New Model Activity Task Swasthya O Sharirsiksha Class 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ট শ্রেণির স্বাস্থ্য ও শারীর শিক্ষা

New Model Activity Task Swasthya O Sharirsiksha Class 6
মডেল অ্যাক্টিভিটি টাস্ক

স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ এমতাবস্থায় শিক্ষার অগ্রগতি অব্যাহত রাখতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ধারাবাহিকভাবে প্রত্যেক মাসে Model Activity Task শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছে গৃহে তার সমাধান করে নির্দিষ্ট সময়ে নিজ নিজ বিদ্যালয়ের তা জমা করতে হবে আজ আমরা Class-6 এর স্বাস্থ্য ও শারীর শিক্ষার  Model Activity Task এর সমাধান পোস্ট করলাম Digital Porasona-র Online Educational Platform -এ

আমাদের Digital Porasona-তে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের  পাঠ্যভিত্তিক ও অনুশীলনির ব্যাখ্যা এবং ইংলিশ গ্রামার ও বাংলা ব্যাকরণ এর সুস্পষ্ট আলোচনা করা হয়ে থাকে তবে আর বিলম্ব না করে চলো শুরু করি আজকের সমাধান নিয়ে

New Model Activity Task Swasthya O Sharirsiksha Class 6

Model Activity Task Class 6 Swasthya O Sharirsiksha Fully Solved

স্বাস্থ্য ও শারীর শিক্ষা

ষষ্ঠ শ্রেণি

(প্রথম অধ্যায়: দেশাত্মবোধ এবং দ্বিতীয় অধ্যায়: প্রাথমিক চিকিৎসা)

১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে () চিহ্ন দাও :

ক) ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রংটি নিচের দিকে থাকে?

(১) সাদা

(২) সবুজ

(৩) গেরুয়া

খ) জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক?

(১) ত্যাগ

(২)আনন্দ

(৩)শান্তি ও পবিত্রতা

গ) প্রাথমিক চিকিৎসা করা হয়।

(১) ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে

(২) ডাক্তারের  দেখার পর

(৩)রোগ থেকে সেরে ওটার পর

ঘ) কখন  স্পিন্ট  ব্যবহার করা হয়?

(১) রক্তপাত বন্ধ করতে

(২) জ্বর কমার জন্য

(৩) অস্থি ভঙ্গের ক্ষেত্রে

উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

ক) ভারতের জাতীয় পতাকার সাদা রংয়ের অংশটির.. মাঝে.. নীল রঙের...24 টি.... কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে ।

খ) জাতীয় শোকপ্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে...উঁচুতে.. তুলে তারপর দন্ডের... অর্ধেক... পর্যন্ত নামাতে হবে।

গ )আহত ব্যক্তির শ্বাস- বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্তিম...শ্বাসযন্ত্র.... চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ঘ ) বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয়.... ওষুধ বা জীবানুনাশক.... থাকা আবশ্যক।

৩। সারণীর মধ্যে সমতা বিধান করো:

উত্তর-

বাঁদিকের সঙ্গে ডান দিকের অংশে মিলাও
(ক) অশোক চক্র (iii) (i) ক্ষতস্থান আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে।
(খ) ত্রিবর্ণ রঞ্জিত (vii) (ii) দ্রুত জ্ঞান ফেরাতে হবে।
(গ) সবুজ রং (vi) (iii) অবাধ অগ্রগতির প্রতীক
(ঘ) অচৈতন্য ব্যক্তি (ii) (iv) তরল জীবানুনাশক ব্যবহার করতে হবে।
(ঙ) স্বল্প রক্তপাত হচ্ছে (i) (v) দ্রুত স্থানান্তর করনের ব্যবস্থা করতে হবে।
(চ) প্রাথমিক চিকিৎসার পর রোগীকে. (v) (vi) ভারতবর্ষের জাতীয় পতাকা।

৪. প্রকল্প:

(ক) জাতীয় পতাকার আদর্শ ব্যবহারবিধির ছবিসহ একটি প্রতিবেদন তৈরি করো ।

উত্তরঃ -

 জাতীয় পতাকার ব্যবহারবিধি :

(১) জাতীয় পতাকা সকল পতাকার উপরে ডান দিকে থাকবে

(২) জাতীয় সরকারি ভবনে জাতীয় পতাকা সর্বদা উদীয়মান থাকবে

(৩) জাতীয় উৎসব যেমন স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস গান্ধী জয়ন্তী নেতাজি জয়ন্তী প্রভৃতিতে স্কুল কলেজ সংঘ প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলিত হয়

(৪) রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মৃত্যুতে শোকে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে

(৫)শোভাযাত্রা মিছিলে অগ্রজ ব্যক্তির ডান কাঁধে জাতীয় পতাকা থাকবে

 () তাপপ্রবাহ জনিত অসুস্থতা থেকে বাঁচতে  কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি পোস্টার তৈরি করো।

তাপপ্রবাহ জনিত অসুস্থতার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ কর্মসূচি :

উত্তরঃ

(১) রৌদ্র এড়িয়ে চলুন।

(২) ছাতা ব্যবহার করুন

(৩) তেল-মসলা,আমিষ ,ফাস্টফুড জাতীয় খাবার বর্জন করুন ।

(৪) বেশি পরিমাণে জল পান করুন।

(৫) ORS খান।

(৬) রসালো ফল খান।

(৭) লস্যি, দই, লেবুর জল পান করুন।

 

শিক্ষার্থী বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ অতি শীঘ্রই আগামী ট্যাক্স এর সমাধান নিয়ে আমরা হাজির হব উপরিক্ত প্রশ্নোত্তরে কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই Comment Section-এ লিখে পাঠাও

ধন্যবাদ


Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

1 Comments

Post a Comment
Previous Post Next Post