New Model Activity Tasks Class 2 Part 4 Bangla

New Model Activity Tasks Class 2 Part 4 Bangla
Model Activity Tasks Class 2 Part 4 Bangla

আদোরের ও স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই আনন্দে ও খুশিতে আছো। তোমাদের প্রাথমিক বিদ্যালয় বা শিক্ষালয় বন্ধ থাকায়, সারাদিন বন্ধু ও পাড়া-প্রতিবেশী, সঙ্গীদের নিয়ে খেলাধুলা করতে চাও, হাসি-কান্না আবার কখনো মারপিট করে। ছাত্রছাত্রীরা আবার একটু পরেই একসঙ্গে খাওয়া-দাওয়া, খেলাধুলা করতে থাকে। বাড়িতে কম থাকে, বাড়ির বাইরে বেশি থাকে আর বাড়ির কাছাকাছি বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়ে দিন কাটিয়ে দেয় ছোট ছোট স্নেহের ছাত্রছাত্রীরা।   

ছোট ছোট স্নেহের ও আদোরের ছেলে-মেয়েরা বা ছাত্রছাত্রীরা পড়ার প্রতি সেরকম মনোযোগী হয়ে ওঠে না। তারা চায় সারাক্ষণ খেলাধুলা করতে, মোবাইল নিয়ে গান শুনতে আবার খেলা করতে,Game খেলতে, কেউ চাই জল নিয়ে খেলা করতে।  

তবুও তাদেরকে শিক্ষার আঙিনায় নিয়ে আসতেই হবে, যেটা কর্তব্য বা দায়িত্ব হচ্ছে তার পিতা-মাতা অথবা অভিভাবকদের। তাদের সুশিক্ষায় ও ভদ্র ব্যবহার গড়ে তুলতে সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে পিতা-মাতা ও অভিভাবকদের। পিতা-মাতা ও অভিভাবকরা যেভাবে তাদের স্নেহের ছেলেমেয়েদের ছোট অবস্থায় শিক্ষা দেবে ঠিক সেরকম ভাবে তাদের ছেলেমেয়েদের বুদ্ধির বিকাশ ঘটবে। পরবর্তীতে বুদ্ধিমান অথবা বুদ্ধি বুদ্ধিমত্তা ছাত্র-ছাত্রীর গড়ে উঠবে আর এরা একদিন দেশের ভবিষ্যৎ হয়ে উঠবে।  

Digital Porasona সবথেকে বিশ্বস্ত ও জনপ্রিয় একমাত্র সহজ, সরল ভাষার Online Platform. আমাদের এই Website -এ এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর সকল বিষয়ের  Model Activity Task (মডেল অ্যাক্টিভিটি টাস্ক) এর সমাধান বা উত্তর পাওয়া যাবে।  

প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা সহজ ও সরল অনুবাদ, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। এছাড়াও পাঠ্য বইয়ের সমস্ত প্রকৃতির প্রশ্নের উত্তর সহজ-সরল ভাষায় আলোচনা করা হয়েছে আমাদের এই  Digital Porasona Website -এ সাইটে। 

সারাদিন বিভিন্ন কাজকর্মে যুক্ত থাকার জন্য সন্ধ্যাবেলায় বা রাত্রে বেলায় অনেক পরিবার ক্লান্ত হয়ে পড়ে এবং তার স্নেহের আদোরের ছেলেমেয়েদের পিছনে শিক্ষার জন্য সময় দিতে পারে না, যার ফলে তাদের ছেলেমেয়েরা অনেকটা শিক্ষার আঙিনা থেকে পিছিয়ে পড়ে। আবার কোন কোন পরিবার সময় দিতে পারলেও বর্তমানে বিভিন্ন মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উত্তর  জানা থাকেনা অথবা সমস্ত প্রশ্নের উত্তর তারা সমাধান করতে পারে না। এতে অভিভাবকরাও অসুবিধার সম্মুখীন হয়। 
আর তাদের এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আর ছাত্র-ছাত্রীদের  ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা যাতে সমস্ত প্রশ্নের উত্তর উপযুক্ত সময় এর মধ্যে বা নির্ধারিত সময়ের মধ্যে লিখে জমা দিতে পারে তার জন্য আমরা নিয়ে এসেছি সমস্ত প্রশ্নের উত্তরপর্ব।  

