![]() |
পঞ্চম শ্রেণী | স্বাস্থ্য ও শারীরশিক্ষা Model Activity Task Part 5 |
আদোরের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জানো যে, তোমাদের পড়াশোনাকে ধারাবাহিক রাখতে West Bengal Primary Board of Secondary Education আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা করতে হবে।
Model Activity Task Part 5-র পাঠ্যবইয়ে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না, যার ফলে ছাত্র-ছাত্রীরা অসুবিধায় পড়ছে। তাই আমরা তোমাদের সাহায্যের জন্য বন্ধুর মতো তোমাদের কাছে এগিয়ে এলাম।
তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের Digital Porasona online portal. এছাড়া তোমাদে Nursery থেকে XII শ্রেণী পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে।
তোমরা পাবে সমস্ত শ্রেণীর English Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরলশ্রেণীর সমাধান।
আমরা কেবলমাত্র Model Activity Task Part 5 Swasthya O Sharir Siksha Class 5 | স্বাস্থ্য ও শারীরশিক্ষা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি এই পর্বে।
তবে তোমরা আর সময় অপচয় না করে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে লিখে নাও।
Model Activity Task Part 5 Swasthya O Sharir Siksha Class 5 fully solvedModel Activity Task Part 5 Swasthya O Sharir Siksha Class 5 | স্বাস্থ্য ও শারীরশিক্ষামডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 স্বাস্থ্য ও শারীরশিক্ষা, পার্ট - 5 শ্রেণী - পঞ্চম (এসো অপুষ্টি তাড়াই ও শক্তি বাড়াই)। ১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (√) চিহ্ন দাও : |
(৩) তুমি তোমার অনুভূতি লেখো:
(ক) তোমার সবচেয়ে আনন্দের দিন কোনটি?
উত্তর: আমার সবথেকে আনন্দের দিন হল আমার জন্মদিন। এই দিন অনেক বন্ধু বান্ধব আসে ।বাড়ি আনন্দে মুখরিত থাকে। অনেক গিফট পাওয়া যায়।
(খ) কেন সে দিনটি আনন্দের?
উত্তর: কারণ ওই দিনে বাড়িতে অনেক অতিথি, বন্ধু- বান্ধবী আসে ।সারাদিন নাচ গান, খানাপিনা হয়। অনেক পুরস্কার ও আশীর্বাদ মেলে।
(গ) সত্যি কিসে তুমি ভয় পাও?
উত্তর: আমি সাঁতার কাটতে জানি না, তাছাড়া জলের স্রোতে অনেক টান দেয়। ডুবে যাওয়ার আশঙ্কা থাকে।
(ঙ) পরিচিত ব্যক্তির কষ্ট দেখলে তোমার কী অনুভূতি হয়?
উত্তর: পরিচিত ব্যক্তির কষ্ট দেখলে আমার অন্তর কেঁদে ওঠে ।মনে হয় কোনো চমৎকারের দ্বারা আমি যদি তার কষ্ট দূর করতে পারতাম তাহলে শান্তি পেতাম।
(চ) অপরিচিত ব্যক্তির কষ্ট দেখলেও তোমার কী মনে হয়?
উত্তর: অপরিচিত মানুষের কষ্ট দেখলেও আমার মন কষ্ট পায় । আমি চাই সবাই সুখে শান্তিতে বসবাস করুক।
(ছ) সত্যি কীসে তোমার মন খারাপ হয়?
উত্তর: যখন কোনো মৃত্যু দেখি তখন মনটা খুব খারাপ হয়ে যায় ।
(জ) কেন তোমার মন খারাপ হয়?
উত্তর:কারণ, মৃত্যুতে কেউ তার প্রিয় জনকে হারিয়ে ফেলে। সেই শূন্যস্থান কখনো ভরাট হওয়ার নয়।
(ঝ) মন খারাপ হলে তুমি কী করো।
উত্তর: মন খারাপ হলে আমি সবুজ মাঠে বা নির্জন স্থানে গিয়ে বসি। প্রকৃতির নৈসর্গিক দৃশ্যে নিজেকে সান্তনা দিই। আর মনকে আশ্বস্ত করি যা হওয়ার তা হবে, ভবিতব্য কে মেনে নিতেই হবে।
Model Activity Task Part 5 Bangla Class 5 | বাংলা
আশা করি তোমরা আমাদের উত্তর পত্র পেয়ে খুশি ও আনন্দ পেয়েছ বা হয়েছ তোমাদের মত তোমাদের আরো স্কুল ছাত্র ছাত্রী সহপাঠীদের এটা Share করে দাও, যাতে তারাও তোমার মতো আনন্দে লিখতে পারে ও সমস্ত প্রশ্নের সমাধান করে খুশি হতে পারে।
আশাকরি তোমরা সকলেই লিখে নিয়েছো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই প্রশ্নের উত্তর পত্র আর যদি কেউ প্রশ্নের উত্তর পত্র লিখতে বা বুঝতে অসুবিধে বোধ করছ, তাহলে তোমরা আমাদের নিচে Comment Box খুব শিগগিরই কমেন্ট করে পাঠিয়ে দাও। আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি প্রশ্নগুলির উত্তর পত্র লিখে নিয়ে নিজে নিজে বিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে ম্যাডাম বা দিদিমণি এবং শিক্ষক মহাশয় কে জমা দেবে, জমা দেওয়ার আগে ভালোভাবে খাতাগুলো কে দেখে নেবে যে তোমরা তোমাদের নাম, রোল নাম্বার ঠিকঠাক লিখেছো কিনা তারপর জমা দেবে ।
আমাদের সঙ্গে এতোক্ষণ থাকার জন্য তোমাদের কে অশেষ ধন্যবাদ ও স্নেহের ভালোবাসা রইলো পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান তোমরা আমাদের এই ডিজিটাল পড়াশোনা ওয়েবসাইট।
Outstanding
ReplyDeleteThank
ReplyDelete