Model Activity Task Bangla Class 3 Part 7 |
Model Activity Task Bangla Class 3 Part 7 Oct 2021
Class 3 Model Activity Task Bangla Part 7 Oct 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি বাংলা
১.১ ‘বাঘিনির মতো ছুটে আসে।
– এখানে কার কথা বলা হয়েছে? সে এভাবে ছুটে আসে কেন?
উত্তর- সোনা গল্পে লেখক গৌরী ধর্মপাল বর্ণনা করেছেন যে সোনা নামক মেয়েটি প্রকৃতিকে খুব ভালবাসতো আর সেই নদীকে তার সন্তানের ও মায়ের সমান ভালোবাসতো নদীতে কেউ যদি কখনো কোনো নোংরা আবর্জনা ফেলতে তাহলে তার প্রতিবাদ করার জন্য সে ছুটে আসত যেন বাঘের বাচ্চা কেউ নিয়ে পালাচ্ছে আর বাঘিনী তাকে তাড়া করে যেভাবে সেভাবে সে প্রতিবাদ করার উদ্দেশ্যে ছুটে আসত.
১.২ 'আমার উত্তর সোজা।
বক্তা সহজ ভাষায় কোন প্রশ্নের কী উত্তর দিয়েছেন?
উত্তর- নদীর তীরে একা জীবন সরদার এর লেখা গল্পের লেখক কে এক মাঝি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এবার কি মনে করে এসেছেন আপনি তো চৈত্র মাসে এসেছিলেন নদী দেখতে তার সেই প্রশ্নের উত্তরে লেখক সোজা উত্তর দিয়েছিলেন যে তখন এসেছিলেন নদীর এক ভিন্ন রূপ দেখতে তখন নদীর দুই পাড়ে ফসল চাষ হতো আর এখন নদী তার জলের তুইতম্বার অবস্থা দেখতে এসেছেন .
১.৩ তাড়াতাড়ি আংরেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো।।
– 'আংরে'র পরিচয় দাও। তাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো কেন?
উত্তর- ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি লেখক পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায় ও অ্যালবার্ট জর্জ ডিউক যে ডিঙিনৌকো করে কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন তার নাম ছিল 'আংরে' বা 'কনৌজি আংরে। আংরের পাশে বিরাট বড়ো একটা মাছ আর কচ্ছপের লড়াই চলছে দেখে আংরেকে তাড়াতাড়ি দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো।
১.৪ গল্প বলব তোমার কোলে এসে।
– কথক কাকে কোন গল্প শোনাতে আগ্রহী।
উত্তর- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'নৌকাযাত্রা' কবিতায় কথক শ্যামা আর আশুকে সঙ্গে করে নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে পাড়ি দিতে চায়। ভোরবেলা নৌকা ছেড়ে ভাসতে ভাসতে দুপুরবেলায় নতুন রাজার দেশে তারা পৌঁছে যাবে। এরপর তিনপূর্ণির ঘাট, তেপান্তরের মাঠ পেরিয়ে তারা চলে যাবে। সন্ধ্যাবেলায় তারা যখন ফিরে আসবে তখন কথক তার মায়ের কোলে বসে এই বেড়ানোর গল্প সে বলবে।
১.৫ 'ব্যাপার দেখে হচ্ছে শখ।।
– কোন ব্যাপারটি কথকের নজর কেড়েছে? তা দেখে তার মনে কোন শখের উদয় হয়েছে
উত্তর- কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা 'পর্যটন' কবিতায় কথক দেখেছেন যে কেষ্ট, বিষ্ণু আর মহেশ্বর সবাই ঘর ছেড়ে বেড়িয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। এই ব্যাপারটি কথকের মনে অনেক ভালো লেগেছিল আর তাকে ঘরের মধ্যে থাকতে বিরক্ত বোধ হচ্ছিল তাই কথক ঐ দৃশ্যগুলি হৃদয় ও মন কথকের নজর কেড়েছে। কথকের, পর্যটক হওয়ার মনের ইচ্ছাকে প্রকাশ করে বলেন শখের উদয় হয়েছে।
২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :
নীচের শব্দগুলো কী কী বর্ণ দিয়ে তৈরি?
২.১ সকাল
২.২ ব্যনধ্বনি
২.৩ স্বরচিহ্ন
২.৪ ব্ল্যাকবোর্ড
২.৫ অনর্গল
উত্তর-
২১ সকাল - স্+অ+ক্+আ+ল
২.২ ব্যঞ্জনধ্বনি ব্+য্+অ+ঞ্+জ্+অ+ন্++ব্+অ+ন্+ই
২৩ স্বরচিহ্ন - স্+ব্+অ+র্+অ+চ্+ই+হ+ন্+ভা
২.৪ ব্ল্যাকবোর্ড বৃ+ল+য্+আ+ +ও+র্+ড্
২.৫ অনর্গল অ+ন্+অ+র্+গ্+অ+ল্