মেঘের মুলুক |
ক্লাস ২ আমার বই মেঘের মুলুক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
Class 2 Amar Boi Bengali Megher Muluk Upendra Kishor Raychoudhuri
Megher Muluk question answer
মেঘের মুলুক প্রশ্ন উত্তর
শব্দার্থ : আন্দাজ-অনুমান। ড্রাইভার — চালক। দার্জিলিং—পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা।
হিমালয়—ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা। মিঠাই—মিষ্টি। দুষ্ট—খারাপ। গ্রাস—গিলে ফেলা।
মজবুত—শক্তপোক্ত। চাঁদি—রুপো ।
$ads={1}
হাতেকলমে
১. নীচের প্রশ্নগুলির উত্তর লিখি :
১.১ মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন?
উত্তরঃ দার্জিলিং কে লেখক মেঘের মুলুক বলেছেন।
১.২ দার্জিলিঙের পথে ট্রেন কীভাবে চলে ?
উত্তরঃ বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নোর মতো এঁকে বেঁকে চলে।
১.৩ দার্জিলিঙের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কী ?
উত্তরঃ দার্জিলিঙের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম ঘুম।
১.৪ পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমনভাবে সাজানো ?
উত্তরঃ মিষ্টির দোকানে যেমন মিঠাইয়ের থালাগুলি সাজানো থাকে, পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেইরকম সাজানো।
১.৫ দার্জিলিঙে কোন পাহাড় দেখা যায়?
উত্তরঃ দার্জিলিঙে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়।
১.৬ দার্জিলিঙে ভোরের আকাশটি দেখতে কেমন লাগে?
উত্তরঃ দার্জিলিঙে ভোরের আকাশ দেখলে মনে হয় পাহাড়ের পিঠের উপর মেঘের খোকারা ঘুমিয়ে আছে, তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপ্সা ছাই রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যায়।
১.৭ সে দেখেই বলে, ‘আহা!’–কে বলে ?
উত্তরঃ দার্জিলিঙের প্রাকৃতিক সৌন্দর্য যারাই বুঝতে পারে, তারাই বলে ওঠে -আহা!
$ads={2}
২. নীচের শব্দগুলি থেকে যুক্তব্যঞ্জন খুঁজে নিয়ে লিখি :
দার্জিলিং= র্জ
পরিষ্কার = ষ্ক
আন্দাজ= ন্দ
শক্ত= ক্ত
ট্রেন = ট্র
মূল্য= ল্য
৩. গল্প থেকে যুক্তব্যঞ্জনের শব্দগুলি লিখি। যুক্তব্যঞ্জন খুঁজে বার করি :
উত্তরঃ ভেল্কি= ল্ক, কেন্নো= ন্ন, ট্রেন= ট্র, ষ্টেশন = স্ট, সুন্দর= ন্দ ।
৪. একই অর্থবিশিষ্ট অন্য শব্দ লিখি যাতে যুক্তব্যঞ্জন আছে :
সাঁঝ=সন্ধ্যা।
আঙ্কা=অঙ্কন।
পাহাড়=পর্বত।
মাঠ=ক্ষেত ।