এই পর্বে আমরা কেবল মাত্র  দ্বিতীয় শ্রেণীর New Model Activity Tasks Class 2 Part 4 Bangla  বা Class 2 Model Activity Tasks Part 4 -এর সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তবে আমাদের  ডিজিট্যাল পড়াশোনা সাইট এ সমস্ত শ্রেণীর প্রশ্নের উত্তর ও মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান পাওয়া যাবে। 
এবার প্রশ্নের উত্তর গুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখে নাও।

New Model Activity Tasks Class 2 Part 4 Bangla Solution

Page 1

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দ্বিতীয় শ্রেণি

ABILITY TO COMMUNICATE

. শব্দের মধ্যে থাকা যুক্ত ব্যঞ্জন গুলিকে গোল চিহ্ন দিয়ে দাগ দাও:

 .১) শতরঞ্চি

 .২) অপরাহ্ন

.৩) জলতরঙ্গ   

৪) আত্মহারা

উত্তর-  


শতরঞ্চি   ঞ্চ


 অপরাহ্ন   হ্ন


জলতরঙ্গ  ঙ্গ


আত্মহারা ত্ম

. নিচে দেওয়া শব্দভান্ডার থেকে যুক্তব্যঞ্জন যুক্তশব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো:

.১) রাতের আকাশে ...............তারা

উত্তর- অসংখ্য

 .২) পাড়ার ছেলেরা............সাপ করছে

উত্তর- জঙ্গল

.৩) ..................মাসে খুব বৃষ্টি হয়

উত্তর- শ্রাবণ

 .৪) আমি ..................নিয়ে পড়তে চাই

উত্তর- বিজ্ঞান

বিজ্ঞান, শ্রাবণ , অসংখ্য ,জঙ্গল

. Answer the following question:

 (i) How many seasons are are there in West Bengal?

Answer–There are six seasons in West Bengal. They are-1. Summer, 2. Monsoon, 3. Early Autumn, 4. Late Autumn, 5. Winter and 6. Spring.

(ii)How many colours are in rainbow?

Answer–There are seven colours in rainbow.They are- 1. Red, 2. Orange, 3. Yellow, 4. Green, 5. Blue, 6. Indigo, 7.  Violet

(iii)What is the first month of a year?

Answer–The first month of a year is January.

(iv)How many days are in a week?

Answer-There are seven days in a week.

. মাঝের সংখ্যা লিখি:

.১) কথায় লেখ: ৭৯ __________

উত্তর- উনোআশি।

.২) সংখ্যায় লেখ :তিরানববই : __________

উত্তর- ৯৩

.৩) ৪০ এর আগের সংখ্যা লেখ: _________

উত্তর- ৩৯

 Page 2

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 দ্বিতীয় শ্রেণি

 ABILITY TO CORRELATE

1. বাম দিকের সাথে সঙ্গে ডানদিকের বিপরীত অর্থ শব্দগুলিকে দাগ দিয়ে মেলা ”%îÅoe:

                 বাম দিক      ডান দিক

ক)     দুর্বল               অপছন্দ 

খ)      তীক্ষ্ণ               পরাধীন

গ)     পছন্দ               শক্তিশালী

ঘ)     স্বাধীন               ভোঁতা

উত্তর - বাম দিক      ডান দিক

ক)     দুর্বল        শক্তিশালী

খ)      তীক্ষ্ণ       ভোঁতা 

গ)     পছন্দ        অপছন্দ  

ঘ)     স্বাধীন     পরাধীন

2. Fill in the blanks with the names of colours:

In our school Garden there are many flowers there are Lotus lots of______ rose and _____ sunflower we also have the _____ Lily and the ____ lotus the ______ grass is also very nice.

Answer-In our school Garden there are many flowers there are Lotus lots of red rose and yellow sunflower we also have the white Lily and the pink lotus the green grass is also very nice.

