Model Activity Task Bangla Class 8 Part 7 Oct 2021 |
Model Activity Task Bangla Class 8 Part 7 Oct 2021
Class 8 Model Activity Task Bangla Part 7 Oct 2021
Class 8 Part 7 Bangla
মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা অষ্টম শ্রেণি পার্ট ৭
Model activity task
class 8
Bengali
Part 7
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ৩x৫=১৫
১.১ ...তুমি তাহার পাশে এসে দাঁড়াও।
– কার প্রতি কবির এই আহ্বান? কার পাশে, কীভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন? ১+২
উত্তরঃ সমস্ত মানব জাতীর প্রতি কবির এই আহ্বান | অসহায়, পীড়িত, লাঞ্চিত, বঞ্চিত মানুষের পাশে, বন্ধুর মতাে পাশে দাঁড়াতে হবে বলে কবি মত প্রকাশ করেছেন।১.২ ‘রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ।
– কাকে রমেশ একথা বলেছে? তার একথা বলার কারণ কী? ১+২
উত্তরঃ রমেশ একথা বলেছিল রমাকে| গ্রামের একশাে বিঘা জমি জলে ডুবে গেছে। এ অবস্থায় গ্রামের জমিদার বেনি ঘােষাল এবং রমা তাদের পুকুরের মাছের ক্ষতি হবে বলে জমির জল বার করতে দিচ্ছিল না। অথচ রমেশ রমাকে নিষ্ঠুর ও নীচ বলে কখনােই ভাবেনি। চিরকাল তাকে উদার মনে করে এসেছে।তাই উক্ত মন্তব্যটি করা হয়েছে।
১.৩ ‘একটা স্ফুলিঙ্গ-হীন ভিজে বারুদের স্তুপ।
কাদের সম্পর্কে, কেন একথা বলা হয়েছে? ১+২
উত্তরঃ ছন্নছাড়া, বেকার কম বয়সী যুবকের কথা এখানে বলা হয়েছে। এখানে ছন্নছাড়া বেকার যুবকদের ব্যঙ্গাত্মক বিদ্রুপ করা হয়েছে। কবি বলতে চেয়েছেন তাদের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ অর্থাৎ জ্বলে ওঠার সম্ভাবনা ছিল কিন্তু সমাজ পরিস্থিতি তাদের সমস্ত আশায় জল ঢেলে পন্ডশ্রম করে দিয়েছে। তাই তারা সমাজের উচ্ছিষ্টে পরিণত হয়েছে।১.৪ “আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই’ – কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্যটি করেছেন? ‘বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই’ – একথার তাৎপর্য কী? ১+২
উত্তরঃ এখানে একটি ক্ষুদ্র বীজের কথা বলা হয়েছে যেটি ভাঙ্গা ইট, মাটির নিচে লুকিয়ে ছিল। কিছু দিন পর্যন্ত সেটি বীজের কঠিন আবরণে মধ্যে সুপ্ত হয়ে ঘুমিয়ে থাকে। ঠিক সময়ে তা থেকে অঙ্কুর বের হয় ও বৃক্ষ শিশুর জন্ম হয়।১.৫ ‘রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে’ – কোন কবিতার অংশ? কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন? ১+২
উত্তরঃ জীবনানন্দ দাশের লেখা 'পাড়াগাঁর দু প্রহর ভালােবাসি' কবিতা থেকে আলোচ্য অংশটি গৃহীত । জীবনানন্দ দাশ প্রকৃতি প্রেমিক কবি হলেও তার এই কবিতায় দুঃখের ইঙ্গিত দিয়েছেন। দুপুরবেলায় সমস্ত প্রকৃতি নিস্তব্ধ থাকে, দেখে মনে হয় প্রকৃতি যেন শোকে পতিত। শঙ্খচিলের চিৎকার, জলসিড়ি নৌকার পাশে পড়ে থাকা বুনাে চালতার ছায়া সবকিছুই এই ইঙ্গিত দেয়।২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও : ১ x ৫ = ৫
২.১ বাক্যের মধ্যে ক্রিয়াপদটি কীভাবে গঠিত হয় ?
উত্তর- ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি করে ।২.২ আপেক্ষিক ভাবের একটি উদাহরণ দাও।
উত্তরঃ - যদি আকাশে মেঘ হয় তবে বৃষ্টির সম্ভাবনা থাকে।২.৩ নিত্যবৃত্ত অতীত বলতে কী বোঝ ?
উত্তর- অতীতে প্রায়ই ঘটত বা ঘটে থাকে- এই অর্থ অনুসারে ক্রিয়ার যে কাল হয়, তাকে নিত্যবৃত্ত কাল বলা হয়।উদাহরন : সীতা রোজ ফুল তুলতে যেতো ।
২.৪ নিত্য অতীত এবং ঘটমান অতীতের পার্থক্য কোথায় ?
উত্তর- নিত্য অতীত : যে ক্রিয়া অতীতে ঘটে গেছে এবং যার ফল আর বর্তমানে নেই, সেই কালকে নিত্য অতীত বলা হয়।উদাহরণ : কেন ঐ কাজ করলি ?
ঘটমান অতীত : যে ক্রিয়াটি অতীতকালে ঘটছিল , সেই কালকে ঘটমান অতীত বলা হয়।
উদাহরণ :- জরুরী দরকারে কলকাতা যাচ্ছিলাম।
২.৫ রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে ক’টি ভাগে ভাগ করা যায় ?
উত্তর- রূপ অনুসারে ক্রিয়ার কালকে তিন ভাগ করা হয় যথা –i) অতীত কাল ii) বর্তমান কাল iii) ভবিষ্যৎ কাল
অর্থ অনুসারে ক্রিয়ার কালকে তিন ভাগে ভাগ করা হয় যথা –
i) নির্দেশক ii) অনুজ্ঞা এবং iii) আপেক্ষিক
Thanks for helping us ☺️🤠👏👍
ReplyDelete