New Model Activity Task Class 1 Part 4

New Model Activity Task Class-1, Part-4
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
 New Model Activity Task Class 1 Part 4

প্রথম শ্রেণি

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part- 4 এর সমাধান


প্রিয় শিক্ষার্থীরা তোমরা  আশা করি খুব ভালো ও সুস্থ আছো।তোমরা নিশ্চয় আগের "Model Activity Task, Part-3“ এর সমস্ত প্রশ্নের উত্তর যত্নসহকারে লিখে, তোমাদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা মহাশয়াকে জমা দিয়েছো এবং জমা দেওয়ার সময় তোমার বা তোমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া তোমাদেরকে  আবার নতুন  "Model Activity Task, Part-4“  বাড়ির কাজের জন্য দিয়েছেন। 

তোমরা "New Model Activity Task, Part-4“-এর Question paper হাতে পেয়েছো। আর যারা আগের "মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট-৩" জমা দিয়েছছো অথচ নতুন প্রশ্নপত্র নিতে ভুলে গেছো বা কেউ কোন কারণবশত নিতে পারোনি, তারা অবশ্যই তোমাদের বন্ধুদের প্রশ্নপত্র XEROX করে নিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখে নেবে।  

"Didital Porasona" ওয়েবসাইটে 'নার্সারি' থেকে দশম' শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের"প্রশ্নের উত্তর, এখানে পাওয়া যাবে। 

পূর্বের ন্যায় আমরা তোমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং হাজির করেছি তোমাদের জন্য "পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ" এবং "পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ " এর সমস্ত বিষয় ভিত্তিক প্রশ্নের আমরা সমাধান করে দিয়েছি 'ডিজিট্যাল পড়াশোনা' ওয়েব সাইটে। এখানে তোমরা পেয়ে যাবে "New Model Activity Task Class-1, Part-4 Solve“ এর সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর। তোমরা নিজ নিজ প্রশ্নের উত্তর  আমাদের ওয়েবসাইটে থেকে দেখে নিয়ে- যত্ন করে, পরিষ্কার-পরিচ্ছন্ন লিখে নেবে। তারপর সঠিক সময়ের মধ্যে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা মহাশয়াকে প্রশ্নের উত্তরপত্র জমা  দেবে। 

তোমাদের সুবিধার্থের জন্য সমস্ত বিষয়ের , প্রশ্নের উত্তর বা সমাধান পরপর নিচে দেওয়া হল।

 আশা করি তোমরা উপকৃত হবে। 

 এবার তোমরা সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তরগুলো চটপট লিখে নাও।  

ABILITY TO COMMUNICATE SOLVE

ABILITY IN PHYSICAL AND MENTAL COORDINATION SOLVE

ABILITY TO CORRELATE SOLVE

ABILITY IN PROBLEM SOLVING SOLVE


মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 প্রথম শ্রেণি

ABILITY TO COMMUNICATE


১.শব্দ থেকে  স্বরচিহ্ন খুঁজে লেখো: 

i) বাটি ______,  ______,

ii) বুনো ______,  ______, 

iii) পুঁতি______,  ______,

iii) লেখা ______,  ______,

উত্তর-

i) বাটি-   আ   ই

ii) বুনো-   উ   ও 

iii) পুঁতি-   উ   ই 

iii) লেখা-  এ  আ

২.তোমার জানা চারটি ফলের নাম লেখোঃ

আমার জানা চারটি ফলের নাম হল 

ক)  আম

খ) কলা

গ) পেয়ারা

ঘ) ডালিম। 

৩. Circle the English vowel letter from the list of words. 

i) Doll

ii) Bat

iii) Hen

iv) Girl

উত্তর- 

i) D o l l

ii) B a t

iii) H e n

iv) G i r l

৩. মাঝের সংখ্যা লিখি. 

