Model Activity Task Class 2 All Subjects Part 7 With Answer । মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণি


Model Activity Task Class 2 All Subjects Part 7 With Answer
Model Activity Task Class 2 All Subjects Part 7 With Answer

Model Activity Task Class 2 All Subjects Part 7 With Answer

Class 2 Part 7 Model Activity Task

Class 2 Part 7 Gonit | Math

Class 2 Part 7 English

Class 2 Part 7 Bangla

Class 2 Part 7 Swaasthya o Sarir Shiksha

October Model Activity Task Class 2 Part 7
Class 2 Oct 2021

Page 01

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
 স্বাস্থ্য ও শারীর শিক্ষা
 দ্বিতীয় শ্রেণি
 মূল্যবোধের শিক্ষা এবং সাধারণ সর্দি ও ইনফ্লুয়েঞ্জা

১। খ্যাতনামা খেলোয়ারদের ছবির সঙ্গে নাম মেলাওঃ

ক) খ্যাতনামা খেলোয়ারদের ছবি

Model Activity Task Class 2
Model Activity Task Class 2 

উত্তরঃ কপিল দেব রাম লাল নিখাঞ্জ।

খ) খ্যাতনামা খেলোয়ারদের ছবি

Model Activity Task Class 2
Model Activity Task Class 2 

উত্তরঃ দোলা ব্যানার্জি।

গ)  খ্যাতনামা খেলোয়ারদের ছবি

Model Activity Task Class 2
Model Activity Task Class 2 

উত্তরঃ সুনীল মনোহর ভাস্কর।

ঘ) খ্যাতনামা খেলোয়ারদের ছবি

Model Activity Task Class 2
Model Activity Task Class 2 
উত্তরঃ ঝুলন গোস্বামী।

২ । নিচের শব্দ জুড়ে থেকে সঠিক শব্দটি খোঁজে শূন্যস্থান পূরণ করো.
ক) হাঁচি ,_______________থেকে দূরে থাকবেই 
কম  করে ছয় হাত। 
উত্তরঃ হাঁচি ,কাশি,_থেকে দূরে থাকবেই 
কম  করে ছয় হাত।
খ) নাকে মুখে চাপা দেবে যে__________
কিবা দিন, কিবা রাত,  
উত্তরঃ নাকে মুখে চাপা দেবে যে_রুমাল
কিবা দিন, কিবা রাত.
গ) নিজেও যখন _________
কাশবে মুখেতে রুমাল দিও, 

উত্তরঃ নিজেও যখন হাসবে
কাশবে মুখেতে রুমাল দিও।
ঘ) রোগীকে _________চলতেই হবে 
যাব না তো তার কাছে। 
উত্তরঃ  রোগীকে _এড়িয়ে,_চলতেই হবে 
যাব না তো তার কাছে। 
ঙ) নিয়মিত ব্যায়াম শরীর ______________
পুষ্টিকর খাবার হলে, 
উত্তরঃ  নিয়মিত ব্যায়াম শরীর _চর্চা,
চ) সর্দি কাশি ____________কে ভাবেই

 তখন এড়ানো চলে। 

উত্তর সর্দি কাশি _সহজ_কে ভাবেই

 তখন এড়ানো চলে। 

 শব্দ- ভানর,

 সহজ,
 চর্চা,
 এড়িয়ে,
 রুমাল,
 কাশি,
 হাসবে
নাম 
উত্তরঃ এখানে তোমার নামটি সুন্দর করে দেখবে
ক্লাস
এখানে লিখবে দ্বিতীয় শ্রেণি
রোল 
উত্তরঃ এখানে লিখবে তোমার ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বারটা
বিদ্যালয়ের নাম
উত্তরঃএখানে তোমার বা তোমাদের বিদ্যালয়ের নামটা লিখবে।

 Page 02 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
 দ্বিতীয় শ্রেণি
 সংযোগ স্থাপনে সক্ষমতা

১. নিচের পার্টি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখ.

অশ্বত্থ গাছে পেঁচার ডাক উচ্ছেদ ক্ষেত থেকে ঝিঁঝিঁ ওই ঝিঝি ডাকছে দরজার পাল্লাটা বাতাসে ধড়াস ধড়াস করে পড়ছে বন্ধ করে দাও ওটা কি কান্নার শব্দ না রান্নাঘর থেকে বিড়াল ডাকছে

ক) উচ্ছের ক্ষেত থেকে কিসের শব্দ আসছে?

