Model Activity Task Amader Poribesh Class 4 Part 7 |
Model Activity Task Amader Poribesh Class 4 Part 7
Model Activity Task Amader Poribesh Class 4 Part 7
Class 4 পরিবেশ Part 7
Class 4 Amader Poribes
মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণি পার্ট ৭
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
চতুর্থ শ্রেণি
Part-7
১. ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ সপ্তর্ষিমণ্ডল দেখা যায় আকাশের
(ক) উত্তর-পূর্ব দিকে(খ) দক্ষিণ-পূর্ব দিকে
(গ) উত্তর-পশ্চিম দিকে
(ঘ) দক্ষিণ পশ্চিম দিকে
উত্তর (ক) উত্তর-পূর্ব দিকে
১.২ মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শিখেছিল সেটি হল
(ক) লোহা(খ) ব্রোঞ্চ
(গ) তামা
(ঘ) পিতল
উত্তর. (গ) তামা
১.৩ নৌকা চালানোর সময় গাওয়া হয়
(ক) বাউল গান(খ) ভাদু গান
(গ) টুসু গান
(ঘ) সারি গান
উত্তর (ঘ) সারি গান
২. ঠিক বাক্যের পাশে ✔️ আর ভুল বাক্যের পাশে ✖️ চিহ্ন দাও
২.১ চাঁদের বুকে প্রথম পা দেন রাকেশ শর্মা।
উত্তর. চাঁদের বুকে প্রথম পা দেন রাকেশ শর্মা। (✖️)২.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাত।
উত্তর. মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাত। (✔️)২.৩ আদিম মানুষেরা কাঠ কয়লা দিয়ে ছবি আঁকতো।
উত্তর. আদিম মানুষেরা কাঠ কয়লা দিয়ে ছবি আঁকতো। (✔️)৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ মহাকাশ নিয়ে গবেষণায় গ্যালিলিও এর অবদান উল্লেখ করো।
উত্তর: বিজ্ঞানী গ্যালিলিও বিভিন্ন গবেষণার পর তিনি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন।এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দূরের কোনো বস্তুকে খুব সহজেই পর্যবেক্ষণ করা যায় আর এই দূরবীক্ষণ কে কাজে লাগিয়ে তিনি পৃথিবী থেকে চাঁদ কে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি সর্বপ্রথম মহাকাশ সম্পর্কে তথ্য প্রদান করেন এবং তিনি বলেন চাঁদ ও পৃথিবীর মতো অসমান আর সেখানে খাদে ভরা রয়েছে।
আর এরপর থেকেই পরবর্তী বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে আরো কৌতুহলী হয়ে তার বিভিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছে।
৩.২ দৈনন্দিন জীবনে নানা রকম টুল এর সাহায্য নেওয়া হয় কেন?
উত্তর- দৈনন্দিন জীবনে মানুষ বিভিন্ন ধরনের টুল এর ব্যবহার করে থাকে নিজের কাজকে সহজ সরল করার জন্য এবং আরামদায়ক করতে।যেমন মাঠে কাজ করার জন্য কোদাল কাস্তে এছাড়াও বাড়িতে রান্না করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বাসনপত্র ও বালতি দূরের কোথাও যাওয়ার জন্য মানুষ যানবাহনের ব্যবহার ইত্যাদি টুলের সাহায্যে মানুষ অল্প সময়ে বেশি পরিমাণে কাজ করতে সক্ষম।
৩.৩ কে কোথায় থাকেন তার ওপর জীবিকার ধরন অনেকটা নির্ভর করে উদাহরণের সাহায্যে বাক্যটি যথার্থ ব্যাখ্যা করো।
উত্তর: মানুষ যেখানে বসবাস করে অথবা যে স্থানে জীবিকার জন্য বসবাস করতে থাকে সেখানে সেরকমভাবে সে জীবিকা কে কাজে লাগিয়ে নিজেদের জীবন ধারণ করে।যেমন শিল্প প্রধান দুর্গাপুর, ব্যান্ডেল, গুজরাট, বোম্বে এই সমস্ত স্থানে বিভিন্ন বড় বড় শিল্প কারখানা থাকায় মানুষ যেখানে শিল্পের উপর নির্ভরশীল আবার অপরপক্ষে চাষযোগ্য যেমন বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত স্থানের উপর নির্ভরশীল।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৪.১ আগুনের আবিষ্কার আদিম যুগের মানুষের জীবনে নানান রকম পরিবর্তনের সূচনা করে বক্তব্যটি যথার্থ ব্যাখ্যা করো।
উত্তর: পূর্বে মানুষ বনে, জঙ্গলে, গুহা ই বসবাস করত। আর সেখানে সেখানে মানুষ গাছের পাতা ফুল ফল ও পশুপাখির কাঁচা মাংস ভক্ষণ করত। তারপর মানুষ আস্তে আস্তে আগুনের ব্যবহার শিক্ষলো এর ফলে মানুষ নিজেকে বিভিন্ন হিংস্র জীব জন্তুর হাত থেকে রক্ষা করতে ব্যবহার করল আগুনকে।আর প্রকৃতির ঠান্ডা অর্থাৎ শীতের হাত থেকে বাঁচা নিজেকে বাঁচাতে ডালপালা কে সংগ্রহ করে আগুন লাগিয়ে শীতের হাত থেকে নিজেকে রক্ষা করতে শিখলো।
পূর্বের মত আর মানুষ কাঁচা মাংস খেলোনা আগুনের ব্যবহারের পর মানুষ তাকে ঝলসিয়ে এবং রান্না করে খেতে শিখলো।
এছাড়া আগুন বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন পদ্ধতিতে কাজে লাগিয়ে মানুষ তার জীবনকে সুখ-স্বাচ্ছন্দ্যকে স্বচ্ছলতা করতে আগুন ব্যবহার করে থাকে।