![]() |
Class 7 Ganit Probha Part 1 Mathematics |
আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের উদ্দেশ্যে শিক্ষার অগ্রগতি বজায় রাখতে আজো আমরা আগের মত ক্লাস ভিত্তিক Part নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি Class 7 Ganit Probha Part 1 Mathematics গণিত এর প্রশ্নোত্তর পর্ব।
Digital Porasona ওয়েবসাইটে তোমরা তোমাদের স্নেহের, আদরের ভাই বোন এবং শ্রদ্ধেয় দাদা, দিদি এবং বন্ধু-বান্ধবদের অর্থাৎ নার্সারি, হইতে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, সহজ-সরল, যথোপযুক্ত, মার্জনীয় ভাষায় উত্তর পাবে এখানে।
তাহলে চলো আর দেরি না করে বিষয়বস্তুটা অর্থাৎ ক্লাস সেভেন টেক্সটবুক মাথামেটিকস Class 7 Ganit Probha Part 1 Mathematics | সপ্তম শ্রেণির গণিত পার্ট ১ -এর সমাধান দেখি ও ভালো করে বুঝে পড়ি।
1 . পূর্বপাঠের পুনরালোচনা
আজ দুপুরে আমরা মাঠে গাছের নিচে বসে ছবি আঁকবো।চন্দ্রা খুব ভালো ছবি আঁকতে পারে না। কিন্তু খুব ভালো রং করে। তাই সে আমাদের আঁকা ছবির কিছু কিছু অংশ রং করবে।
![]() |
Class 7 Ganit Probha Part 1 Mathematics |
উত্তর- আমরা 1 নং চিত্রে দেখতে পাচ্ছি যে 6 জোড়া বল রয়েছে অর্থাৎ 12 টি বল রয়েছে।
চন্দ্রা রং করল ২ নং চিত্রে 1-4 অংশ বা টি বলে [নিজে রং করি]
উত্তর-এই ১২ টি বলের মধ্যে 1-4 অংশ বল রং করার জন্য চন্দ্রাকে বলা হল ।
12×1/4
=3, চন্দ্রা 3 টি করল।
৩ নং চিত্রে এই ছবির ফুল গুলির মোট সংখ্যার 1-3 অংশ বা __টি ফুলে লাল রং দিল। [নিজে রং করি]
উত্তর- আমরা দেখতে পাচ্ছি চিত্রে নটি ফুল রয়েছে এই নটি ফুলের মধ্যে 1-3 অংশ বা
9×1/3
=3 টি ফুলে লাল রং করে দিল।
৪ নং চিত্রে -এই ছবির পাতা গুলির মোট সংখ্যার 1/7 অংশ বা __ টি পাতায় সবুজ রং দিল। [নিজে রং করি]
উত্তর- 4 নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি 14 টি পাতা রয়েছে এই পাতার 1/7 অংশ বা
14×1/7
=2 টি, পাতায় সবুজ রং দিল।
মহিম কিন্তু অনেকগুলি বৃত্ত আকঁল--
আমি মহিমের আঁকা বৃত্তের সংখ্যার 0.5 অংশে বৃত্তের মধ্যে ত্রিভুজ ও 0.2 অংশের মধ্যে চতুর্ভুজ আঁকি--[যেমন - ]
৫ নং চিত্রে এর 1/3 অংশ টাকা___নিজে আঁকি।
উত্তর-5 নং চিত্রে 24 টাকা এর 1/3 অংশ টাকা
= 24×1/3
=8 টাকা, নিজে আঁকি।
তথাগত শুধু একটা ফাঁকা মাঠ আঁকলাম
এই ছবিতে 6 জন ছেলেমেয়ে আঁকি যাদের 1-3 অংশ মেয়ে।
উত্তর- 6 জন ছেলে মেয়ের মধ্যে 1/3 অংশ তাহলে মেয়ের সংখ্যা
=6×1/3
=2 জন।
উপরোক্ত আলোচ্য বিষয় Class 7 Ganit Probha Part 1 Mathematics | সপ্তম শ্রেণির গণিত পার্ট ১ গুলি ও প্রশ্নগুলির মধ্যে তোমাদের যদি কোথাও কোন কিছু বুঝতে বা লিখতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা আমাদের নিচে COMMENT BOX গিয়ে জানিয়ে দাও অতি শীগ্রই। আমরা তোমাদের সমাধান করার জন্য সদা প্রস্তুত রয়েছি। অতি অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু অতি সংক্ষেপে ও প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তুমি নিশ্চয়ই খুশী হয়েছো বা আনন্দ পেয়েছ অথবা তুমি উপকৃত হয়েছো, আর তোমার মত তোমার সহপাঠীদের কেউ এই প্রশ্নগুলির উত্তর যাতে তারা জানতে পারে,
Sir 1erdagher prosno ki korte bola hoyeche kichu bojha jache na , color ta thik thak korun. Noi le amder ans korte osobidha hche. Apnra to chere dichen pore amdek bhulte hche.
ReplyDelete