![]() |
New Model Activity Task Class 7 Part 6 Poribesh O Biggan | September 2021 |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান ২০২১
New Model Activity Task Class 7 Part 6 Poribesh O Biggan September 2021
Model Activity Task Class 7 Part 6 Poribesh O Biggan September 2021
Class 7 Part 6 Model Activity Task
Poribesh O Biggan Model Activity Task September 2021
CLASS 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান ২০২১
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ যেক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো −
১.১ যেক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো −
(ক) দেয়াল (খ) কাগজ (গ) কাপড় (ঘ) আয়না
উত্তর- (ঘ) আয়না।
১.২ যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হলো −
(ক) সূর্য (খ) বায়ুপ্রবাহ (গ) জীবাশ্ম জ্বালানি (ঘ) জৈব গ্যাস
উত্তর- (গ) জীবাশ্ম জ্বালানি।
১.৩ রূপান্তরিত অর্ধবায়বীয় কান্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো −
(ক) আলু (খ) কচুরিপানা (গ) বেল (ঘ) কুমড়ো
উত্তর- (খ) কচুরিপানা।
২. ঠিক বাক্যের পাশে '✔' আর ভুল বাক্যের পাশে '✖' চিহ্ন দাও :
২.১ কোনো দন্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয় ।
উত্তর- ✔
২.২ কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে ।
উত্তর- ✖
২.৩ তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ ।
উত্তর- ✖
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত লোহার চেয়ার না কাঠের টুল ? কেন ?
উত্তর- চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত ।কেননা কাঠ তড়িৎ ও বিদ্যুতের কুপরিবাহী। ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
৩.২ উদ্ভিদের মুলের প্রধান কাজ কী কী ?
উত্তর- উদ্ভিদের মূলের প্রধান কাজ হল-
i) মূল উদ্ভিদকে মাটির সঙ্গে শক্তভাবে আবদ্ধ করে রাখে
ii) মূল মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে ।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:
৪.১ সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে ? ব্যাখ্যা করো ।
উত্তর- সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে ।
কেননা , সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো হলে তা অসংখ্য ছোটো ছোটো ছিদ্রের সমষ্টিরূপে কাজ করে। ফলে প্রতিটি সূক্ষ্ম ছিদ্র এক একটি পৃথক পৃথক প্রতিকৃতি তৈরি করে। ফলে সমস্ত প্রতিকৃতি একসাথে মিশে গিয়ে অস্পষ্ট প্রতিকৃতি তৈরী করে ।
৪.২ সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো ।
উত্তর- সমুদ্রের মাছ ঘন ঘন মূত্র ত্যাগ করে । ফলে তাদের দেহ থেকে খুব কম পরিমাণ জল বেরিয়ে যায় । সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ও ত্যাগ করে ।
Link For Model Activity Tasks Another Part