i) ১......৩

ii) ৫......৭

iii) ৮......১০

iv) ২.......৪

উত্তর- 

i) ১

ii) ৫

iii) ৮ ১০

iv) ২

Page -2

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 প্রথম শ্রেণি

ABILITY IN PHYSICAL AND MENTAL COORDINATION

সমাধান-

Page -3

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 প্রথম শ্রেণি

ABILITY TO CORRELATE

১. এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করোঃ

 (i) ধারে, বক, হাঁস, নদীর, 

উত্তর- নদীর ধারে হাঁস ও বক। 

(ii) পাখির, হল, ডাক, ভোর 

 উত্তর- পাখির ডাকে ভোর হলো। 

(iii) আছে, মাছ, পুকুরে, অনেক

উত্তর- পুকুরে অনেক মাছ আছে।

২. বাঁদিকের সাথে  দাগ দিয়ে মেলাও:
উত্তর- 
৩. Match the colours with the objects: 
উত্তর-

৪. ফাঁকা ঘরে,'+' বা ' +' বসাও:

উত্তর- 

Page -4

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 প্রথম শ্রেণি

ABILITY IN PROBLEM SOLVING

১. নিচের প্রশ্নগুলির উত্তর বাক্যে লেখ:

(i)কোন সময় হিম পড়ে? 

উত্তর- শীতকালের সকাল বেলায় হিম পড়ে। 

(ii)ভোরবেলায় ঘাসের আগায় কী দেখা যায়? 

উত্তর- ভোরবেলায় ঘাসের আগায়, শিশির বিন্দু লক্ষ্য করা যায়। 

(iii)মাঠ কিসে ঢাকা পড়ে যায়? 

উত্তর- মাঠ সাদা কুয়াশা ঢাকা পড়ে যায় ও ঘাসে ঢাকা পড়ে থাকে। 

(iv)বিকেল কিভাবে নামে? 

উত্তর- দুপুর পেরিয়ে বিকেল নামে। 


3. Match the colour with the Objects:
i) b a l l k d f 
উত্তর- b a l l (খেলার বল)
ii) p r c h a l l
উত্তর-h a l l(হল ঘর)
iii) d s v a s e m
উত্তর-v a s e(ফুলের দানি)
iv) p q d e e r t

উত্তর-d e e r(হরিণ)

৩. নানাভাবে সংখ্যা বানাও:

____  +  ____ =  ৯

উত্তর- ৭ + ২ = ৯

____  +  ____ =  ৯

উত্তর- ১ + ৮ = ৯

____  +  ____ =  ৯

উত্তর- ৪ + ৫ = ৯ 

৪.হিসাব করো:
রোজ রাতে বাবা ৫টি, মা ৩টি ও তুমি ২টি রুটি খাও। রাতে মা কয়টি রুটি তৈরি করেন?
মা __টি রুটি
বাবা __টি রুটি
তুমি __টি রুটি
_____________
     ___ টি রুটি
_____________

মা ___ টি রুটি তৈরি করেন।

উত্তর- 

  মা  ৩ টি রুটি
বাবা ৫  টি রুটি
তুমি ২  টি রুটি
_____________
     ১০  টি রুটি         মা ১০  টি রুটি তৈরি করেন।

আমাদের "Digital Porasona ওয়েবসাইটে" থাকার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আগামীতেও তোমরা পরবর্তী "অ্যাক্টিভিটি টাস্ক" এর সমস্ত বিষয়ের সমাধান পাবে এখাণে, আমাদের ওয়েবসাইটে। তাই শিক্ষা ও গৃহশিক্ষকের সহযোগিতা পেতে যুক্ত থেকো আমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো , ধারাবাহিকভাবে এবং নিরবিচ্ছিন্ন ভাবে শিক্ষা লাভ করতে থাকো। 

তোমার বন্ধুরাও যাতে তোমার মত প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা না হয়, তার জন্য তোমার বন্ধুদের কেউ 'Share' করে দাও, আমাদের "Digital Porasona"ওয়েবসাইটের "লিংক টা। 

তোমাদের যদি কোনো কিছুর প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধে হয়, তাহলে প্রশ্নের উত্তরটি বোঝর বা জানার জন্য তোমরা নিচে 'COMMENT BOX' -এ COMMENT করে আমাদের জানাতে ভুলবে না।

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

1 Comments

Post a Comment
Previous Post Next Post