Model Activity Task Bangla Class 4 Part 7 Oct 2021 |
Model Activity Task Bangla Class 4 Part 7 Oct 2021
Class 4 Part 7 Bangla Model Activity Task
মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা চতুর্থ শ্রেণি পার্ট ৭
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭
বাংলা
চতুর্থ শ্রেণি
১. নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ 'এই ছবিটা দেখে আমার দিকে তাকাল'।
১.১ 'এই ছবিটা দেখে আমার দিকে তাকাল'।
--উবার পরিচয় দাও। কোন ছবিটা দেখে সে কথকের দিকে তাকিয়েছে?
উত্তর- 'আমাজনের জঙ্গল' গল্পের লেখক 'অমরেন্দ্রনাথ চক্রবর্তী' জঙ্গলে ভ্রমণ করার সময় যে ছেলেটির সঙ্গে ঘুরছিল আর জঙ্গলের বর্ণনা দিয়েছিল সেই ছেলেটি উবার।
ভ্যান স্কাই অনেক বড় টিনের বাক্সের মতো দেখে, আর ওই গাড়িটা তে ছোট ছোট ছেলেমেয়েরা ঠেলাঠেলি করে বসে স্কুলের দিকে যাচ্ছে আর এই ছবি দেখে লেখক ও বাঁকে জিজ্ঞাসা করেছিল।
১.২ 'কোন ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি'।
১.২ 'কোন ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি'।
---বক্তাকে তিনি কোন ওষুধের কথা বলেছেন?
উত্তর- লীলা মজুমদারের রচিত আলো গল্প থেকে উদ্ধৃত অংশটি নেয়া হয়েছে।
এখানে কথক হলেন গুরু, এখানে লাল মধুর ও হাড়ভাঙ্গা গাছের পাতার কথা তিনি বলেছেন ।
১.৩ 'মাঠের বৃষ্টি বড় বিশাল'।
১.৩ 'মাঠের বৃষ্টি বড় বিশাল'।
--সেই বৃষ্টির বিতরণ কত কিভাবে দিয়েছে?
উত্তর- অ্যাডভেঞ্চার বর্ষায় গল্প মণীন্দ্র গুপ্ত বর্ষা সময়ের বৃষ্টির সঙ্গে ওই সমকালীন এর বর্ণনা দিতে গিয়ে উদ্ধৃত অংশটি ব্যাখ্যা করেছেন।
বৃষ্টির ফোঁটা মাঠের সমস্ত গাছপালা ,জীবজন্তু ,পশুপাখি, উদ্ভিদকেযেন আছড়ে আছড়ে মারার মতো বৃষ্টির ফোটা পরছে আর সেই বৃষ্টিতে সমস্ত কিছু যেন ধুয়ে চলে যাচ্ছে খালি গায়ে থাকা দেহের উপর বৃষ্টির ফোঁটা যেন পেরেকের মত লাগছে এভাবে বর্ণনা করেছেন।
১.৪ আমার তরী বোঝাই করে দেবে উপহার'
১.৪ আমার তরী বোঝাই করে দেবে উপহার'
-- কে, কি উপহার দেবে?
উত্তর- "বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের" রচিত 'আমি সাগর পাড়ি দেবো 'কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেয়া হয়েছে।
কথক সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সপ্ত মধুকর নিয়ে বাণিজ্যে যেতে চান। সে স্বপ্নকে বাস্তবায়িত করতে কথক সাত সমুদ্র পাড়ি দিয়ে চলবে মরাল সমল দুলে-দুলে এবং সিন্ধু রতন মানিক বোঝাই করে উপহার তাকে দেবে।
১.৫ 'দূরের পাল্লা' কবিতাংশে কতজন মাঝির কথা রয়েছে? তারা নৌকায় বসে কি করছেন?
উত্তর- সত্যেন্দ্রনাথ দত্তের রচিত দূরের পাল্লা কবিতায় নৌকা মাঝির কথা উল্লেখ করেছেন।
নৌকায় বয়ে যাওয়া তিনজন মাঝি আপন-মনে গান গাইতে গাইতে চলছে এই ঘটনার কথাই বলা হয়েছে।
২. নিচের ব্যাকরণ গত প্রশ্নগুলির উত্তর দাওঃ
২.১ সন্ধি বিচ্ছেদ করো:
২.১.১ অপেক্ষাউত্তর- অপ + ঈক্ষা
২.১.২ ব্যবহার
২.১.২ ব্যবহার
উত্তর- বেব + হার
২.১.৩ অধ্যুষিত
২.১.৩ অধ্যুষিত
উত্তর-অধি + উষিত
২.২ সন্ধি করোঃ
২.২.১ অতি + উক্তিউত্তর- অত্যক্তি
২.২.২ প্রতি + অক্ষ
২.২.২ প্রতি + অক্ষ
উত্তর- প্রত্যক্ষ