![]() |
Class 6 Gonit Part 1 Mathematics |
সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো, তাঁর সঙ্গে সঙ্গে তোমাদের Model Activity Task-এর পড়াশোনাও যথারীতি চলছে। সারাবিশ্বে করোনা ভাইরাস এর জন্য আতঙ্কের সৃষ্টি হয়েছে, ঠিক তখনই সরকার পুরোদেশবাসীকে রক্ষা করার জন্য Lockdown ঘোষণা করে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী । ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমাদের তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা কেন্দ্র বন্ধ রাখার নির্দেশকা জারি করেন। ছাত্র-ছাত্রীদের স্কুল, হাই স্ককুল, কলেজ, সরকারি-বেসরকারি সমস্ত শিক্ষাকেন্দ্র অস্থায়ী সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশিকা জারি করেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ দ্বারা। এই জন্য সমস্ত শিক্ষা বা পড়াশনার প্রতি আগ্রহ লঘু হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা।
আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণির গণিতপ্রভা পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা এর প্রথম পাতা প্রশ্ন উত্তর পর্ব ও অংকের সমাধান তবে আর দেরি না করে আজকের পাঠ Class 6 Gonit Part 1 Mathematics | ষষ্ঠ শ্রেণির গণিত পার্ট ১ এ মনোনিবেশ করি।
Class 6 Gonit Part 1 Mathematics | ষষ্ঠ শ্রেণির গণিত পার্ট ১
Class 6 Gonit Part 1 Mathematics
ষষ্ঠ শ্রেণির গণিত
Gonit Probha Math for Class 6
Class 6 Gonit Part 1 Mathematics |
তাই 1টি সারিতে দাঁড়ালাম _________(............ ÷ ....... ) জন =...........জন।
উত্তর- 36 ÷ 3 = 12 জন।
কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরাও আমাদের সাথে যোগ দিল তারাও প্রতি সারিতে একে সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করল।
প্রতি সারিতে...............জন করে 2টি সারিতে দাড়ানোর পরেও 10 জন অবশিষ্ট রইল।
উত্তর- 12 জন।
1 হিসাব করে দেখি পঞ্চম শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী এসেছে
________× 2 + 10 = _________ + ________
= _____________
উত্তর- 12 × 2 + 10
= 24 + 10
= 34
পঞ্চম শ্রেণীর 4 জন ছাত্র-ছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল।
গণিতের ভাষায় সংস্থাটি হলো-
36 ÷ 3 × 2 +10 - 4
উত্তর- 36 ÷ 3 × 2 +10 - 4
= 12 × 2 + 10 - 4
=24 + 2 + 10 - 4
= 36 - 4
= 32
পঞ্চম শ্রেণীর __________ জন ছাত্র-ছাত্রী মাঠে থাকল।
উত্তর - 32 জন।
Link