় পর্ব- প্রশ্ন উত্তর পত্র পেয়ে খুশি হয়েছো তাই তোমার বন্ধুদেরকেও লেখার সুযোগ করে দাও  শেয়ার করে দিয়ে।

তোমরা কোথাও যদি বুঝতে অসুবিধা বোধ করো তাহলে নিচে কমেন্ট বক্সে গিয়ে আমাদের এক সেকেন্ড সময় অপচয় না করে Coment করে জানিয়ে দাও।

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post