3. Fill in the table below:

         Number of days   Name of the month

a)       28 days                  _________    

b)      29 days                   _________

c)      30 days                   __________

d)     31 days                   __________

Answer-   

Number of days       Name of the month

a)      28 days        February 

b)      29 days        February

c)      30 days         April

d)     31 days          January

Note: In a leap year, there are 29 days in February and in case of a normal year, there are 28 days in February.

৪. ফাঁকা ঘরে সঠিক সংখ্যাটি লেখ:

ক) ____ X ____ = ____ + ___ + ___ + ___

উত্তর- ১ x ৪ =  ১ + ১ + ১ + ১ 

খ) ___ X ___ = ____ + ____ + ___ + ___

উত্তর-২ x ৪ =  ২ + ২ + ২ + ২ 

গ) ৩ X ৮ = ২৪ এর গুণ্য হল ____ গুণক হল ___ গুণফল____

উত্তর- গুণ্য হল ➡ 


গুণক হল ➡ 


গুণফল ➡ ২৪

Page 3

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 দ্বিতীয় শ্রেণি

ABILITY IN PROBLEM SOLVING

. নিচের প্রশ্নের উত্তর বাক্যে লেখ:

এক যে ছিল মোটা কে কেঁদো বাঘ

 গায়ে তার কালো কালো দাগ

 বেহারাকে খেতে ঘরে ঢুকে

 আয়নাটা পড়েছে সম্মুখে

 এক ছুটে পালালো বেহার,

গাঁ গাঁ করে ডেকে ওঠে রাগে,

দেহ কেন ভরা কালো দাগে? 

 --বাঘের কাছে তার দেহ কেন পছন্দ হয়নি বলে তোমার মনে হয়?

উত্তর- বাঘের গায়ে কালো দাগ থাকায় তার পছন্দ হয়নি।

 ২. শূন্যস্থানে শব্দ গঠন করো ও তা দিয়ে বাক্য রচনা করো:

২.১) বৃ___ :_____

২.২) __মুখী :_____

২.৩) সমৃ__শালী:____

২.৪) অ__কার:____

উত্তর-

২.১) বৃদ্ধি: বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। 

২.২) বিপরীতমুখী: হাওয়া নদীর স্রোতের বিপরীত মুখি সন্ধ্যাবেলায়। 

২.৩) সমৃদ্ধিশালী: ইংরেজরা সমৃদ্ধশালী সমৃদ্ধশালী শাসক ছিলেন। 

২.৪) অপকার: কোন মানুষের ভালো করতে না পারলে কারো অপকার করা উচিত নয়।

৩. Rewrite the sentence using capital letters: 

 Soumita and priyanka are friends. They read in class II. They live in a howrah. Their school is beside the hooghly river. Every sunday they play together.

 Answer-Soumita and Priyanka are friends. They read in class II. They live in a Howrah. Their school is beside the Hooghly river. Every Sunday they play together.

 ৪. সমাধান করো :

৪.১) উৎসবে একটি বাড়িতে 35 টি আলো লাগানো হয়েছে এবং অন্য একটি বাড়িতে 48 টি আলো লাগানো হয়েছে। দুটি বাড়ি মিলিয়ে মোট কত আলো লাগানো হয়েছে?

উত্তর- প্রথম বাড়িতে  আলো লাগানো হয়েছে = ৩৫ টি

দ্বিতীয় বাড়িতে  আলো লাগানো হয়েছে = ৪৮ টি

দুটি বাড়িতে মোট আলো লাগানো হয়েছে =(৩৫ + ৪৮ ) টি = ৮৩ টি।

৪.২)লালু বাজারে গিয়ে ৪ ডজন কলা কিনেছে। 1ডজনে 12 টি কলা থাকলে, লালু মোট কতগুলি কলা কিনেছে? 

উত্তর- লালু কলা কিনেছে ৪ ডজন

 ১ ডজনে ১২টি  কলা থাকে

 অতএব, লালু মোট কলা কিনেছে (৪ ×১২)টি= ৪৮টি। 

৪.৩) রাজিয়া ১৫টি চারাগাছ লাগিয়েছে। তার মধ্যে ১৮টি চারাগাছ বেঁচে আছে। তাহলে কতগুলি চারা গাছ বেঁচে নেই?  (ভুল প্রশ্ন) 

রাজিয়া ১৮টি চারাগাছ লাগিয়েছে। তার মধ্যে ১৫ টি চারাগাছ বেঁচে আছে। তাহলে কতগুলি চারা গাছ বেঁচে নেই? 

