Bagdhara | বাগধারা

বাগধারা
বাগধারা

অ, আ, -দিয়ে বাগধারা

অক্কা পাওয়া

মারা যাওয়া

অন্ধের যষ্টি

একমাত্র অবলম্বন

অকাল কষ্মান্ড

অপদার্থ

অমাবস্যার চাঁদ

অদৃশ্য

অরণ্যে রোদন

নিষ্ফল ক্রন্দন

অষ্টরম্ভা

ফাঁকি

অহিনকুল সম্পর্ক

চিরশত্রু

আকাশ থেকে পড়া

বিস্মিত হবার ভাবনা

আকাশকুসুম

অসম্ভব কল্পনা

আকাশ-পাতাল

বড় ব্যবধান

আষাঢ়ে গল্প

আজগুবি গল্প

আমড়া কাঠের ঢেকি

অপদার্থ

আঙ্গুল ফুলে কলাগাছ

হঠাৎ বড়লোক হওয়া 

আমতা আমতা

ইতস্তত

আঁতে ঘা

আত্মসম্মানে আঘাত

আক্কেল সেলামি

বোকামির জন্য দন্ড

আঠারো মাসে বছর

দীর্ঘসূত্রতা

ই, ঈ, উ, ঊ এ, ও -দিয়ে বাগধারা

ইলশে গুড়ি

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ইচুড়ে পাকা

অকালে পাকা

ইদের চাঁদ

অতি আন্ন্দ

উভয় সংকট

উভয় দিকেই বিপদ

উত্তম মধ্যম

প্রহার

উঠেপড়ে লাগা

প্রাণপন চেষ্টা করা

উনিশ- বিশ

সামান্য পার্থক্য

একাই একশো

অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি

এলাহি কাণ্ড

বিরাট ব্যাপার

একঢিলে দুই পাখি

এক প্রচেষ্টায় উভয় উদ্দ্যেশ্য সাধন

ওজন বুঝে চলা

নিজের অবস্থা অনুযায়ী আচরণ করা

ক, খ, গ, ঘ,  -দিয়ে বাগধারা

কলুর বলদ

অন্যের স্বার্থে চালিত

কড়ায় গণ্ডায়

পুরোপুরি

কাঁচা পয়সা

হঠাৎ উপার্জিত প্রভূত অর্থ

কান খাড়া করা

সতর্ক হওয়া

কান কাটা নির্লজ্জ

নির্লজ্জ

কেঁচে গণ্ডূষ

নতুন করে শুরু করা

কেউকেটা

গণ্যমান্য ব্যক্তি

কুঁড়ের বাদশা

অত্যন্ত অলস

খাল কেটে কুমির আনা

বাইরে থেকা শত্রু ডেকে আনা

গড্ডালিকা প্রবাহ

অন্ধ অনুসরণ

গোঁফ খেজুরে

খুব অলস

গোবে চারা

সাদাসিধে

গোবর গণেশ

অপদার্থ

গভীর জলের মাছ

অত্যন্ত চাপা ও ধুরন্ধর লোক

গদাইলশকরি ঢাল

ধীর গতি

গোড়ায় গলদ

মূল্যেই ত্রুটি

গুড়েবালি

আসার নৈরাশ্য

ঘোড়ার ডিম

মিথ্যা জিনিস

ঘোড়ার ঘাস কাটা

বাজে কাজ করা

চ, ছ, জ, ঝ -দিয়ে বাগধারা

চাঁদের হাট

বহু গুণীজনের একত্র সমাবেশ

চোখের পর্দা

লজ্জা

চক্ষুশূল

অপ্রিয় ব্যক্তি

চুনোপুঁটি

নগণ্য ব্যক্তি

চোখের মণি

অতি আদরের

চোখে চোখে রাখা

সতর্ক দৃষ্টি রাখা

চোখের চামড়া

চক্ষুলজ্জা

চোখে সর্ষে ফুল দেখা

দিশে হারা হওয়া

ছেলের হাতের মোয়া

