Model Activity Task Bangla Part 7 Class 5 Oct 2021 |
Model Activity Task Bangla Part 7 Class 5 Oct 2021
Class 5 Bangla Part 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি বাংলা উত্তর
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণি
বাংলা
১.নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ Bangla Part 7যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো ।
-------কাদের কথা বলা হয়েছে? তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল কেন?
উত্তর-পাহাড়িয়া বর্ষার সুরে উদ্ধৃত অংশে মৌমাছি মোরগ ব্যাংএবং বাঘ এই সমস্ত জীবের কথা বলা হয়েছে।
প্রকৃতিতে বৃষ্টি সময়মতো হচ্ছিল না তাই ব্যাং, মৌমাছ্, বাঘ এই সমস্ত প্রাণীরা একত্রিত হয়ে ভগবানের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতে গেছিল এবং নালিশ জানাতে গিয়েছিল। পৃথিবীতে বৃষ্টি আনার উদ্দেশ্যে ভগবানের নিকট প্রার্থনা করতে গেছিল।
১.২ 'আমার যেন লাগলো ভারি ভালো'
------ কোন দৃশ্য কথকের ভালো লেগেছে?
উত্তর-'ঝড়' কবিতায় বক্তা একদিন মাঠে খেলা করছিলেন তখন হঠাৎ মেঘ করে এবং চারিদিক অন্ধকার হয়ে যায় এতে বকুলতলা চাপা বন এবং নদীর জল অন্ধকারময় হয়ে যায় এই দৃশ্য কথকের ভালো লাগে উদ্ধৃতাংশ এই দৃশ্যের কথাই বলা হয়েছে।
১.৩ লোকে বলবে মন্ত্র জানা চাই ।
-----কিসের মন্ত্র । মধু আনতে বাঘের মুখে রচনা অংশে মন্ত্র জানা লোকটির নাম কি?
উত্তর-মধু আনতে বাঘের মুখে উদ্ধৃত গদ্যাংশে মৌমাছিদের পথ ভ্রষ্ট করে তাদেরকে ভিন্ন পথে চালনা করা যে মন্ত্র প্রয়োগ করা হয় এখানে সেই মন্ত্রের কথাই বলা হয়েছে।
মধু আনতে বাঘের মুখে রচনা অংশে লোকটির নাম হল ধানাই।
১.৪ মুকুট হয়ে যাক বেঁধেছে লক্ষহীরা মাছ।
-----কি দেখে কবির এমন মনে হতো?
উত্তর- 'মায়াতরু' কবিতায় কবি অশোক বিজয় রাহা একটি গাছের বর্ণনা এবং অদ্ভুত পরিচয় দিয়েছেন।
গাছটি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করত গাছটি রাত্রে বেলায় কখনো ভালো খেয়ে নাস্তা আবার কখনো লক্ষ্য হীরের মাছ হয়ে কোভিদ চোখে ভেসে উঠেছে।
১.৫ কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফনিমনসা গাছ।
-------ছোট্ট ফনিমনসা গাছ কান্নায় ভেঙে পড়ল কেন?
উত্তর- ফনিমনসা ও বনের পরী নাট্যাংশে নাট্যকার বিরোধ চট্টোপাধ্যায়, উদ্ধৃত অংশটি নেয়া হয়েছে।
ফনিমনসা বনের পরীর আশীর্বাদে তার নিজের পাতাগুলি কে কাটার পরিবর্তে সোনার পাতায় পরিবর্তিত করে এবং একদিন সেগুলি ডাকাতেরা চুরি করে নিয়ে যায় এই কারণেই ছোট্ট ফণিমনসা ট্রি অঝর নয়নে কান্নায় দুচোখ ভরিয়ে দেয় এবং কান্নায় ভেঙ্গে পড়ে।
২. নিচের ব্যাকরণ গত প্রশ্নগুলির উত্তর দাও:
Thanks
ReplyDelete