উত্তরঃ উচ্ছের ক্ষেত থেকে ঝিঁঝিঁ পোকার শব্দ শোনা যাচ্ছে আসছে । 

খ) দরজার পাল্লাটা কেন ধড়া।স ধড়াস করে পড়ছে? 

উত্তরঃ দরজার পাল্লাটা বাতাসে ধড়াস ধড়াস করে পড়ছে আর নড়ছে। 

গ) বিড়ালটা কোথা থেকে ডাকছে? 

উত্তরঃ বেড়ালটি রান্নার ঘর থেকে ডাকছে। 

ঘ) এখানে কি কি পশু পাখি ও পতঙ্গের উল্লেখ করা হয়েছে? 

উত্তরঃ আলোচ্য অংশে যে সমস্ত পশুপাখি ও পতঙ্গের উল্লেখ করা হয়েছে। 
সেগুলি হল যেমন পশু - বিড়াল,
পতঙ্গ- ঝিঝি পোকা এবং পাখি পেঁচা কথা বলা হয়েছে। 

২। Fill in the blanks with correct words : 1 × 3 = 3

(i) ___________ (There / Their) are many clouds in the sky.

Answer: There are many clouds in the sky.

(ii) The _____________ (sun / son) rises in the east.

Answer: The Sun rises in the east.

(iii) The floor is still _______________ (wait / wet).

Answer: The floor is still wet.

৩) নিচের ক্যালেন্ডার টি দেখে উত্তর লেখ লাল চিহ্ন গুলি ছুটির দিন। 

 রবিবার

 সোমবার

মঙ্গল বার

 বুধ

বার

 বৃহস্পতি

বার

 শুক্র

বার

 শনি বার

 

 

 ১

২ 

 ৪

 ৫

 

 ৭

 ৮

 ৯

 ১০

 ১১

১২ 

 ১৩

 ১৪

 ১৫

 ১৬

 ১৭

 ১৮

 ১৯

 ২০

 ২১

 ২২

 ২৩

 ২৪

 ২৫

 ২৬

 ২৭

 ২৮

 ২৯

 ৩০

 

 

 

(ক)এই মাসের ২৩ তারিখ কি বার? 
উত্তর এই মাসের 23 তারিখ দিনটি হলো বুধবার। 
(খ)এই মাসের কটা ছুটির দিন ?
উত্তর এই মাসে মোট ছুটির দিন হল ৬টি। 
(গ) এটা কি মাস হতে পারে? 
উত্তরঃ এই মাসটা হতে পারে জুন মাস অথবা নভেম্বর মাসে কারণ এই মাছটি 30 দিনের।  

Page 03

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
 দ্বিতীয় শ্রেণি 
সমন্বয় স্থাপনে সক্ষমতা
১ যুক্তব্যঞ্জন ব্যবহার করে একেই অর্থবিশিষ্ট শব্দ লেখ:
ক) রাত 
উত্তর  রাতের আকাশে অনেক তারা ঝকমক করে। 
খ) বিছানা
উত্তর শীতকালে বিছানা ছেড়ে উঠতে মনে হয় না। 
২ যুক্তব্যঞ্জন ব্যবহার করে শব্দ তৈরি করো:
উত্তর-
১)বাঞ্ছা
২) বঞ্ছনা 

৩) Match the animals with their body parts : 1 × 3 = 3

Model Activity Task Class 2
Model Activity Task Class 2

৪ ফাঁকা ঘরে '>' বা '<' চিহ্ন বসাও:

ক)

১২+৭

 

২০-৭

উত্তর-

১২+৭

     >

২০-৭


খ)

৩x৯

 

২০+৯

উত্তর-

৩x৯

     <

২০+৯



গ)

১৮ ÷৩

 

২x২

উত্তর-

১৮ ÷৩

     >

২x২


 

Page 04

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
 দ্বিতীয় শ্রেণি 
সমস্যা সমাধানের সক্ষমতা
১ নিচের শব্দগুলির একই অর্থ যুক্ত ব্যঞ্জন ব্যবহার করা শব্দ লেখ ও সেগুলি দিয়ে বাক্য রচনা করো
ক) ঠেলাঠেলি - 
উত্তর-রেশনের দোকানে সব ঠেলাঠেলি করে রেশন নিচ্ছে। 
খ) অনেক- 
উত্তর-আমি দেখি আকাশে অনেক পাখি উড়ে বেড়ায়। 

২। Read the following sentences carefully :

Mina and Bina are friends. They always walk to school together. Mina’s father is a doctor. He treats sick

people in the village. Bina’s father is a farmer. He works in the field. They all love their village.