অতি সহজে পাওয়া যায় এমন জিনিস

জড়ভড়ত

অকর্মণ্য

জলের আলপনা

ক্ষণস্থায়ী

জলে কুমির ডাঙ্গায় বাঘ

উভয় সংকট

জিলিপির প্যাঁচ

কুটবুদ্ধি

ঝাঁকের কই

নিন্দার্থে এক শ্রেণি ভুক্ত

ঝোপ বুঝে কোপ মারা

সুযোগ বুঝে কাজ করা

ট, ঠ, ড, ঢ- দিয়ে বাগধারা

টনক নড়া

সচেতন হওয়া

টাকার কুমির

প্রভূত অর্থবান

টইটম্বুর

পরিপূর্ণ

টাকার গরম

অহংকার করা

ঠোটকাটা

স্পষ্ট বক্তা

ঠুটো জগন্নাথ

গুরুত্বহীন

ডুমুরের ফুল

অদৃশ্য ব্যক্তি

ঢাকের বাঁয়া

সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোনো কাজে লাগে না

ত, থ, দ, ধ, ন,- দিয়ে বাগধারা

তাসের ঘর

ক্ষণস্থায়ী

তীর্থের কাক

পুরানুগ্রহ প্রত্যাশী লোভী ব্যক্তি

তিলকে তাল করা

ছোটকে বড় করা

তেলে বেগুনে জ্বলে ওঠা

রেগে যাওয়া

তালপাতার সেপাই

ছোটতে বড় শক্তি

তেলের মাথায় তেল দেওয়া

যার আছে তাকে আরো দেওয়া

তুষের বেগুন

গোপন কষ্ট

দু- নৌকায় পা

দু- দিক বজায় রাখার চেষ্টা

দু- মুখো সাপ

যে দুজনের কাছে দু-রকম

দুধে মাছি

সু-সময়ে বন্ধু

দুধ কলা দিয়ে সাপ পোষা

যত্নে শত্র

দশের লাঠি একের বোঝা

সকলে যেটি সহজে করা যায়, একের পক্ষে সেটি বোঝা

ধামা ধরা

তোষামদী করা

নয়নের মণী

অতিপ্রিয়

প, ফ, ব, ভ, ম- দিয়ে বাগধারা

পথে বসা

বিপদে পড়া

পাকা ধানে মই

অত্যন্ত ক্ষতিসাধন

পুকুর চুরি

বড়ো রকমের চুরি

পটল তোলা

মরে যাওয়া

পুঁটি মাছের প্রাণ

ক্ষণস্থায়ী

বাপের বেটা

সাহসী

বালির বাঁধ

ক্ষণস্থায়ী বস্থু

বুকের পাটা

সাহস

বইয়ের পোকা

খুব বইপড়ায় অভ্যস্ত ব্যক্তি

ব্যাঙের সর্দি

অসম্ভব ব্যাপার

ভস্মে ঘি ঢালা

বৃথা উপদেশ

ভেজা বেড়াল

কপট ব্যক্তি

মগের মুল্লুক

অরাজকতা

মিছরির ছুরি

মুখে মধু অন্তরে বিষ

মাটির মানুষ

নিরীহ

মানিক জোড়

অন্তরঙ্গ ভাব

মুখের কথা

সহজ কাজ

মুখ ফসলে

অতকির্তে

মিস্টি কথা

মন ভোলানো কথা

মান্ধাতার আমল

অতি প্রাণকাল

মামাবাড়ির আবদার

অযৌক্তিক দাবি

হাতের পাঁচ

শেষ সম্বল

হাতে কলমে

প্রত্যক্ষ ভাবে

হ-য-ব-র-ল

বিশৃংখল

হিতে বিপরিত

ভালো করতে গিয়ে খারাপ

হাতে কড়ি

আরম্ভ

হাত টান

চুরির অভ্যাস

  

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

Post a Comment (0)
Previous Post Next Post