উত্তর- রাজিয়া চারা গাছ লাগিয়েছে ১৮টি 

চারাগাছ এখনো পর্যন্ত বেঁচে আছে ১৫টি 

অতএব, চারাগাছ বেঁচে নেই =(১৮-১৫)টি=৩টি।

Page 4

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 দ্বিতীয় শ্রেণি

ABILITY IN PHYSICAL AND MENTAL COORDINATION

১.নিচের পার্টি পোয়ারো পাঠিয়েছো বর্ণনা করা হয়েছে তা ছবির সাহায্যে প্রকাশ করো তোমার আঁকা ছবিটা কে সুন্দর করে রং করো:

পূর্ব দিকে সূর্য উঠেছে। পুকুরের জলে তার ছায়া পড়ছে। পুকুরের ধারে একটি তাল গাছ দাঁড়িয় আছে। তার ওপর দিয়ে কয়েকটি পাখি উড়ে যাচ্ছে।

পূর্ব দিকে সূর্য উঠেছে। পুকুরের জলে তার ছায়া পড়ছে। পুকুরের ধারে একটি তাল গাছ দাঁড়িয় আছে। তার ওপর দিয়ে কয়েকটি পাখি উড়ে যাচ্ছে

পূর্ব দিকে সূর্য উঠেছে। পুকুরের জলে তার ছায়া পড়ছে। পুকুরের ধারে একটি তাল গাছ দাঁড়িয় আছে। তার ওপর দিয়ে কয়েকটি পাখি উড়ে যাচ্ছে

২. Join the dots the plant colour it. page 175 write a sentence about it.

Pictures by joining the dots
Pictures by joining the dots

৩. Which fruit do you like most? Draw the picture of that fruit. Colour the picture. In which season do you have that fruit. Answer in a full sentence.

 Among all the fruit, I like mango most. We get green mangoes in Summer and ripe mangoes in Rainy season.

mango
Mango

৪. নিচের ছবি গুলিকে রং করো। এই আকৃতিগুলির সঙ্গে কিসের মিল খুঁজে পাওয়া যায় তা লেখো:

Shape
Shape


Model Activity Task Class 3 Math

আশা করি তোমরা আমাদের উত্তর পত্র পেয়ে খুশি ও আনন্দ পেয়েছ বা হয়েছ তোমাদের মত তোমাদের আরো স্কুল ছাত্র ছাত্রী সহপাঠীদের এটা Share করে দাও, যাতে তারাও তোমার মতো আনন্দে লিখতে পারে ও সমস্ত প্রশ্নের সমাধান করে খুশি হতে পারে। 

 আশাকরি তোমরা সকলেই লিখে নিয়েছো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই প্রশ্নের উত্তর পত্র আর যদি কেউ প্রশ্নের উত্তর পত্র লিখতে বা বুঝতে অসুবিধে বোধ করছ, তাহলে তোমরা আমাদের নিচে Comment Box  খুব শিগগিরই কমেন্ট করে পাঠিয়ে দাও। আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি প্রশ্নগুলির উত্তর পত্র লিখে নিয়ে নিজে নিজে বিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে ম্যাডাম বা দিদিমণি এবং শিক্ষক মহাশয় কে জমা দেবে, জমা দেওয়ার আগে ভালোভাবে খাতাগুলো কে দেখে নেবে যে তোমরা তোমাদের নাম, রোল নাম্বার ঠিকঠাক লিখেছো কিনা তারপর জমা দেবে । 

আমাদের সঙ্গে এতোক্ষণ থাকার জন্য তোমাদের কে অশেষ ধন্যবাদ ও স্নেহের ভালোবাসা রইলো পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান তোমরা আমাদের এই ডিজিটাল পড়াশোনা ওয়েবসাইট।

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post