Model Activity Task Class 1 bangla

 

Model Activity Task Class 1
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোই আছো। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ  বা West Bengal Primary Board, West Bengal Board of Primary Education. প্রাথমিক শিক্ষা পর্ষদ শ্রেণীভিত্তিক মডেল অ্যাক্টিভিটি টাস্ক, Model Activity Task Class 1 bangla প্রথম শ্রেণির  বাংলা  সহ সমস্ত বিষয়ের  প্রশ্ন-পত্র বিতরণ করেছে, হোম টাক্স হিসেবে।
Digital porasona সবথেকে বিশ্বস্ত ও জনপ্রিয় একমাত্র সহজ, সরল ভাষার Online Platform. আমাদের এই website-এ এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর সকল বিষয়ের  Model Activity Task বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান বা উত্তর পাওয়া যাবে। 
 Class 1 হইতে 12 শ্রেণীর সমস্ত বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা সহজ ও সরল অনুবাদ, গুরুত্বপূর্ণ Point ও ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। এছাড়াও পাঠ্য বইয়ের সমস্ত প্রকৃতির প্রশ্নের উত্তর সহজ-সরল ভাষায় আলোচনা করা হয়েছে আমাদের এই Digital Porasona website-এ সাইটে। 
ছাত্র-ছাত্রীদের  ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা যাতে সমস্ত প্রশ্নের উত্তর উপযুক্ত সময় এর মধ্যে বা নির্ধারিত সময়ের মধ্যে লিখে জমা দিতে পারে, তার জন্য আমরা নিয়ে এসেছি সমস্ত প্রশ্নের উত্তর। 
এই পর্বে আমরা কেবল মাত্র  প্রথম শ্রেণীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তবে আমাদের এই সাইট এ সমস্ত শ্রেণীর প্রশ্নের উত্তর ও মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান পাওয়া যাবে। 
এবার প্রশ্নের উত্তর গুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখে নাও। 
 আশা করি তোমরা উপকৃত হবে।

Solution Of New Bengali Model Activity Task of Class I 2021.

Model Activity Task Class 1 bangla.

Model Activity Task Class 1 bangla fully solved.

Page-1
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
 সংযোগ স্থাপনে সক্ষমতা
Ability to Communicate
প্রথম শ্রেণী 
১। ক) নিচের কোনগুলো গাছের অংশ লেখো:

 পোকা, মাছ , ফল, মূল, ছাতা, শাখা

 ............

 .............

 .......... ...

উত্তর-

গাছের অংশ হল

১) মূল,

 ২) শাখা,

 ৩) পাতা,

 ৪) ফল।

 খ) সাজিয়ে লেখো:

 চা    ............

 বৈ  কা ..........

খি  মৌ    .........

 উত্তর-

 চা    চাদর

 বৈ  কা বৈকাল

খি  মৌ    মৌলিক।

 গ) শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। Fill in the blanks.

leaf is g..............


Answer- Green.

 


 Lemon is y...........

Answer- Yellow.

২। ক) গুণে নিয়ে সংখ্যায় বাংলা ও ইংরেজিতে লেখো:

 

........... ........

 

উত্তর-  বাংলা  ৩, ও  ইংরেজিতে 3.



 উত্তর- বাংলা ১ , ও ইংরেজিতে 1.

খ) কোন সংখ্যাটি সবচেয়ে ছোট ও কোনটি বড়ো বাংলা ও ইংরেজিতে লেখো।

 

৫, ৪,৮,৬,৭   ......  সবচেয়ে ছোট  .........

                      .......সবচেয়ে বড়  ..........

 

উত্তর- সবচেয়ে ছোট -8

  ও সবচেয়ে বড় -৮

 

৭, ৬,৮,৪,৫    ...... সবচেয়ে ছোট ...... ...

                     ....... সবচেয়ে বড়   .........

উত্তর- সবচেয়ে ছোট -8

  ও সবচেয়ে বড় -৮

 

৭,৪,৬,৩,৫    .....   সবচেয়ে ছোট  ...... ..

                    ....... সবচেয়ে বড়   .........

 

উত্তর- সবচেয়ে ছোট -৩

  ও সবচেয়ে বড় -৭

 New Model Activity Task Class 1 Part 4

আশা করি, তোমরা আমাদের উত্তর পত্র পেয়ে খুশি ও আনন্দ পেয়েছ বা হয়েছ, তোমাদের মত তোমাদের আরো স্কুল ছাত্র ছাত্রী সহপাঠীদের এটা Share করে দাও, যাতে তারাও তোমার মতো লিখতে পারে ও সমস্ত প্রশ্নের সমাধান করেতে হতে পারে। 

 আশাকরি, তোমরা সকলেই লিখে নিয়েছো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই প্রশ্নের উত্তর পত্র আর যদি কেউ প্রশ্নের উত্তর পত্র লিখতে বা বুঝতে অসুবিধে বোধ করছ, তাহলে তোমরা আমাদের নিচে Comment Box  খুব শীগ্রি কমেন্ট করে পাঠিয়ে দাও। আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি। প্রশ্নগুলির উত্তর পত্র লিখে নিয়ে নিজে নিজে বিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে ম্যাডাম বা দিদিমণি এবং শিক্ষক মহাশয় কে জমা দেবে, জমা দেওয়ার আগে ভালোভাবে খাতাগুলো কে দেখে নেবে যে তোমরা তোমাদের নাম, রোল নাম্বার,বিভাগ,বিষয় এবং দাগ নম্বর ঠিকঠাক লিখেছো কিনা তারপর জমা দেবে । 

আমাদের সঙ্গে এতোক্ষণ থাকার জন্য তোমাদের কে অশেষ ধন্যবাদ ও স্নেহের ভালোবাসা রইলো

পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্ক সমাধান তোমরা আমাদের এই ডিজিট্যাল পড়াশোনা ওয়েবসাইট. 

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

5 Comments

Post a Comment
Previous Post Next Post