![]() |
Swathya O Sharir Siksha Lesson 1 | Class 7 WBBSE |
Swathya O Sharir Siksha Lesson 1 | Class 7 WBBSE | শারীর শিক্ষার মৌলিক ধারণা | সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা
Class 7 WB Swathya O Sharir Siksha Lesson 1
Lesson 1 Swathya O Sharir Siksha Class 7
শারীর শিক্ষার মৌলিক ধারণা | সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা
প্রথম অধ্যায়
শারীর শিক্ষার মৌলিক ধারণা
শিক্ষা ও শারীর শিক্ষার লক্ষ্য
আমরা এর আগের শ্রেণীতে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে শারীর শিক্ষা সম্পর্কে কিছুটা ধারনা বা জ্ঞান অর্জন করেছি।
আমরা এখন জানব যে শারীর শিক্ষা কাকে বলে? আর এর প্রয়োজন কেন? শারীর শিক্ষাকে কেন ইস্কুলের পাঠ্যক্রমে পাঠদানের জন্য নথিভূক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে?
শারীর শিক্ষা মানব শরীরের সব থেকে বড় সম্পদ হলো শরীর।
যে ব্যক্তির মন সুস্থ-সবল ও শরীর সুস্থ-সবল থাকবে সেই ব্যক্তি এই পৃথিবীতে সব থেকে বেশি সুখী হয়ে ও খুশিতে থাকবে।
অপরপক্ষে কোনো ব্যাক্তি যদি অধিক ধনসম্পত্তি থাকা সত্বেও তার মন শরীর সুস্থ সবল না থাকে তাহলে তার কাছে তার ওই অধিক মূল্যের কোনো মূল্যে সে অনুভব করতে পারবে না আর তার কাছে সবথেকে তুচ্ছ মনে হবে ওই মূল্য অর্থাৎ অর্থ ধনসম্পত্তিগুলো।
শারীর শিক্ষাঃ শরীরকে সুস্থ সবল রাখার জন্য যে শিক্ষা অবলম্বন করা হয় তাকে বলে শারীর শিক্ষা।
শারীর শিক্ষার জন্য কোন নিয়ম বাধা বিধি নেই শিক্ষা সর্বোপরি সর্ব বয়সের জন্য গ্রাহ্য।
শারীর শিক্ষা এমন একটা শিক্ষা নিজে নিজেই করা সম্ভব নিজের সুস্থ-সবল গড়ে ওঠার এক কারিগরি শিক্ষক হিসেবে বিবেচিত হয়।
শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া করার মাধ্যমে হচ্ছে শারীর শিক্ষার উদাহর ।
যেমন খেলা করা, লাফা করা, নড়াচড়া করা, ছবি আঁকা, কারো সঙ্গে কথা বলা কোথাও ঘুরে বেড়ানো পড়া করা এক নিঃশ্বাসে বসে উপাসনা করা, কোথাও এক জায়গায় স্থির ভাবে দাঁড়িয়ে শ্বাস-প্রশ্বাস ত্যাগ করা ইত্যাদি।
শারীর শিক্ষা অর্থাৎ শরীরকে সুস্থ সবল রাখার জন্য বহু বিজ্ঞানীগণ তাদের মতামত প্রকাশ করেছেন তাদের মধ্যে বিশেষ কয়েকটি উল্লেখযোগ্য হলো নিম্নরুপ।
(ক) স্বামী বিবেকানন্দ বলেছেন - "মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণতার সম্পন্ন হলো শিক্ষা শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে একে বলেছেন ম্যান মেকিং এডুকেশন"।
Link All Subject
Class 7 Ganit Probha Part 1 Mathematics | সপ্তম শ্রেণির গণিত পার্ট ১
মানুষের খাদ্য সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় প্রথম পর্ব | Manusher khadya Class-7 Lesson-5 Part-1
Link For Another Class