Answer the following questions : 1 × 3 = 3

(i) How do the two friends go to school?

Answer-They always walk to school together.

(ii) Who is the doctor?

Answer- Mina’s father is a doctor

(iii) What does a farmer do?

Answer- Bina’s father is a farmer.

৩। সমাধান করো
(ক) শক্তি মাঠে বসে 17 বেলুন ফোলানো তারপর সে তিনটে করে বেলুন নিয়ে একটা একটা বেলুনের তৈরি করল হিসেব করে বল শক্তি কটা বেলুনের গুচ্ছ তৈরি করতে পারলো আর কটা পড়ে থাকল? 
উত্তরঃ শক্তি মোট বেলুন ফুলিয়ে ছে 17 টি । 
সে তিনটে করে বেলুনকে একসঙ্গে বেঁধে একটি দল বা গুচ্ছ তৈরি করে। 
এভাবে সে মোট তৈরি করে(১৭÷৩) টি
=৫টি
এবং আরো দু'টি বেলুন পড়ে থাকে। 
(খ) আজ ক্লাসে মোট 24 জন ছাত্র-ছাত্রী উপস্থিত মাঠে নিয়ে শিক্ষক আমাদেরকে চারটে দলে ভাগ করে দাড়াতে বললেন প্রতি দলে কজন করে ছাত্র ছাত্রী হল? 
উত্তর: আজ ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রী 24 জন ।
আমাদের শিক্ষক মহাশয় আমাদেরকে চারটে দলে সমানভাবে দাড়াতে দাড়াতে বললেন এবং আমরা শিক্ষক মহাশয় এর কথা মতো দাঁড়ালাম । 
অতএব প্রতিটি দলে ছাত্র-ছাত্রীর সংখ্যা=(২৪÷৪)জন=৬জন। 
(গ) আমার ছটি বন্ধু প্রতিটি বন্ধুকে যদি চারটে করে মিষ্টি খাওয়ায় তাহলে মোট কটা মিষ্টি কিনতে হবে? 
উত্তর: আমার ৬ টি বন্ধু আছে, আর তারা প্রত্যেকে ৪-টে করে মিষ্টি খায়।
তাহলে আমাকে মোট মিষ্টি কিনতে হবে=(৬×৪) =২৪টি

Page 05

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
 দ্বিতীয় শ্রেণি
 মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা
১) পশুটিকে পশুটির একটা ছবি আঁকো এবং তার সম্বন্ধে তিনটি বাক্য লেখ
মাংসাশী 
স্তন্যপায়ী
চতুষ্পদ 
ডোরা দাগ

Model Activity Task Class 2
Model Activity Task Class 2

উত্তর- এই যন্ত্রটি বা পশুটি হলো বাঘ। 
বাঘ আমাদের দেশে সুন্দরবন অঞ্চলে লক্ষ্য করা যায়। 
বাঘ চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়। 
বাঘ চারটি পা আছে এবং এর গায়ে হলুদ এর সঙ্গে কালো কালো বা  ডোরা ডোরা দাগ রয়েছে। 
এই পোস্টটি মাংসাশী এবং ইহা স্তন্যপায়ী প্রাণী। 

২) Read the sentences and fill in the table : 3

(i) I am an Indian.

(ii) You went to the zoo.

(iii) She bought a new pen.

 Today

 Yesterday


 

 Answer

 Today

 Yesterday

  I am an Indian.

 


 

You went to the zoo.

 

 She bought a new pen.



৩) কোন সময় তুমি কি করো তা বিভিন্ন ঘরের ছবি এঁকে দেখাও.
উত্তর 
আমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠি আর মনে মনে ভাবি সারাদিন যেন আমি ভালো পথে চলি। 
যখন ঘড়িতে সাতটা বাজে তখন আমি স্নান করে ভাত খাই। 
যখন ঘড়িতে চারটে বাজে তখন আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে খেলা করি। 
যখন ঘড়িতে সাতটা বাজে তখন আমি মায়ের কাছে পড়তে বসছি এবং তারপরে খাবার খেয়ে ঘুমিয়ে যাই। 
Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post