Kolingdeshe Jhor Bristy by Mukund Chokroborti Class 9 |
এতদিন তোমাদের করুনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকায় সমস্ত পঠন পাঠন ও শিক্ষা ব্যবস্থা বন্ধ ছিল যদিও এখন অনেক পথ অতিক্রান্ত করার পরে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার পর এই মহামারী করুনার হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব হয়েছে তাই সমস্ত কিছু স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষাব্যবস্থা ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে শিক্ষা মহল তোমাদের পঠন-পাঠনের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে এবং কিছু পরিমাণ ছাত্র-ছাত্রীদের নিয়ে তারা পঠন-পাঠন শুরু করার পারমিশন বা অনুমতি দিয়েছেন তাই সমস্ত ছাত্রছাত্রীকে আবার পঠন-পাঠনে মনোনিবেশ করার উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য Kolingdeshe Jhor Bristy by Mukund Chokroborti Class 9 Bangla | কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী বাংলা আজকে এই বিষয়ে আমরা খুব সহজ-সরল ভাষায় শিখব পড়বো এবং বিভিন্ন শব্দের অর্থ আর তার সঙ্গে কবি পরিচিতি ও কবিতার সারমর্মপড়বো।
Kolingdeshe Jhor Bristy by Mukund Chokroborti Class 9
Class 9 Bangla
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী
নবম শ্রেণি কবিতা
মেঘে কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার।
দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার।।
ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর।
উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর।।
নিমিষেকে জোড়ে মেঘ গগন-মণ্ডল৷
চারি মেঘে বরিষে মুষলধারে জল।।
কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ।
প্ৰলয় গণিয়া প্ৰজা ভাবয়ে বিবাদ।
হুড় হুড় দুড় দুড় বহে ঘন ঝড়।
বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়।।
ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত।
উলটিয়া পড়ে শস্য প্ৰজা চমকিত।।
চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ।
সঘনে চিকুর পড়ে বেঙ্গ-তড়কা বাজ।।
করি-কর সমান বরিষে জলধারা।
জলে মহী একাকার পথ হইল হারা।।
ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন।
কারো কথা শুনিতে না পায় কোনো জন।।
পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী।
কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনি
হুড হুড় দুড় দুড় শুনি ঝন ঝন।
না পায় দেখিতে কেহ রবির কিরণ।।
গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জ্লে।
নাহি জানি জলস্থল কলিঙ্গ-মণ্ডলে।
নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর
আছুত শস্যের কার্য হেজ্যা গেল ঘর।।
মেঝ্যাতে পড়য়ে শিল বিদারিয়া চাল।
ভাদ্রপদ মাসে যেন পাড়ে থাকা তাল।।
চন্ডীর আদেশ পান বীর হনুমান।
মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান গান।।।
চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল।
উঠে পড়ে ঘরগুলা করে দলমল।।
চন্ডীর আদেশে যায় নদনদীগণ
অধিকামাল গান শ্রীকবিকঙ্কণ ।।
Link For All Subject
আশা করি তোমরা তোমাদের পাঠ্যবইয়ের উপরোক্ত বিষয়বস্তু পাওয়ায় আনন্দ খুশি হয়েছো আমরা এভাবে প্রত্যেক বিষয়ের অপুর শ্রেণীর বিষয়বস্তু ও সহজ সরল ভাষায় আলোচনা করব তাই তুমি তোমার বন্ধুদেরকে ও বড় দাদা দিদিদের কেউ এই লিংকটি শেয়ার করে দেবে যাতে তারাও তোমার মত পড়ার সুযোগ অনুভব করে।