Model Activity Task Poribesh O Biggan Class 7 Part 7 |
Model Activity Task Poribesh O Biggan Class 7 Part 7 Oct 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো –
(ক) প্লাস্টিক(খ) চিনেমাটি
(গ) কাঠ
(ঘ) তামা
(গ) কাঠ
(ঘ) তামা
উত্তর- (ঘ) তামা
১.২ সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শীদ পরিবর্তন হবে না তা হলো
(ক) R(খ) S
(গ) O
(ঘ) C
উত্তর- (গ) O
১.৩ ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো
(ক) বৃতি(খ) দলমন্ডল
(গ) পরাগধানী
(গ) পরাগধানী
(ঘ) ডিম্বাশয়
উত্তর- (ঘ) ডিম্বাশয়
২. সংক্ষিপ্ত উত্তর দাও:
২. সংক্ষিপ্ত উত্তর দাও:
২.১ একটি বাল্বের তাপ ও আলোকশক্তির উৎস কী?
উত্তর- একটি বাল্বের তাপ ও আলোকশক্তির উৎস হলো টাংস্টেন ধাতু নির্মিত ফিলমেন্টের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎশক্তি।
২.২ উদ্ভিদের মূলত্রের কাজ কী?
উত্তর- উদ্ভিদের মূলের একটি টুপির মত অংশ থাকে সেই অংশকে বলা হয় মূলত্র।
ইহা শক্ত আঘাত থেকে রক্ষা করে ও মাটির নিচে সহজে প্রবেশ করতে সাহায্য করে।
২.৩ মৃদভেদ ও মুদবর্তী অঙ্কুরোদগমের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো।
উত্তর-মৃদবতী অঙ্কুরোদগমে্র বীজেরে অঙ্কুরোদগমে্র সময় বীজত্বকে আবদ্ধ বীজ কখনই মাটি ছেড়ে ওপরে উঠে আসে না অপর পক্ষে মৃদভদী অঙুরোগমে বীজের অঙ্কুরোদগমে্র সময় বীজপত্র বীজত্বক ফাটিয়ে ওপর উঠ আসে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও
৩.১ একটি দচুম্বকের 'উদাসীন অঞ্চল' বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।
চুম্বক দন্ডের মাঝের অংশটা দুই প্রান্তের চুম্বকত্বের অভিকর্ষ ধর্ম কোনটি কাজ করে না অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ ধর্মহীন তাই এই অংশটি কে বলা হয় উদাসীন অঞ্চল।
৩.২. অভিসারী ও অপসারী আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় তা ছবি এঁকে বোঝাও।
উত্তর-
অপসারী আলোকরশ্মি গুচ্ছঃ কোন আলোক উৎস থেকে একাধিক আলোক রশ্মি প্রতিফলিত হয় তখন তাকে অপসারী আলোকরশ্মি গুচ্ছ বলা হয়।
অভিসারী আলোকরশ্মিঃ আলোকরশ্মি গুচ্ছ বিভিন্ন উৎস থেকে প্রতিফলিত হয়ে, একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এই ধরনের আলোক রশ্মি কে বলা হয় অভিসারী আলোকরশ্মি।
অপসারী আলোকরশ্মি গুচ্ছঃ কোন আলোক উৎস থেকে একাধিক আলোক রশ্মি প্রতিফলিত হয় তখন তাকে অপসারী আলোকরশ্মি গুচ্ছ বলা হয়।
৩.৩ উদ্ভিদের পাতার প্রধান কাজ কী কী?
উত্তর- উদ্ভিদের পাতার প্রধান কাজ হল -
(i ) উদ্ভিদের বেঁচে থাকার জন্য সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করা,উদ্ভিদের পাতা কে রান্নাঘর বলা হয়।
(ii) উদ্ভিদের পাতা কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ ও অক্সিজেন বর্জন করে খাদ্য তৈরি করার সময় এবং রাত্রে বেলায় সেটি শ্বাসকার্য চালায় চালায় অর্থাৎ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন-ডাই-অক্সাইড বর্জন করে।
(iii) শরীরের অতিরিক্ত প্রয়োজনীয় জল পাতার মাধ্যমে বাষ্পাকারে বাষ্পমোচন করে এবং উদ্ভিদ এর সমতা বজায় রাখে।
৩.৪ “ব্যাকটেরিয়াঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়” ব্যাকটেরিয়াঘটিত রোগে এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণ বিশ্লেষণ করো।
উত্তর- মীনুষের আবিষ্কৃত প্থরম অ্যন্টিকােটিক, সেট, ব্যাকটেরিয়া কোসপচীরের পেপটাইডোলাইকেন সংশ্লেষ বন্ধ করে ব্যাকটেরিয়া নাশ করে। আবার, সেফালোস্পোরিন অ্যান্টি বসোটিক কটৈরির কষে দেওয়াল গঠনে বাধা দেয় ও ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করে। এই করণেই ব্যাকটেরিয়া ধরনের কচিত রোগে, অ্যান্টিররোচিক ববহৃত হত ।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও
৪.১ একটি বিস্তৃত আলোক উৎস ও বিস্তৃত অস্বচ্ছ বস্তু নিয়ে পরীক্ষা করলে, কীভাবে পর্দায় প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠিত হবে তা ছবি এঁকে চিহ্নিত করো।
উত্তর- PQ বিস্তৃত আলোক উৎস। এই আলোক উৎসকে অসংখ্য বিন্দু আলোক উৎসের সমষ্টি ধরা যেতে পারে।
Model Activity Task Poribesh O Biggan Class 7 Part 7 Oct 2021 |
তাই GE ও FH অংশে গঠিত হয়েছে উপচ্ছায়া। আর GH অংশে গঠিত হয়েছে প্রচ্ছায়া বা ছায়া।
৪.২ “বশ্ব 1 বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামার আগে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি" – উপযুক্ত কারণসহ বাখ্যা করো।
উত্তর- নর্দমা বাস সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামার আগে কিছু সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া জরুরি কারণ নর্দমা বা সেপটিক-
(i) ট্যাংক এর ভিতরে প্রবেশ করার সময় অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে নামা উচিত কারণ সেখানে অক্সিজেনের ঘাটতি থাকে এবং বাইরের বাতাস যাওয়া-আসা করতে পারে না।
(ii)ঐ সমস্ত স্থানে নামার আগে নিজেকে সর্বপ্রথম বিভিন্ন ধরনের প্রতিরোধক পোশাক ও যন্ত্রপাতি নিয়ে নামতে হবে।
(iii)নর্দমা বাস সেপটিক ট্যাংক পরিষ্কার করার আগে নিজের সমস্ত ধরনের পোষাক পরিচ্ছেদ এর সুবন্দোবস্ত করে সেটিকে ভালোভাবে দেখে নেবো পরে সেখানে টর্চ নিয়ে নামতে হবে।
(iv) নর্দমা বা সেপটিক ট্যাংকে সতর্ক সঙ্গে নামতে হবে যাতে কোথাও যেন আঘাত না লাগে এবং সেখান থেকে বের হওয়া পরে ভালোভাবে পরিষ্কার করে গা ধুয়ে বিভিন্ন ধরনের সুগন্ধি লাগাতে হবে।