একুশের কবিতা | Ekusher Kobita

Ekusher Kobita
একুশের কবিতা

 একুশের কবিতা

আশরাফ সিদ্দিকী

পাখি সব করে রব রাতি পোহাইল

কাননে কুসুম কলি সকলি ফুটিল।।

কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর

সুর নয় স্মৃতির মধুভাণ্ডার…..

সে আমার দেশ-মাঠ-বন-নদী

আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি

আরও কত সুরের সাথে মিশে আছে

আমার মায়ের মুখ

আমার মায়ের গাওয়া কত না গানের কলি

বিন্নিধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ…..

কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল

পড়ে গেল মাটিতে

সেই শোকে কালবৈশাখী ঝড় উঠলো আকাশে

মাঠ কাঁপলো

ঘাট কাঁপলো

বাট কাঁপলো

হাট কাঁপলো

বন কাঁপলো

মন কাঁপলো

ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে  নিলো সব

তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর

তাই তো আজ দ্যাখো এ মিছিলে ছেলে এসে দাঁড়িয়েছেন আমার মা

যিনি বাংলা ভাষায় কথা বলতে বড়ো ভালোবাসেন

কথায় কথায় কথকতা কতো রূপকথা

আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান

যিনিএখনো এ মিছিলে গুন গুন করে গাইতে পারেন

পাখি সব করে রব রাতি পোহাইল।

কাননে কুসুমকলি সকলি ফুটিল।।

রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে।

শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।।

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

Post a Comment (0)
Previous Post Next Post