Model Activity Task Class 4 Part 7 Swaasthya o Sarir Shiksha |
Model Activity Task Class 4 Part 7 Swaasthya o Sarir Shiksha
Class 4 Part 7 Swaasthya o Sarir Shiksha 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
চতুর্থ শ্রেণি
বন্যা
১। নিচের শব্দগুলির থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো।
(ক) বন্যা
অত্যাধিক বৃষ্টি হলেই জল বৃষ্টি হয়,
জলমগ্ন অবস্থা তাই ......... যে নয়।
উত্তরঃ নিরাপদ
(খ) বন্যা
অবস্থায় এই অবস্থাকে .........নামে ডাকি,
নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি।
উত্তর বন্যা
(গ) বন্যা
বন্যা মানেই চারিদিকেতেই জলে একাকার
উঁচু জায়গায় আশ্রয় নেয় কত .........
উত্তর পরিবার
(ঘ) বন্যা
গাড়ি ঘোড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে,
স্বেচ্ছাসেবক ,............এগিয়ে তখন আসে।
উত্তর সমাজসেবী
(ঙ) বন্যা
ত্রাণশিবিরে মেলে খাবার ,........খাদ্য, জল,
মোকাবিলায় এগিয়ে আছে উদ্ধারকারী দল।
উত্তর শিশুর
(চ) বন্যা
ত্রাণশিবিরে জানতে হবে তাদের...........,
সুনিশ্চিত করতে হবে, জানায় প্রশাসন।
উত্তর ঃ প্রশাসন।
|
পরিবার সমাজসেবী শিশুর প্রয়োজন |
২। নিচের ঘটনাগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখ এবং ভুল থাকলে সংশোধন করো।
(ক) শিশু প্রতিবন্ধী বৃদ্ধ ও মহিলাদের প্রথমে সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে।
(ক) .............উত্তর: শিশু প্রতিবন্ধী বৃদ্ধ ও মহিলাদের প্রথমে সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে, ( সত্য)।
(খ) দুর্যোগ বার্তা শুনলে শুকনো শুকনো খাবার শিশুর খাদ্য, জল জ্বালানির নিরাপদ জায়গায় রাখতে হবে ঔষধ টর্চ লাইট হ্যারিকেন মূল্যবান কাগজ প্লাস্টিকে মুড়ে নিরাপদ স্থানে রাখতে হবে।
(খ) .................উত্তর :দুর্যোগ বার্তা শুনলে শুকনো শুকনো খাবার, শিশুর খাদ্য ,জ্বালানি নিরাপদ জায়গায় রাখতে হবে। ঔষধ, টর্চ ,লাইট ,হ্যারিকেন মূল্যবান কাগজ প্লাস্টিকে মুড়ে নিরাপদ স্থানে রাখতে হবে (সত্য)
(গ) পানীয় জলের নলকূপে অতিরিক্ত পাইপ সংযোগ করতে হবে ,যাতে কল বন্যার জলে না ডুবে যায়।
(গ) ............উত্তর পানীয় জলের নলকূপে অতিরিক্ত পাইপ সংযোগ করতে হবে যাতে কল বন্যার জলে না ডুবে যায় (সত্য) ।
(ঘ) গজব এ কান দেবে গুজব ছড়াবে।
(ঘ) ..............উত্তর ,মিথ্যা
সঠিক উত্তরটি হলো
কোন গুজবে কান দেবে না এবং গুজব ছড়াবে না।
কোন গুজবে কান দেবে না এবং গুজব ছড়াবে না।
(ঙ) বন্যায় ডোবা শাকসবজি মাছ খাবে।
(ঙ) . ........উত্তর ,মিথ্যা।
সঠিক উত্তরটি হলো
বন্যায় ডুবে শাকসবজি এবং মাছ ধরে খাবে না
৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
(ক) বন্যা কাকে বলে?
উত্তর যখন প্রাকৃতিক দুর্যোগের ফলে বা বর্ষার সময় জল নদীতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত জল যায় বয়ে যায় সময় পার্শ্ববর্তী অঞ্চল জলমগ্ন করে ফেলে আর ওই জলমগ্ন পার্শ্ববর্তী গ্রাম গুলির ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে জলের এই ভয়ঙ্কর রূপ বন্যা বলে পরিচিত।(খ) বন্যার সময় কি কি করা উচিত নয়?
উত্তর(i) বন্যার সময় কোনরকম গুজব শুনবেনা ও ছড়ানো উচিত নয়।
(ii)এই অবস্থায় শিশু বৃদ্ধ ওম সমস্ত মানবজাতির মনে সাহস যোগাতে হবে ভয় দেখানো উচিত নয়।
(iii)এই অবস্থায় সর্বপ্রথম বৃদ্ধ মহিলা গর্ভবতীদের সুরক্ষা জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
(Iv) যতটা পারা যায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জিনিসপত্র কে উঁচু স্থানে যেখানে বন্যার জল পৌঁছাতে পারবে না এমন স্থানে সুরক্ষিত করে রাখতে হবে.
(V) বন্যার জলে ভেসে যাওয়া গরিব মানুষদের মূল্যবান জিনিসপত্র ও তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে নেওয়া উচিত নয়.
(VI) এই অবস্থায় বন্যার জলমগ্ন মানুষজনের পাশে ত্রাণ জল ও বস্ত্র পরিধান দিয়ে, যতসম্ভব পারা যায় তাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে.
Link For All Subject